নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আবার আসিবো ফিরে.....

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৪

আবার আসিবো ফিরে.....

যেখানে গেলে অনেকদূর অব্দি মাঠ দেখা যায়, কচি রোদের তাপে পুড়িয়ে নেওয়া যায় পিঠ। রাতের আলো আঁধারিতে সমস্ত কোলাহল সরিয়ে রেখে খোলা যায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করলেই পোকাদের ডাক। নিস্তব্ধ হয়ে যায় চারপাশ।

ফুলকপি, বাঁধাকপি, মুলো, ধনেপাতা, শীম বরবটি কত কী! নগরের কোলাহল ছেড়ে অনেক দূরে একটা বাড়ি। ক্ষেতের মাঝে সর্ষের ক্ষেত, শীতের আগুন পোহানো রাত, মেথি আর সরষে শাকের সুস্বাদ! আহা!

পুকুরে টলটল পানি। লাল টুকটুক শান বাঁধানো ঘাট। ছিপ ফেলে মাছ ধরা। ফুলের গাছ। শীতের বাহারি আলো। মৌসুমি ফুলের বাগানে জিনিয়া, পিটুনিয়া, গাঁদা- প্রাণভরে গন্ধ নিই। মাটির গন্ধ বড় স্বাদু। ক্যামন যেন মানুষের গন্ধ, জীবনের গন্ধ লেগে থাকে স্পষ্ট। ভালোবাসার কতো রকম গন্ধ হয়!

এসব সবুজে, এসব পালং ফুলকপি মটরশুঁটি দুপুরে, সকলের হাসি আনন্দে জেগে ওঠে দিগন্তের দিনরাত্রি! ছবির দেশে, সবুজের দেশে, আলো হয়ে জেগে থাকে দুপুরের অ্যালবাম। আমার গ্রাম, যেনো সব পেয়েছির দেশ। আবার আসিবো ফিরে.....

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: এইজন্য কবি আবার আসিবো ফিরে কবিতা লিখেছিলেন।

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০

জুল ভার্ন বলেছেন: তখনতো চাষের হাইব্রিড ডেইরী, পোল্ট্রি ফিশারিজ ছিলো না।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা গ্রাম। গ্রাম ভালোবাসি। আমিও যে গ্রামের মেয়ে।

কত সুন্দর মায়াময় একেকটি গ্রাম। আবার যাবো ফিরে আমার গাঁয়ের নীড়ে।

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫১

জুল ভার্ন বলেছেন: তেমন ইচ্ছা আমারও এবং তা বাকী জীবন স্থায়ীভাবে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো দেখলেই ভালোলাগে।

০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.