| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ও. হেনরি কাঁদবে, ইনফ্লেশনও লজ্জা পাবে
ও. হেনরির 'The Gift of the Magi' গল্পে ডেলা তার লম্বা চুল বিক্রি করে স্বামীর জন্য ছোট্ট একটা চেইন কিনেছিল।
সময়টা ছিল বিংশ শতকের শুরু-
মানুষ তখনও চুল বিক্রি করে ছোট উপহার কেনা গাণিতিক নিয়মে চলত।
কিন্তু দেখুন সময় কত বদলেছে!
একবিংশ শতাব্দীর প্রথমার্ধ পেরোতেই বাংলাদেশ আবিষ্কার করেছে নতুন অর্থনীতি- “রিভার্স ইনফ্লেশন ইকোনমিক্স”।
এ যুগে হান্নান মাসুদ (সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, জুলাই বিপ্লবের সমন্বয়ক) সাহেব তার নাতিদীর্ঘ (মানে মাথার এক চতুর্থাংশ ঢাকতেও লজ্জা পায় এমন) চুল বিক্রি করে কিনে ফেলেছেন- দেড় একর জমি, তিনটা পুকুর আর পাঁচ তকা একটা বাড়ি। সব মিলিয়ে একটা ছোটখাটো মৌজা!
বাহ! এমন ROI (Return On Intelligence—না থাক, শুধু Return On Hair) তো ওয়ারেন বাফেটও জীবনে দেখেনি।
ও. হেনরি যদি আজ বেঁচে থাকতেন-
গল্প লিখতেন না, বরং মাসুদ সাহেবের ইন্টারভিউ নিতে লাইনে দাঁড়িয়্র প্রশ্ন করতেনঃ
★ “স্যার, আপনার চুল কত ক্যারাটের ছিল?”
★ "এটা কি সোনার চেয়ে দামি?”
★ "পুকুর তিনটা কি কন্ডিশন হিসেবে পেয়েছেন?”
অর্থনীতিবিদরা তো পুরো হতভম্ব!
যেখানে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়ছে, সেখানে মাসুদ সাহেবের চুলের রিটার্ন রেট সোনার দামের চেয়েও দ্রুতগতিতে আকাশ ছুঁয়ে গেছে। এমন অবস্থা দাঁড়ালো যে ভবিষ্যতে হয়তো IMF বইয়ে নতুন অধ্যায় যোগ করবে-
“Case Study: চুল-ভিত্তিক সম্পদ সৃষ্টির এক অনন্য নজির।”
আর আমরা সাধারণ মানুষ?
গালে হাত দিয়ে ভাবছি-
“কোথায় গেলে চুল বিক্রি করে অন্তত দুমুঠো চাল পাওয়া যাবে?”
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫
জুল ভার্ন বলেছেন: মাসুদ গ্যাংদের অরিজিন হচ্ছে জা-শি, ১৬ বছর হাতুড়ি হেলমেট লীগের সাথে মিলেমিশে হয়েছে মাল্টি ফাংশনাল বাটপার.....
২|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউই লোভ সামলাতে পারছেনা।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬
জুল ভার্ন বলেছেন: ওয়েট এন্ড সী, এরা আওয়ামী লুটেরাদের চাইতেও ভয়ংকর হবে....
৩|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এরা আওয়ামীলীগ ফিরার পথ আরো সহজ করে দিচ্ছে....
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২১
জুল ভার্ন বলেছেন: ওরাতো আওয়ামী দুধভাত খেয়ে লুটেরা হবার প্রশিক্ষণ পেয়েছে।
৪|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সে নাকি টিউশন করে ৭০-৮০ হাজার টাকা পায়। তাকে তো জাদুঘরে রাখা উচিত।
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২২
জুল ভার্ন বলেছেন: ওর ইংরেজি বলার একটা ভিডিও দেখে নিশ্চিত হয়েছি- পাবলিক পরীক্ষায় স্টুডেন্টরা কেন ইংরেজিতে ফেল করছে!
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব নিয়ে প্রশ্ন করা যাবে না। নাহ, আবারও দেশটা আগের সেট আপে চলে গেল...