নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সংস্কার কমিশন, জাতীয় ঐক্য কমিশন- হলো ফ্যাসিবাদের দালাল.....

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৪

সংস্কার কমিশন, জাতীয় ঐক্য কমিশন- এসব হলো ফ্যাসিবাদের দালালদের বাহানা, এরা সাম্রাজ্যবাদীদের গুপ্তচর!

জনগণের ভোটে ভরসা নেই, অথচ ক্ষমতার চেয়ারে বসতে চায়- এটাই হলো পি আর চক্রান্ত!
ভোটে জেতার মুরোদ নাই, তাই “কমিশন” বানায়, “ঐক্য”র ভাঁওতা দেয়, “সংস্কার”র নাটক করে!

ভাঁওতাবাজি বাদ দিন।
ক্ষমতার রাস্তা একটাই- জনগণের আস্থা, জনগণের ভোট।
কোনো কমিশন, কোনো আঁতাত, কোনো বিদেশি লবি- কখনোই জনগণের বিকল্প হতে পারে না।
জনগণই শেষ বিচারক। যার যোগ্যতা আছে, তারাই ব্যালটের মাধ্যমে আসবে ক্ষমতায়।

অতএব, সাবধান!
দেশপ্রেমিক নাগরিকদের কাছে আবেদন-
স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকার রক্ষায় আরো একটা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:
পিআর নিয়ে সংস্কার কমিশন কি পজেটিভ? শুনলাম নেপালে ও নাকি পিআর চলে। চোখের সামনে পিআরের এতো সুন্দর সানে নজুল দেখার পর ও আবার কোন দুঃখে পিআর পদ্ধতিতে নির্বাচন উঠার প্রশ্ন উঠতে পারে?

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩৭

জুল ভার্ন বলেছেন: আমরা মৌলিক সংস্কার চাই। কিন্তু সংস্কার কমিশন সবকিছু চাপিয়ে দিতে/ বাধ্য করতে চাচ্ছে- যা কেউ চায়না। পি আর যদি কোনো রাজনৈতিক দলের মেনিফেস্টো হয় তাহলে তারা নির্বাচিত হয়ে সেটা আইনের বিধান করতে পারে। সংস্কার কমিশন দেশে একটা পার্মানেন্ট অরাজক পরিস্থিতি সৃষ্টির বীজ বপণ করতে চাচ্ছে- যা অযাচিত, অপ্রত্যাশিত।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন:

এইসব সংস্কার, পিআর কোন কিছু কাজেই দিবে না সরকার, রাজনীতিক দলগুলো যদি দেশপ্রেমিক না হয়! মনুষ্যসৃষ্ট সব আইনে শুভঙ্কর ফাঁকি থাকে। রাশিয়ায় পুতিন ও টিকে আছে আইনের ফাক-ফোকর দিয়ে। বরং দরকার ছিল বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু ইনস্টিটিউশন কে শক্তিশালী করা ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৭

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত পোষণ করছি।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৮

বিজন রয় বলেছেন: আমার মনে হয় এখন আর দালাল খুঁজে লাভ নেই, যেমন অনেকেই আর রাজাকার খোঁজেনা।

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৬

জুল ভার্ন বলেছেন: আমরা সত্যের পথে একাকী চলতে শিখেছি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.