নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ক্লেরিহিউ পরিচিতি এবং সামুর ব্লগারদের নিয়ে বাংলা ভাষায় ক্লেরিহিউ চর্চা।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ইংরেজি সাহিত্যের বিশেষ এক কাব্য ফর্মের নাম ক্লেরিহিউ। যার রূপ-রস কিংবা স্বাদ-গন্ধের বিশিষ্টতা তাকে অপরাপর কবিতা থেকে আলাদা আদলে পরিচিতি করতে সক্ষম হয়েছে। ক্লেরিহিউ সম্পর্কে অক্সফোর্ড এডভান্স লার্নারস ডিকশনারিতে বলা হয়েছে "a short amusing poem, usually consisting of two pairs of rhyming lines, and referring to a famous person."

১৯৬০ সালে উদ্ভাবক বেন্টলি "ক্লেরিহিউ" সম্পর্কে একটি চিঠিতে লিখেছিলেন- "A true clerihew has to have the name "at the end of the first line", as the whole point was the skill in rhyming awkward names."

উল্লিখিত বক্তব্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি- ক্লেরিহিউ অন্ত্যমিলযুক্ত ৪ লাইনের একধরনের মজাদার ছড়া কবিতা। যার প্রথম দু'লাইনের মিল 'কক' ও পরের দু'লাইনের মিল 'খখ'। প্রথম লাইনের শেষে কোন একজন ব্যক্তির নাম। এবং লাইনগুলোতে ঐ ব্যক্তির স্বভাব-চরিত্রের কোন কোন অংশের উল্লেখ থাকে।

ক্লেরিহিউ'এর ইতিহাসঃ
বিগত শতাব্দীর ইংরেজ কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলি কবিতার এই অভিনব ফর্মের জনক। আর তাই কবির নামানুসারে এর নাম করণ করা হয়েছে। কবি মোট তিনটি ক্লেরিহিউ গ্রন্থ রচনা করেছেন। এগুলো হচ্ছে-

* Biography for Beginner's (1905)
* More Biography (1929)
* Baseless Biography (1939)

কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলির উল্লেখযোগ্য দু'টি ক্লেরিহিউ:

বেন্টলি'র প্রথম ক্লেরিহিউ ১৯০৫ সালে প্রকাশিত হয়, যেটা Sir Humphry Davy কে নিয়ে রচিত হয়েছিলো:১
১।
"Sir Humphry Davy
Abominated gravy.
He lived in the odium
Of having discovered sodium."


২।
"Sir Christopher Wren
Said, "I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's."

উপরের বক্তব্য ও উদ্ভাবক কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলির রচিত ক্লেরিহিউ এর উপর নজর রেখে নিম্নে ক্লেরিহিউ এর কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো-

* ক্লেরিহিউ চার লাইন বা চরণের অন্ত্যমিলযুক্ত ছড়া কবিতা।
* প্রথম দু'লাইনের মিল 'কক' এবং পরের দু'লাইন 'খখ'।
* প্রথম লাইনের শেষাংশে ব্যক্তি নাম থাকে।
* শেষের লাইনগুলোতে ঐ ব্যক্তি সম্পর্কে সংক্্ষিপ্ত তথ্য থাকে।
* লাইনগুলোর দৈর্ঘ্য ও মাত্রার অসমতা থাকে। প্রয়োজনে অনুপ্রাসের ব্যাবহার করা যেতে পারে।


বাংলাভাষায় সর্বপ্রথম প্রখ্যাত ছড়াকার শ্রীযুক্ত অন্নদাশঙ্কর রায় ক্লেরিহিউ রচনা করেন। তাঁর মাত্রাবৃত্ত ছন্দে রচিত চমৎকার একটি ক্লেরিহিউ-

‘মিস্টার জাসটিস সেন
রায় যত উলটিয়ে দেন
ছোট ছোট জাজ তাই দেখে
রায় ছেড়ে ক্লেরিহিউ লেখে।’


[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও অন্তর্জল]


