নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
মাথা ঠান্ডা করুন, ভাবুন, যুক্তি দিয়ে পরিস্থিতি বিবেচনা করুন।
নিজের মতকে যে একমাত্র সত্য, সঠিক ভাবে সে নিঃসন্দেহে ফ্যাসিস্ট। সাইকোপ্যাথ সে যে উন্মাদের মতো খিস্তি খেউর করে, নিজের ভয়াবহ পিশাচ আইডিয়া বাস্তবায়ন করায় অন্যদের ব্যবহার করে।
চারদিকে নৈরাজ্য, ধ্বংস উস্কে দেয়ার মধ্যদিয়ে সাইকোপ্যাথ চরম বিকৃত আনন্দ উপভোগ করে।
অন্যরা বুঝতেও পারে না তারা কোন সর্বনাশের পথে চলেছে, কার খায়েশ রক্ষার জন্য হুজুগে মেতেছে।
সাইকোপ্যাথ তার কথা না শুনলে সব ধ্বংস হয়ে যাক এমন পথেই ভক্তদের নিয়ে যায়। নিরাপদ দূরত্বে বসে সে কলকাঠি নাড়বে, আর বিপদে পড়বে তার আবেগাক্রান্ত ভক্তকূল।
সাইকোপ্যাথ ভোগে নার্সিসাস সিনড্রমে। নিজে নিজের কর্মে, কথায় চমৎকৃত হয়। নিজের প্রেমে নিজেই মশগুল থাকে। ঈশ্বরের কাছাকাছি চলে গেছে বলে বিশ্বাস জন্মে তার মধ্যে। কোন যুক্তি, তথ্য তার কাছে বিষ। খিস্তি খেউর করা সাইকোপ্যাথ থেকে সাবধান! আপনার সর্বনাশ আপনি আপনার অজান্তেই ডেকে আনছেন। মাথা ঠান্ডা করুন, ভাবুন, যুক্তি দিয়ে পরিস্থিতি বিবেচনা করুন।
আমাদের যখন গত ১৬ বছর গুম,খুন করা হয়েছে;মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে; দেশছাড়া করা হয়েছে; ভোট দেয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছে; তখন কিন্তু আমরা সৌদি আরবকে বলিনি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কারন, আমরা বাংলাদেশি। ধর্মীয় পরিচয় পরে। এমনকি যখন বিশ্বজিৎ নামের একজন হিন্দুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ফ্যাসিস্ট বাহিনী তখনো কোন দেশের কাছে নালিশ দেয়া হয়নি। কোন দেশও হিন্দু রক্ষায় বিবৃতি দেয়নি!
এখন কেন কতিপয় ভারতের সাহায্য চাচ্ছেন? এদেশে যদি আপনার প্রতি অন্যায় হয় আপনিই সংগ্রাম করে, প্রতিবাদ করে লড়বেন। আমরা আপনার ন্যায্য সংগ্রামের সাথে থাকবো।
ধর্ম বিবেচনায় অন্য দেশের ইস্যু নয়। সৌদি বা আফগান্ডুস্তানের দিকে তাকানো যেমন পরিত্যাজ্য, ভারতের দিকে কথায় কথায় তাকানোও তেমনি বন্ধ করতে হবে। এতে পরিস্থিতি জটিল হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ হয়ে সকল হিন্দুকে, হিন্দু ধর্মকে আক্রমণ করা বন্ধের আহ্বান যেমন জানাই তেমনি সাম্প্রদায়িক হিংস্রতায় সরকারি আইনজীবী হত্যার নিন্দাও দেখতে চাই। উগ্র গোষ্ঠী দুই দেশেকই আছে। কিন্তু এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।
লিখেছেনঃ সাবেক সেনা কর্মকর্তা বিশিষ্ট সাংবাদিক আবু রুশদ, বাংলাদেশে ডিফেন্স জার্নালিজম পত্রিকা 'ডিফেন্স জার্নাল' এর প্রতিষ্ঠাতা সম্পাদক।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
জুল ভার্ন বলেছেন: ভবিষ্যৎ যা হবার হবে, কিন্তু দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া উচিৎ হবেনা।
২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫
কামাল১৮ বলেছেন: আজকের বিশ্ব আর দশবছর আগের বিশ্ব এক না।ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব নতুন রূপ নিবে।সেটা হবে সম্পুর্ণ আরেক বিশ্ব।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬
জুল ভার্ন বলেছেন: একমত।
৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: সরকার্ যদি দেশদ্রোহীতার অভিযোগে একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করতে না পারে তাহলে এইটা কিসের স্বাধীন দেশ? সকল নাগরিকদের দায়িত্ব সরকারের পাশে দাঁড়ানো।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮
