![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
পরিপার্শ্বিক দুঃখজলের স্পর্শ এড়াতে মনে জড়িয়েছি বর্ষাতি খোসা
চোখে রোদ-চশমা
তোমার রহস্যঘেরা কথা-কান্না এখন আর আমাকে অস্থির করে তুলে না।
অতন্দ্রিতা, ভালোবাসার সংজ্ঞার্থ আমার ঠিক জানা নেই
আর নরকপিণ্ডে তোমার সঙ্গও চাই না।
(ভালোবাসা বেঁচে থাকুক একপক্ষীয় দুঃখজলে।)
২)
সময়ের জাঁতাকলে হলুদ হতে হতে খসে পড়া
পাতাদের প্রাণ পুনরায় না ফিরলেও
হিমকাল কেটে গেলে শূন্য জারুল ডালে বাজে
'জেগে উঠার গান'
'শূন্যস্থান' প্রকৃতির বড্ড অপছন্দ।
জানি- দুঃখজলে ভিজতে ভিজতে তোমার শহর থেকেও
একদিন মুছে যাবে আমার পদচিহ্ন!
'বাজবে প্রেমসংগীত।'
৯ এপ্রিল ১৮, সকাল...
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই।
ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৫
রাকু হাসান বলেছেন: অপ্রিয় হলেও অমোঘ নিয়ম । ‘‘শূণ্যস্থান প্রকৃতির বড্ড অপছন্দ’’ চমৎকার বাক্য,সেই সাথে অতিব বাস্তব ।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন হাসান ভাই। শুভকামনা।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: চমৎকার কবিতা!
" . . . . . . . . একদিন মুছে যাবে আমার পদচিহ্ন!" এটুকু থাকলেই সুন্দর একটা আবেশ থাকে।
"বাজবে প্রেমসংগীত" পঙতিটা কেমন জানি সেই আবেশকে ব্যাহত করে। আমার ব্যক্তিগত ভাবনাটা বললাম। কিছু মনে করবেন না।
জয় হোক কবিতার। শুভ কামনা।
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জহিরুল ইসলাম সেতু ভাই। আপনার পরামর্শ মনে নিলাম। দেখি, বাদ দেওয়া যায় কি না!
মন্তব্যে বেশ অনুপ্রাণিত হলাম।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি। মন্তব্যে অনুপ্রাণিত।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কয়েকটি লাইন হৃদয়ে গেঁথে গেল, অনেক অনেক ভালো লাগা জানবেন
২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।
৬| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ঘন্টা বাজিয়ে জানিয়ে দাও বয়স হয়েছে।
আমি তোয়াক্কা করি কিনা সেই সময়টুকুও জানার অপেক্ষা করো না।
তোমার বটগাছ কতটুকু বড় হয়েছে আমি কী জানতে চেয়েছি!?
তবে তুমি আমার কাঠাল নিয়ে এতো পাকো কেন?
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: জটিল মন্তব্য।
বটগাছ যথেষ্ট বড় হয়েছে বলেই হয়তো কাঁঠাল নিয়ে এতো ভাবনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
প্রতি শীতের পরই বসন্ত ফিরে আসে, শীতের দেবী সেটা জেনে রাখুক; জারুল গাছ আবারো ফুল দেবে।