নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ঘুমহীন রাতের- দু\'টি খণ্ড কাব্য

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৫৬

"জেগে থাকি আমরা"
--------------------------------------
নির্জন রাতে, বিষাদের নিনাদ সাজাতে
মাঝেমাঝে সুপ্ত সাদা মেঘেরা ফুঁসে উঠে
আকাশ কালো হয়,
তীব্র প্রণোদনে পাক খায় ভীতসন্ত্রস্ত বেনামি বাতাস
অথচ আমি নীরব, চুপচাপ; যেন এক দৃঢ় অচৈতন্য, জড়পদার্থ!
সনাতন নিয়মে বেলা বাড়ে,
ক্ষুধার্ত কোনোএক স্যাঙাতের ডাকে সংজ্ঞাহীন মন
তাড়াহুড়ো করে ঘরে ফিরে
স্বভাবী অস্তিত্ব রক্ষার্থে, জোরকদমে
বিবর্ণ মেঘদের অক্ষত শরীর ফুঁড়ে বেরুয় চন্দ্রীমার অবয়ব।
তারপর,
তারপর রত গভীর হলে, নিভে যায় চারকোণা কক্ষদের নিয়নবাতি,
ঘুমিয়ে পড়ে আঁধারের জোনাকিপোকারা।
শুধু জেগে থাকি আমি, কবিতা আর আমাদের
না বলা সাদাকালো কথারা!
***



"বেখেয়ালি ঘুম"
-----------------------------------------
জীবন পেরিয়ে যাচ্ছে রঙবেরঙ্গি অগোছালো একটা সময়কাল
সময় পেরুচ্ছে জীবন
নৈসর্গিক রীতিতে নিয়মিত পরিপক্ব হচ্ছে মানব-বৃক্ষের গাঠনিক কাঠামো
বাড়ছে আশেপাশে বিপ্রতীপ প্রাণেদের আনাগোনা!
এখন মধ্যরাত।
দূরের তেপান্তর থেকে ভেসে আসা বেনামী রাতপোকাদের ডাক থামছেনা কিছুতেই
ঘুমহীন চোখের নির্ঘুম রাত জাগার কারণও খুঁজে পাচ্ছিনা অনেকক্ষণ
শুয়ে বসে নীরবে অন্ধকার গুনছি! শব্দের সাথে শব্দ জুড়ছি--
ঘুম! তবুও আসছে না কিছুতেই
সম্ভবতঃ আমার 'বেখেয়ালি ঘুম' আটকা পড়েছে প্রেয়সীর খিল আঁটানো শয়নকক্ষে।
***

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৫

শুভ্র বিকেল বলেছেন: দুটোই অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন কবি।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভেচ্ছা সুপ্রিয়

২| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৪

এফ.কে আশিক বলেছেন: কবিতা ভালো লেগেছে...
শুভ কামনা কবি...

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভেচ্ছা সুপ্রিয়

৩| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.