নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪১

আপনার দানকৃত অর্থ - একটি শিক্ষাবঞ্চিত শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করবে
একজন অসুস্থ মানুষকে দেবে সুস্থ স্বাভাবিক জীবন
একজন বেকার হবে স্বাবলম্বী
অতএব, মানবতার তরে "মুক্ত হস্ত দান করুন"
দারিদ্রমুক্ত সমাজ গড়ুন।
সৌজন্যে: "ওপেন মাইণ্ড- টুয়েন্টি ফোর"
-- একটি মানবিক ফাউন্ডেশন।

প্রশ্নের বিপরীতে জনৈক ভদ্রলোকের খরখরে উত্তর, মানবসেবা
প্রশ্নকর্তার মুখের মৃদু হাসি উজ্জ্বলিত হতে হতে গড়িয়ে পড়লো "হা হা হা" শব্দে
আপনার পেশা মানবসেবা! বাহ! বাহ! ইন্টারেস্টিং... ইন্টারেস্টিং
একটা চাকুরী লাগবে দাদা, একজন দরিদ্র পিতার সদ্য মাধ্যমিক পাশ করা পুত্রের জন্য
সাদামাঠা! তৃতীয় শ্রেণীর হলেও চলবে... হবে? একটা চাকুরী।
ফাজলামো করেন?! যান তো ভাই; যান। এখানে চাকুরী নেই!
তবে হ্যাঁ, একটি আইডিয়া আছে- চমৎকার! ফলপ্রদ
শুনবেন? শুনেন তাহলে,
লাল কালিতে "মুক্ত হস্তে দান করুন লিখে"
ব্যস্তসমস্ত কোনোএক চৌরাস্তার মুড়ে সাদারঙ্গের একটি দানবাক্স ঝুলিয়ে রাখুন
সম্ভব হলে পাশে নিজেও বসে পড়ুন, বেওয়ারিশ সরলসিধে ভিক্ষুকের বেশে!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার কথা শুনে আমার এক ব্রিটিশ-নাইজেরিয়ান বন্ধুর কথা মনে পড়ে গেলো। তাঁর একদিন মনে হলো যে, সে ভিক্ষুকদের সম্পর্কে সমাজে একটি এওয়ারনেস ক্যাম্পেইন করবে।

যেই ভাবা সেই কাজ। সে করলো কি ভিক্ষুক সেজে লন্ডনের এক রাস্তার পাশে বসে গেলো। হাতে থলি। গায়ে ময়লা জামা-কাপড়।

অনেক মানুষ পাশ দিয়ে হেঁটে যায়। হাঁ করে তাঁর দিকে চেয়ে থাকে। তেমন একটা কেউ সাহায্য করে না।

এক সময় একটা লোক এগিয়ে আসে। তাঁকে একটা জুতা কিনে দেয়।

সাথে সাথে ক্যামেরাতে কট।

আমার বন্ধু দুইটা ক্যামেরা ফিট করে রেখেছিলো আগেই কাছের দুইটা গাড়িতে।

ঐ লোকটিকে পরে পুরস্কৃত করা হয়েছিলো।

ভিডিও লিংকটা পেস্ট করা যাচ্ছে না।

আপনি Act of kindness - Homelessness by Seun Oshinaike লিখে সার্চ দিলেই পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.