![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
গত পোস্টে( ক্লেরিহিউ পরিচিত এবং সামুর ব্লগারদের নিয়ে বাংলাভাষায় ক্লেরিহিউ চর্চা) ক্লেরিহিউ'র পরিচিতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। যাঁদের কাছে কবিতার এ ফর্মুলা নতুন আপনারা পূর্বের পোস্ট ঘুরে আসতে পারেন।
ব্যস্ততার কারণে আমার ক্লেরিহিউ চর্চা সম্ভব হচ্ছে না। আজ অবশ্য ফ্রি আছি। সকালে কয়েকজন ব্লগারকে নিয়ে কয়েকটা লিখেছিও। ক্লেরিহিউগুলো পড়ার পূর্বে এডমন্ড ক্লেরিহিউ বেন্টলির ক্লেরিহিউ রচনার উদ্দেশ্য নিয়ে জেনে নিই-
কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলি মূলত বিখ্যাত মানুষদের নিয়ে মজা করার মাধ্যম হিসেবে কবিতাকে বেছে নিয়েছিলেন। এবং এই (ক্লেরিহিউ) ফর্মুলাটির উদ্ভাবন করেছিলেন। কবির রচিত মজাদার ক্লেরিহিউগুলোই এর উৎকৃষ্ট প্রমাণ। মাত্র চার লাইনে এক-এক'টি জীবনের বা এক একটি চরিত্রের ছোট্ট একটি অংশ বেশ চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। কবির হাস্যরসাত্মক ক্লেরিহিউ থেকে অনুপ্রাণিত কিংবা শখের বসে ব্লগারদের নিয়ে আমার ক্লেরিহিউ চর্চা। আশাকরি প্রিয় শ্রদ্ধেয় ব্লগার'রা কিছু মনে নেবেন না।
সামুর ব্লগারদের নিয়ে ক্লেরিহিউ চর্চাঃ
০৮। সোনাবীজ অথবা ধূলোবালিছাই
সামুর ইঁচড়েপাকা বড়ভাই
ক্লাস ফোরেই তিনি এডাল্ট
সাবধান! কেউ কইরেন না ইনসাল্ড।
০৯।
ব্লগার বিজন রায়
সহেন না কোনো অন্যায়
নন তিনি মুটেও সরল সোজা
কারো সাথে কাবজাও করেন না।
১০।
কবি বাকপ্রবাস
কবিতাপ্রেমীদের ক্রাশ
লিখেন শুধু কবিতা
মশা-টশাও বাদ পড়েনা।
১১।
পাঠকের প্রতিক্রিয়া
কি আর লিখবো উনারে নিয়া
মণ্ডল বাড়ির শেষ বাতি
সামু পাহারা দেন দিনরাতি।
১২।
ব্লগার বিদ্রোহী ভৃগু
নেই যার মুটেও ইগু
নিয়ে 'ন্যায়' নীতি
গড়েন সমাজ, সম্প্রীতি।
১৩।
সিনিয়র ব্লগার হাসান মাহবুব
শুরুতে তিনি লিখতেন খুব
এখন লিখেন মাঝেমধ্যে
বার্তা দেন গদ্যে-প্রবন্ধে।
১৪।
ব্লগার কথার ফুলঝুরি
ন'য় সে মুটেও বুড়ি
তবে কথা বলে পাকাপাকা
দুনিয়া'টা যেনো তাঁর ঘুরে দেখা।
১৫।
ব্লগার কাওছার চৌধুরী
মন্তব্যে প্রতিমন্তব্যে উনার নেই জুড়ি
যেমন ভালো লিখেন
তেমন বেশ পড়েন।
১৬।
ব্লগার রাকু হাসান
গান সত্যের গুণগান
সামুতে আছেন প্রায় মাস তিনেক
এটুকো সময়েও লিখেছেন অনেক।
১৭।
ব্লগার সাদা মনের মানুষ
অল্পতেও থাকেন বেশ খুশ
ছবি তোলেন খুউব ভালো
কালো তেও জ্বলে আলো।
১৮।
ব্লগারভ্রমরের ডানা
ন'ন একদম ভুলোমনা
তবে ব্লগিং করলে মন খুলে
নিজেকেও জান ভুলে।
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোবাসা জানবেন দাদা।
২| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০
তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ ভাল লাগলো।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় @তারেক_মাহমুদ ভাই।
ভালো থাকবেন।
৩| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: আমি, আমি, আমি সরল সোজা নই?
এএএএ রে, কে আছো, আমারে বাঁচাওওওওও
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা
আপনি সোজাও নন ,আবার ত্যাড়াও নন। মাঝামাঝি!
