| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জাতির ঘাড়ে চাপানো আলী রিয়াজের ফাঁদ থেকে মুক্তির একমাত্র উপায় ড. ইউনুসের দৃঢ় সিদ্ধান্ত...
জামায়াতের প্রেসক্রিপশন অনুযায়ী সংবিধান সংস্কার ও ঐক্যমত কমিশনের নামে যে রাজনৈতিক ফাঁদ আলী রিয়াজ জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে নির্বিকারভাবে ভেগে গেছেন- তার দায় এখন গোটা জাতিকে বহন করতে হচ্ছে। এই বিভ্রান্তিকর প্রস্তাবনা মূলত সংবিধানিক কাঠামো ও নির্বাচনী বৈধতার বিরুদ্ধে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র।
এখন জাতিকে সেই অনিশ্চয়তা ও জটিলতা থেকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস সাহেবের। সকল কমিশনের উপর তিনি সর্বোচ্চ কর্তৃত্ব রাখেন এবং রাষ্ট্রের স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতেই ন্যস্ত।
তাঁর উচিত হবে আলী রিয়াজের এই বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক সুপারিশ বাতিল করে বিষয়টি নির্বাচিত সরকারের সংসদের উপর ছেড়ে দেওয়া- যেখানে জনগণের প্রতিনিধিরাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন।
এই মুহূর্তে ড. ইউনুসের দৃঢ়তা ও প্রজ্ঞাই পারে জাতিকে একটি বিপজ্জনক সাংবিধানিক জটিলতা থেকে রক্ষা করতে।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২০
জুল ভার্ন বলেছেন: শিয়ালের মতো ধূর্ত, কুকুরের মতো লোভী, পাজির পা ঝাড়া আর শয়তানের শঠতার সংমিশ্রণে জন্ম নেওয়া দল।
২|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৮
মৌন পাঠক বলেছেন: জামাত জান্নাতী দল, তাদের নিয়া এসব প্রোপাগান্ডা ছড়াবেন না।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২১
জুল ভার্ন বলেছেন: না কি নরকের কীট....
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫০
মৌন পাঠক বলেছেন: জামাত জান্নাতী দল, তাদের নিয়া এসব প্রোপাগান্ডা ছড়াবেন না।