![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
১)
আমার ভিতরে বাস করে
এক অস্থির বেনামি পথভোলা বাউণ্ডুলে পাখি
যার কাঙ্ক্ষিত কোনো আগামী নেই!
ক্লান্ত দুপুরের নেবুর দু'ডালে রাখা খড়কুটোর ঢুলা বিমর্ষ লাগলে
কিম্বা প্রচণ্ড ঝড়ে দেওয়ালের রঙ খসে পড়লে
সে চলে যাবে- দূরে; বহুদূরে
এইসব সকাল দুপুর, সন্ধ্যা-রাতের মায়া ছেড়ে--
ফাগুনের আকাশের তুমুল রোদের পেছনে
অনাগত শ্রবণের যোগাড় রেখে।
২)
আনুষ্ঠানিক বৈসাদৃশ্য থাকলেও
নদীটির বয়ে যাওয়ার সুর কিন্তু আগের মতই
এখনও প্রাচীন ভোরের কুঁয়াশার মায়া লেগে আছে
পুরানো ক্যালেন্ডারে!
জাগ্রতপ্রাণ প্রয়োজনে সব পারে,
স্থানপরিবর্তন কিম্বা অচেনা ঘ্রাণেন্দ্রিয় ছন্দে, সাজে
চেনা মাধবীলতা হয়ে যায়--
নীলাকাশের অপরাজিতা।
২| ২০ শে মে, ২০১৭ রাত ১১:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ দাদা। অনুপ্রাণিত হলাম।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর, ভালো লিখেছেন খণ্ডকাব্য।
শুভকামনা রইল।