নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ (কবিতা)

১৭ ই জুন, ২০১৬ সকাল ৭:১৬

ঘরেআগুন; ষোড়শী অর্ধাঙ্গিনী!
তবুও, প্রথম দেখায় কুলাঙ্গারে অভ্যন্তরে
কম্পন সৃষ্টি করে- চতুর্দশী বালিয়াড়ি;
বিকৃত মস্তিষ্কে খেলা করে কামার্ত ভাবনা।
দিন শেষে,
নৈঃশব্দ্যে আনমনা বাতাসে ভেসে
বেড়ায় বালিয়াড়ির চাপা কান্না, বুকভরা
হাহাকার আর দীর্ঘশ্বাস!

জেনে—শুনে—বিবেকের দংশনে
ফেইসবুক,ব্লগ,মিডিয়ায় প্রতিবাদী সুর উঠে,
সুর উঠে রাস্তায়,বাজারে, মুখে মুখে-
—"বিচার চাই, বিচার চাই
ধর্ষকের ফাঁসি চাই!"
কখনো কখনো আল্টিমেটাম দিয়ে বসে
বিভিন্ন মানবিক সংগঠন।
বাধ্য হয়ে অপরাধীকে আইন বদ্ধ করার
প্রতিশ্রুতি দেয়- প্রশাসন।
তারপর,চলে যায় কয়েকদিন;
আরো কয়েকদিন...
—এভাবেই অতিক্রান্ত সময়ের সাথে
অস্পষ্ট হতে হতে একসময় অস্তিমান প্রাণ
থেকে হারিয়ে যায় প্রতিবাদী সুর।
ওদিকে গায়ে হাওয়া লাগিয়ে নিশ্চিন্তে ঘুরে
বিকৃত মস্তিষ্কের মানুষরূপী অসুর।
অতঃপর, ফের ধর্ষণ-আন্দোলন-ক্ষণিক
অনুলেখ! —এ যেন বাংলার এক ভ্রষ্ট শৃঙ্খল!


২৩ মে ২০১৬, রাত....

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৫

সিক্ত শ্রাবণ বলেছেন: বাস্তব কথা। অসাধারণ লেখনী।

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ। একদম সত্য কথা

শুভেচ্ছা কবিকে

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: অশেষ ধন্যবাদ। শুভকামনা।

৩| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন কথাগুলো। সত্যিই আমরা বড় পাপী, পাপ যে করে আর যে সহে।

২১ শে জুন, ২০১৬ রাত ২:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: আজ থেকে চার বছর আগে আপনি এখানে যে কথাগুলো বলে গিয়েছিলেন, তারই পুনরাবৃত্তি হয়ে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে! এখন সেটা তুঙ্গে!
কবিতায় তৃতীয় ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.