সামুর ব্লগারদের নিয়ে আমার ক্লেরিহিউ চর্চাঃ পর্ব- ০১

০১।
সামুর ব্লগার চাঁদগাজী
ধরেছিলেন জীবন বাজি-
উনিশ'শ একাত্তরে
ফিরেছেন দেশ স্বাধীন করে।

০২।
প্রিয় নিজাম মণ্ডল ভাই
ফান-গানে তাঁর জুড়ি নাই।
কখনো-সখনো কবিতাও লিখেন
চেনা-অচেনা নিকে ব্লগ মাতিয়ে রাখেন।

০৩।
ব্লগার আখেনাটেন
দুঃখেও সুখ মিশিয়ে পোস্ট করেন
তাঁর ব্লগ পড়ে
হাসির তুপে ঠোট নড়ে।

০৪।
কথাসাহিত্যিক রাজীব নুর
স্বপ্নে থাকেন বিভোর
কি আয়েসি জীবন উনার?!
দেখে হিংসে লাগে আমার!

০৫।
নতুন ব্লগার অচেনা হৃদি
চমৎকার উনার লিখনশৈলী
দারুণ দারুণ পোস্ট লিখে
পাঠকদের চিত্তে নিয়েছেন নিজেকে এঁকে।

০৬।
সামুর ব্লগার সনেট কবি
মানুষ তিনি বড্ড ভাবী
সনেট লিখতে লিখতে
রেকর্ড নিয়েছেন নিজের করে।

০৭।
কবি সেলিম আনোয়ার
চোখভরা স্বপ্ন উনার
লিখেন জাগরণী কবিতা-গান
পড়লে জুড়ায় মনঃ প্রাণ।



[বি.দ্রঃ পারমিশন ছাড়া ব্লগারদের নিক নিয়ে ক্লেরিহিউ লিখবার জন্য দুঃখিত। লিখাগুলো সম্পূর্ণ চর্চার উদ্দেশ্যে লিখা। অতএব, ইতিবাচক দৃষ্টিতে দেখবার অনুরোধ থাকলো। ভালো থাকবেন।
আর হ্যা, সামুর সকল ব্লগারদের নিয়ে ক্লেরিহিউ লিখবার ইচ্ছে আছে। অগ্রিম পারমিশন নিয়ে নিচ্ছি।]

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাকু হাসান বলেছেন:


নতুন জানলাম । পারমিশন না নিয়ে লিখলে খুব বেশি ব্লগার মাইন্ড করবে না ,আমার মনে হয় । সনেট কবি আমাদের নিয়ে পারমিশন ছাড়া সনেট লিখে যাচ্ছেন । তাতে ব্যক্তিগতভাবে খারাপ লাগে না ,বরং আনন্দের হয় ।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: "পারমিশন না নিয়ে লিখলে মাইণ্ড করবেনা" - সহ ব্লগারদের পক্ষ থেকে আশ্বস্ত করবার জন্য ধন্যবাদ। সনেট কবি বেশ ভালো সনেট লিখেন। কারো মাইন্ড করার কথা নয়। তবে ক্লেরিহিউ এর বৈশিষ্ট্য - ফ্যানেটিক ধাচের হয়। তাই ভয় হয়, যদি কেউ আবার কিছু মনে করেন।

ধন্যবাদ মতামতের জন্য।

২| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিজন রয় বলেছেন: বাহ! দারুন তো!!

আমি কিন্তু সত্যি সত্যি উপভোগ করছি.....

আরো চাই।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছে।
হুম। আরো (সামুর সব বব্লগারদের নিয়ে) লিখবার ইচ্ছে আছে।

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিজন রয় বলেছেন: তবে চাঁদগাজীকে নিয়ে সবার আগে কেন?...

