নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Junayed Hasan

জুনায়েদ হাসান

জুনােয়দ হাসান

আমি শিক্ষিত হতে চাই না, মানুষ হতে চাই |

জুনােয়দ হাসান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা তো এমনিতেই হয়ে যায়, সেখানে দোষগুণ নির্ধারণের সুযোগ কোথায়?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

"কাউকে ভালবাসতে হলে আগে তার যৌক্তিক দোষগুলো বিশ্লেষণ করে তা গ্রহণ করার মানসিকতা রাখা উচিৎ ।"



জানি অনেকেই প্রশ্ন করবেন ,“ভালবাসা তো এমনিতেই হয়ে যায়, সেখানে দোষগুণ নির্ধারণের সুযোগ কোথায়?” কিংবা “ ভালবাসার সময় দোষগুল চোখে পরে না” এই ধরনের প্রশ্নের সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করি । ভালবাসা তখনই হয় যখন একটা নির্দিষ্ট বন্ধুত্বের পরে আবেগ এর সাথে দুজনের মানসিকতার অন্তত সত্তর ভাগ মিলে যায়। বাকিটা মানিয়ে নিতে হয় । আর যদি এমনটা না হয় তবে তা অবশ্যই সাময়িক মোহ। আমাদের মধ্যে একটা ধরনা কাজ করে । প্রিয় মানুষটাকে প্রায়ই একটা কথা আমরা বলে থাকি “ আমি তোমার জন্য যতটা সেক্রিফাইস করি আর কেউ করবে না” । কথাটা অবশ্যই যৌক্তিক আর এর থেকে বড় সত্যি এই সেক্রিফাইস এর জন্যই কেউ কারো সব চেয়ে প্রিয় মানুষ হয়।



ভালবাসা যদি কেউ ভেবে থাকে রাস্তার ধারে বসে ফুচকা খাওয়া কিংবা রিক্সার আড়ালে ঘাড়ে মাথা রাখা তবে সে সব চেয়ে বড় ভুল ভাবছে । ভালবাসতে হলে আগে কে কার দোষ গুলোর প্রেমে পড়তে হবে। গুনগুলো হল বোনাস ।



পরিশেষে, ভালবাসা সময়ের সাথে সাথে অনেক কিছু শেখায়, যে ভালবাসা কষ্ট করে যত্ন দিয়ে মেলে তার প্রাপ্তি আনন্দের তবে অবশ্যই এক তরফা নিজেকে নিঃশেষ করে ভালবাসা হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.