![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
লাশকাটা ঘর, থানা, তদন্ত কর্মকর্তা;
সময়ের বিবর্তনের বদলে গেছে, বদলে
গেছে কালিপাড়া,কান্দিছড়া...
মতিলালের স্কুল পড়ুয়া মেয়েটির
আত্মহত্যার সাক্ষী বাওরাবাজারের পেছনের
সেই পুরাতন বাড়িটি এখন শুধু ইতিহাস।
পেরিয়ে গেছে একযুগ; অথচ
আজও উদঘাটন হয়নি বেখেয়ালি
অন্তঃসত্ত্বা মেয়েটির আত্মহননের মাস
তিনেক পূর্বে মতিলালের মৃত্যুর রহস্য! কিংবা
দাসপাড়ার সজল দাসের হঠাৎ সন্যাসী
হওয়ার পেছনের গল্প।
হয়তবা এভাবেই পেরিয়ে যাবে
আরো কয়েকবছর, কয়েক যুগ; তবুও--
মতিলালের মৃত্যু, মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়া
এবং সজল দাসের সন্যাসী হওয়ার পেছনের
রহস্য; রহস্যই রয়ে যাবে।
২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হয়তবা
২| ২১ শে জুন, ২০১৬ সকাল ৭:৪০
বিজন রয় বলেছেন: দেশে নিজের জন্য কোন বিচার নেই।
২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যাঁ দাদা। ধন্যবাদ।
৩| ২১ শে জুন, ২০১৬ সকাল ৮:০৮
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: রহস্য উদঘাটন করার কেউ নেই। তাই রহস্য রহস্যই থেকে যাচ্ছে
২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
৪| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৬
খায়রুল আহসান বলেছেন: সামাজিক ন্যায়বিচার, আজ সময়ের ক্রন্দন!
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ রাত ২:৪২
চাঁদগাজী বলেছেন:
এসব বিষয়ের জন্য কবিতা হয়তো সঠিক বাহন নয়।