নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

আই হেইট পলিটিক্স অথবা টিউবলাইট প্রজন্ম(!)

২৫ শে মে, ২০১৮ ভোর ৫:২১


ফেইসবুক, ব্লগ, মিডিয়া সবত্র টইটই করছে সামাজিক অবক্ষয়ের গাদাগাদা গল্পকাহিনী। তবুও তাদের কারোর কোনো মাথাব্যথা নেই। তাদের স্কীপ করার অপশন আছে। স্কীপ করে তারা রিলাক্স মোডে থাকতে জানে।
বলছিলাম- টিউবলাইট প্রজন্মের কথা।

দেশের সিনিয়র'রা জুনিয়রদের অন্যায়ের প্রতিবাদ করতে উৎসাহিত না করে কিংবা চোখে পট্টী বেধে চলাফেরা শিখিয়ে- একটা আত্মকেন্দ্রিক টিউবলাইট প্রজন্ম তৈরি করে চলছেন। যাদের সমাজনীতি, রাষ্ট্রনীতিতে কোনো আগ্রহ নেই। নেই সামাজিক চেইন সিস্টেম বুঝবার মতো সামান্য বোধটুকোও। থাকলে চোখের সামনের ভুক্তভোগী মানুষগুলোর স্থানে নিজেকে কল্পনা এগিয়ে যেতো। অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ ওঠাতো। সামাজিক সমস্যাগুলো থেকে সমাজ তথা রাষ্ট্রকে উত্তরণের তাগিদ অনুভব করে নিজের অবস্থান থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো। রাজনীতির প্রসঙ্গ উঠলেই বিরক্ত নিয়ে বলতো না, 'আই হেইট পলিটিক্স'।

এই প্রজন্মের মানসিকতার বিকাশে গুরুত্বের সাথে দেশের প্রত্যেক সচেতন নাগরিক'কে ব্যক্তি পর্যায়ে ঘরে-বাইরে সামাজিক কাউন্সেলিং ও সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতে হবে। অন্যতায় জাতিকে আরো ভয়ানক দুরবস্থার মুখামুখি হতে হবে।


ছবিঃ অন্তর্জাল

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ ভোর ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



একটা শ্রেণী/গোষ্ঠীর হাতে সম্পদ জমা হয়েছে; তাদের ছেলেমেয়েরা বর্তমান সমাজের ক্রাইসিসের অংশ হতে চাহে না।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই সংখ্যাটা খুব ছোট। আমাদের বড় অংশই অসচেতন।

২| ২৫ শে মে, ২০১৮ সকাল ৮:৪৬

আকিব হাসান জাভেদ বলেছেন: প্রতিবাদি লোকগুলো আজ অসহায় সেই কথা সবাই জানে । যার নিজের ঘর ঠিক নেই সে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করবে। প্রতিযোগিতার এই জগতে কেউ কারো জন্য মাথা ব্যাথা নেই । কারন মাথা ব্যাথা থাকলে মাথায় চলে যায় চিরতরে। মাথা নেই তো ব্যাথা ও নেই।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রতিবাদ, প্রতিরোধ নিজের গণ্ডি থেকে শুরু করা উচিত। আমরা চোখের সামনের ছোটবড় যাবতীয় অন্যায়,অবিচার চেয়ে চেয়ে দেখি। অযথা জড়াতে চাই না। কিন্তু আসলে নিজেদের সেফ রাখতে পারি।

৩| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

করুণাধারা বলেছেন: পোস্ট ছোট, কিন্তু কথাগুলো অনেক ভারি। আসলে এখনকার প্রজন্ম কোন সমস্যা নিয়ে মাথা ঘামাতে চায় না। মনে হয় আনন্দ-ফুর্তি করে জীবনটা কাটিয়ে দেওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য তাদের। আমার খুবই হতাশ লাগে যখন দেখি স্কুল পালিয়ে ছেলে মেয়েগুলো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রদের প্রধান কাজ লেখাপড়া করা, অথচ স্কুলের ছেলে মেয়েরা আজকাল লেখাপড়া বাদ দিয়ে সারাদিন ডেটিং করে বেড়ায়। নিঃসন্দেহে, ভয়াবহ দিন আসছে।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা ভাই। ভয়াবহ দিন সামনে!
আমাদেরকে সামাজিক আন্দোলনে মননিবেশ করতে হবে এবং মানুষের চিন্তার জগতে বিপ্লব আনতে হবে।

৪| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৪০

অনুতপ্ত হৃদয় বলেছেন: কথা গুলো গুরুত্বপূর্ণ ছিলো

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

৫| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: এর থেকে পরিত্রান নেই।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: চেষ্টা তো করতে হবে। যারযার সাধ্যমত চেষ্টা করতে হবে।

৬| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জুনায়েদ ভাই!
সমাজের বেশীরভাগ মানুষই ভাল। খারাপ মানুষ হাতেগুনা কিছু। কিন্তু আমরা এই গুটিকয়েক মানুষের কাছেই অসহায়! বিপদে পড়ার ভয়ে কেউ কিছু বলতে চাই না। তবে আমি দেখেছি, অনেকেই দুই পরিবার থেকে মুক্ত হতে চায়।

২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দিনদিন অপরাধ, অস্থিরতা বাড়ার অন্যতম কারণ ভালোমানুষগুলোর প্রতিবাদ না করা।
আমাদের প্রতিবাদ করতে হবে এবং অন্যদের উৎসাহিত করতে হবে।

৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

শামচুল হক বলেছেন: অল্প কিছু সন্ত্রাসের হাতে পুরো বাংলাদেশ জিম্মি তারপরেও কিছু করার নাই।

৩০ শে মে, ২০১৮ রাত ১:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছু করার নেই বলাটা যথাযথ নয়। আমাদের নিজনিজ অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করতে হবে।
আন্তরিক ধন্যবাদ।

৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

শামচুল হক বলেছেন: প্রেমের কামাখ্যা তাবিজ (২)
আপনার কথামত গল্পের লিংক দেয়া হলো।

৩০ শে মে, ২০১৮ রাত ১:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। পড়েছি। ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.