জুল ভার্ন বলেছেন: আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী সন্ত্রাসী এবং ভারতীয় দালাল ছাড়া সবাই এক।
৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসকনকে বন্ধ করার এখরই সঠিক সময়; লোহা গরম থাকতেই সাইজে আনতে হবে। দেশের মানুষ এখন এদের বিরুদ্ধে।
এদরেকে এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে যেন আগামী ১০০ বছরেও কোন কথা না বলতে পারে।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২০
জুল ভার্ন বলেছেন: এই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিকল্প নাই।
৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৮
ঢাবিয়ান বলেছেন: আওয়ামিলীগ ইস্যূতে সকল রাজনৈ্তিক দল এবং ছাত্র জনতাকে একটা প্ল্যটফর্মে দাড়াতে হবে। বিএনপি ও জামাত তাদের বিতর্কিত ভুমিকা থেকে সরে না আসলে এরা নিজেদেরও বাচাঁতে পারবে না , এই দেশকেও ঠেলে দেবে গহীন অন্ধকারের দিকে।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২১
জুল ভার্ন বলেছেন: সম্পুর্ণ একমত।
৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭
মেহবুবা বলেছেন: দেশে শান্তি চাই আমরা সাধারণ জনগন। আর বাকী মানুষেরা কি চায়? কত ধরনের ফন্দি আটছে কে কোথায় জানি না। এত অস্থিরতা, এত আন্দোলন কি এখন হবার কথা? আমরা কি দেশটাকে একটু গুছিয়ে নিতে সময় পাবো না? আল্লাহ্ তুমি শান্তি দাও! স্বার্থপরতার উর্ধ্বে উঠে সবাই কেন ভাবতে পারছে না এদেশটা আমাদের সবার। এই মাত্র সেদিনের ছাত্র জনতার অবদান এত তাড়াতাড়ি যেন ভুলে না যাই। ন্যায়বিচার, স্বাধিকার, স্বস্তি এবং শান্তি চাই।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩
জুল ভার্ন বলেছেন: ১৬ বছরের লুটপাটের টাকায় ফ্যাসিবাদের দোসররা এখন মাঠে নেমেছে.....
৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮
রাসেল বলেছেন: দেখিয়া, শুনিয়া, ভাবিয়া কোনো সদুত্তর পাইলাম না। কেন আমরা বাটপারী করি। কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কেন সত্যকে অস্বীকার করি ।
২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২
জুল ভার্ন বলেছেন: আত্মপ্রবঞ্চনা।
৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: গত ১৫ বছর আওয়ামী লীগ শুধুই গুম, খুন আর দূর্নীতি করেছে।
আর এই ফাকে বিএনপি মেট্রোরেল করেছে, পদ্মাসেতু করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছ। আর কত কি।
২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩
জুল ভার্ন বলেছেন: হেতা নয়, অন্য কোথা.....
৯| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
জটিল ভাই বলেছেন:
এসব আমরা বুঝলেতো ভালোই হতো
২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩
জুল ভার্ন বলেছেন: না আমরা তেমন বিবেকবান হতে পারবো না।
১০| ২৮ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৩১
মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন: @রাজীব নুর: একটা প্লেটে ভাত-তরকারি আর গু-এর মিশ্রণ দিলে বোঝা যাচ্ছে তুমি সেটাও খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বলবে - " ... কিন্তু এতে ভাত-তরকারিও তো ছিল, তাই না !!!!"
২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৫
জুল ভার্ন বলেছেন: সে তার ওস্তাদের শোকে পাগল হয়ে গিয়েছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬
কাঁউটাল বলেছেন: পোভুপাদ কে ধরলে এতবড় ক্যাঁচাল হবে ইহা অস্বাভাবিক নয়। তবে বাংলাদেশ সরকার যে এই কাজটা করতে পারিয়াছে - সেইজন্য উহাদেরকে সাধুবাদ দেওয়া যায়।