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সামুর কথা মনে পড়লে সবার আগে চাঁদগাজীকে মনে পড়ে। তার কারণ আমার ঠিক জানা নেই, হতে পারে তিনি সবসময় একটিভ থাকেন বলে, বা ব্লগে নিয়মিত হবার শুরুতে প্রত্যাশিত-অপ্রত্যাশিত মন্তব্য করে মনে জায়গা করে নিয়েছেন।

তাছাড়া, তিনি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধাদের সবসময়ইই শ্রদ্ধা করি।

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: মাথায় ধরল না, তবে ক্লেরিহিউর বাংলা ভার্সন কবিতায় ভালোলাগা

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাথায় ধরবার মতো বা সাবলীলভাবে উপস্থাপন করতে না পারবার জন্য দুঃখিত। কবিতায় ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

বিজন রয় বলেছেন: সঠিক।

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ঢাবিয়ান বলেছেন: কক এব খখ পুরাই মাথার উপড় দিয়ে গেসে :-&

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ''কক'' এবং "খখ" হচ্ছে যথাক্রমে প্রথম ও শেষ দু'চরনের অন্ত্যমিল। অন্ত্যমিল সম্পর্কে আমিও খুব ভালো জানি না। তবে যতটুকো জানি নিজের মতো বুঝানোর চেষ্টা করছি।
চলুন, অন্ত্যমিল শব্দ টাকে একটু আলাদা করে দেখি। হুম, "অন্ত্য | মিল"। অন্ত্য শব্দের আআভিধানিক অর্থ শেষ, সমাপ্ত.... । এবং মিল শব্দের অর্থ সাদৃশ্য বা দেখতে সমান....।

অর্থাৎ অন্ত্যমিল অর্থ শেষেরমিল। এখানে "কক" প্রথম দু'লাইনের অন্ত্যমিল। এবং "খখ" শেষ দু'লাইনের অন্ত্যমিল।
দেখুন,

"মিস্টার জাসটিস সেন
রায় যত উলটিয়ে দেন" - এই চরণ দুটির শেষের দুটি শব্দ "সেন (প্রথমাংশ এ-কার ধ্বনি) এবং "দেন" ( প্রথমাংশ এ-কার ধ্বনি)। শেষাংশ তো উভয়েরই 'ন'। সুতরাং দেখা যাচ্ছে উভয় চরণের শেষে হুবহু মিল না থাকলেও ধ্বনিগত মিল আছে। আবার, পরের দুটি চরণ:
ছোট ছোট জজ তাই দেখে
রায় ছেড়ে ক্লেরিহিউ লেখে। - এই চরণ দুটোর শেষেও ধ্বনি ও শব্দগত মিল আছে। তবে প্রথম দুটোর থেকে আলাদা।
তাই প্রথম দুটোকে কক (aa) ধরা হলে দ্বিতীয় দুটো খখ (bb) অন্য কিছু হবে।
বিস্তারিত জানতে গুগলের সাহায্য নিতে পারেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি অসাধারণ এক ধারা নিয়ে কাজ করছেন! সবগুলোই ভাল হয়েছে! আপনাকে অগ্রীম অনুমতি দেওয়া হইল!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইয়েস ইয়েস,
সামুর লেখকরা হল হিরো
নাহি পারি লিখিতে তাই
আই অ্যাম জিরো....:P


জুনায়েদ বি রাহমান
সর্বদা বহমান,
সে থাকুক সদা ভালো
ছড়াক সুখের আলো!!:)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ বস! মুগ্ধ।

দারুণ লিখেছেন। আপনি জিরো হলে মুই তো জিরো'র গোডাউন!

৯| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: অনবদ্য পোষ্ট।
চমৎকার।
মুগ্ধ আমি।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছে রাজীব ভাই। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: আমার ক্ষমতা থাকলে এই পোষ্ট স্টিকি করতাম।

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



সবেমাত্র মন্তব্য করতে যাচ্ছিলাম, ৪ লাইনের আবার কবিতা! এমন সময়, উপরে দেখলাম আমার নামে কবিতা; এখন বলছি, ব্লগে এই ধরণের জন্য আপনাকে পেটেন্ট দিলাম।

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:

স্যরি টাইপো আছে; বাক্যের শেষাংশ হবে: "এখন বলছি, ব্লগে এই ধরণের কবিতার জন্য আপনাকে পেটেন্ট দিলাম। "

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাচলাম।
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

