নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

কালের বিবর্তন

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

"এইতো সেদিনের কথা-
তখন সন্ধ্যাকালে ঘরে ঘরে কুপি জ্বলত;
ছোপ ছোপ লালচে আলোর কুপি,
সোনালি অলঙ্কারে সাজতো বাংলার গ্রাম-গঞ্জ, শহর।
আমার ছেলেবেলায়--
আমরা পড়তে বসতাম মাদুর পেতে-
আঙ্গিনায়-চাঁদনী রাতে
মাঝেমাঝে পুঁথির আসর বসতো--
আমরা শুনতাম, সুর মিলিয়ে গাইতাম,
রাতভর চুটিয়ে আড্ডা দিতেম।
রোজ সকালে দলবলে ছুটতাম পাড়ার মক্তবে;
অত:পর বেলা বাড়লে বিদ্যাপীঠে-খেলার মাঠে।
কালের বিবর্তনে,
এখন সন্ধ্যাকালে ঘরেবাইরে নিয়নবাতি জ্বলে;
তোমাদের নেই রাতদিন, মুক্ত উঠোন, চাঁদ, আড্ডা, মক্তব;
তোমরা স্বাধীন তবুও নেই স্বাধীনতা!
তোমরা চার দেওয়ালের বেষ্টনে বন্দী,দাদুভাই-
তোমরা বন্দী.....!"
----বলতে বলতে বৃদ্ধের কণ্ঠস্বর ভারী হয়ে এলো।
স্তব্ধ হয়ে গেল আমার কলম।


রচনাকালঃ
২১ এপ্রিল ১৬, রাত।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব লিখেছেন জুনায়েদ বি রাহমান ভাই, খুব ভাল লাগল আপনাকে দেখে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাই, আপনাকে এখানে পেয়ে আমিও খুব খুশি। ভালো থাকবেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা লিখে আপনার কলম স্তব্ধ হয়ে এলো আর কবিতা পাঠ করে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। স্মৃতিকাতর হয়ে পড়লাম!
কবিতায় প্রথম ভাল লাগা + টি রেখে গেলাম!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। আপনার মন্তব্যে বরাবরের মতো অঅনুপ্রাণিত।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

আখেনাটেন বলেছেন: আপনার এই কবিতা আমাকেও নস্টালজিক করে দিল।

কত শত স্মৃতি! আহ, শৈশব! কখনও কি ভোলা যায়!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার স্মৃতিতে নাড়া দিতে পেরেছে জেনে ভালো লাগছে। ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.