বাকপ্রবাস বলেছেন: জুনায়েদ বি রাহমান
মুখে পুরে খিলি পান
ফিৎ ফিৎ পিক ফেলে
ক্লেরিহিউ নিয়ে খেলে

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ তো।

খিলি পানের কথা মনে করাই দিলেন। অনেকদিন খাওয়া হয়নি।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

আখেনাটেন বলেছেন: ক্লেরিহিউ বিষয়ে এই প্রথম জানলাম।

ভালো লিখেছেন। আপনার অবজারবেশন চমৎকার। :D

ভালো থাকুন।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। সাথে কৃতজ্ঞতা।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কিছু করেছেন ভাই, খুব ভালো লাগলো কবিতার নতুন ধরণ সম্পর্কে জেনে।
চেষ্টা করবো ভাবছি আমিও।
শুভকামনা জানবেন ভাই



সামু ব্লগার জুনায়েদ বি রহমান,
ব্লগ জোড়ে তার শুধু সাম্যের গান;
মানুষকে নাকি সে প্রচণ্ড ভালোবাসে,
ছড়িয়ে পড়ুক নাম তার উদঘাটনের প্রয়াসে।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! পড়ে মুগ্ধ, বিমোহিত। আসলে প্রশংসা সবারই ভালো লাগে।

আপনার মন্তব্য ক্লেরিহিউ লিখবার কথা মনে করিয়ে দিলো। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।

১৬| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রথম জানলাম, মন দিয়ে পড়লাম। বেশ ভালো লাগল

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: মন দিয়ে পড়বার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে

১৭| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা মজা পাইলাম ।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা

লিখা সার্থক। ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।

১৮| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পার্সোনালিটি পোয়েম বলে এক ধরনের কবিতা আছে, যেখানে বিখ্যাত কিংবা অবিখ্যাত ব্যক্তিদের পার্সোনালিটি বিধৃত করা হয়। একজন ব্যক্তির উত্থান বা পতনের কাহিনি তাতে বর্ণনা করা হয়, যা থেকে পাঠক শিক্ষা গ্রহণ করতে পারে। ক্লেরিফিউ সম্পর্কে আজই প্রথম জানলাম এবং মনে হলো ক্লেরিফিউ অনেকটা পার্সোনালিটি পোয়েম, তবে খুব সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন। আমাদের দেশে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা সচাইতে বেশি হবে বলে ধারণা করি। এ ছাড়া রবীন্দ্রনাথ, নজরুলসহ আরো অনেক মহৎ ব্যক্তিকে নিয়ে অসংখ্য কবিতা রচিত হয়েছে এবং হচ্ছে। কিন্তু কোনো ক্লেরিফিউ আছে কিনা জানা নাই (জানবো কীভাবে, ক্লেরিফিউ কী জিনিস তা-ই জানলাম আজ :( )।

নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। ব্লগারদের নিয়ে লেখা ক্লেরিফিউগুলো সুন্দর।

শুভেচ্ছা।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ক্লেরিফিউ সম্পর্কে আমিও জেনেছিল মাত্র কয়েকমাস পূর্বে। ফ্যানাটিক হলেও, আমার কাছে এই ফর্ম'টি কারো সমালোচনার দারুণ মাধ্যম বলে মনে হয়েছে।

সাবলীল মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

ঈদ মোবারক।

১৯| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক। :)

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ মামা। ঈদ মোবারক।

২০| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ৭ম প্লাস আমার। আর আমার পজিশন সবার শেষে এইটা ঠিক আছে। ঘটনা হলো পরের কিস্তিতে অনেকেই আছেন।
কি আর বলবো নবীশ কবিকে জায়গা দেয়ায় অশেষ কৃতজ্ঞতা।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবি, আসলে ১ম লিখবার সময় যার নাম পড়েছে তাকে নিয়েই লিখেছি। অর্থাৎ মনে পড়ার ক্রমানুসারে আগে পরে সাজানো।

তবে পরে যারা একটিভ ছিলেন তাঁদের থেকে কয়েকজনকে সাবজেক্ট করেছি।

মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ। সাথে ঈদের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.