আন্তরি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন।
৪| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯
রাকু হাসান বলেছেন:
বাহ বাহ খুব চমৎকার ।মাত্র চারটি লাইনে সবার মৌলিক বৈশিষ্ঠ্য তুলে ধরেছেন। এত সব বড় বড় গুণি ,জ্ঞানী নামের পাশে আমার নামের ক্লেরিহিউ দেখে সত্যিই বিমোহিত আমি । কতটুক সত্যের গুণগান গাইতে পারি বলতে পারবো , তবে চেষ্টা করা হয় । আপনার এমন ভাবে তুলে ধরায় খুব আপ্লুত হলাম। আমারও লিখতে উৎসাহ হচ্ছে । আপনার আমার প্রতি ইতিবাচক ভাবনা খুব ভাল লাগলো । প্রত্যকটি ক্লেরিহিউ ভিষণ ভাল লাগলো ।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: যাদের লেখা বা ব্লগ আমার প্রায়ই পড়া হয়। তাদের নিয়ে লিখার চেস্টা করেছি। আমার ধারনা সত্য হতে পারে আবার নাও হতে পারে।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকবেন সতত।
৫| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১
চাঁদগাজী বলেছেন:
আগুলো আসলে সাহিত্যের মুল ধারার বিষয় নয়; এগুলো নিয়ে ফান করলে ওকে; তবে, এগুলো নিয়ে ব্যস্ত হলে ভালো কিছু সৃষ্টি হবে না।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয়, আপনার বক্তব্যের সাথে সহমত। ফান করার উদ্দেশ্যই লিখা।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সতত।
৬| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১
বাকপ্রবাস বলেছেন: জুনায়েদ বি রাহ মান
ক্লেরিহিউ গুলে খান
খুঁজে পেতে নিজেকে
সামু ব্লগে চোখ রাখুন ।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: বস আপনার ওটা কিন্তু ক্লেরিহিউ হয় নাই।
তবে যাই হোক না কেন, বেশ হয়েছে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন সতত।
৭| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯
কথার ফুলঝুরি! বলেছেন: হায় ম্যা মারজাউঙ্গি আমিও আছি দেখছি
এতো দেখছি ঈদ বোনাস
পোস্ট টা মজা নিয়ে পড়ছিলাম কিন্তু প্রথমে নিজের নামটা চোখে পরেনি মনটা কেমন খারাপ লাগছিল
পড়তে পড়তে কি মন্তব্য করব ভাবছিলাম আর তখনই দেখি, আরে কথার ফুলঝুরিও যে আছে দেখছি
কবি বাকপ্রকাস আর আমার কাজিন পাঠকের প্রতিক্রিয়া ভাই এর টা দারুন মজা পেলাম বাকিগুলোও দারুন আর আমারটাও
আসলেই কি আমি পাকা পাকা কথা বলি হাহা
আমিও একটু ট্রাই করলাম
পাঠক জুনায়েদ বি রাহমান
মাঝে মাঝে যদিও তিনি লিখে জান
আজকে তিনি সহব্লগারদের নিয়ে করেছেন ক্লেরিহিউ চর্চা
পড়ে খুবই ভালো লেগেছে সামু ব্লগার করচা
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আসলেই কি আমি পাকাপাকা কথা বলি! - হা হা। তাই তো মনে হলো। কথাইয়-লেখায় সামাঝদার'ই মনে হয়।
ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৮| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমারটা দেখেন তো ; কেমন ক্লেরিহিও হলো :-
ব্লগার যুক্তিবাদি মানুষ
যুক্তি দিয়ে বলেন,
ছড়া কাব্য লেখেন তিনি
সৎ পথে চলেন।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: চার লাইনের ভালো ছড়া হয়েছে। তবে ক্লেরিহিউ হয় নাই।
ক্লেরিহিউ এর প্রথম লাইনের শেষে যাকে নিয়ে লিখা তার নাম থাকে।
তাছাড়া প্রথম দুলাইনের অন্ত্যমিল ''কক''
এবং পরেরে দুলাইনের অন্ত্যমিল ''খখ''
অনুপ্রয়াসের ব্যবহার থাকতেও পারে আবার নাও পারে।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন ।
৯| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন রাজীব ভাই। ভালো থাকবেন।
১০| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২
ভ্রমরের ডানা বলেছেন:
আমার বিষয়ে আপনার অবজারভেশন ভাল লাগল! অন্যগুলোও বেশ!
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন।
১১| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫
সাদা মনের মানুষ বলেছেন:
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন।
১২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় @ জুনায়েদ বি রাহমান ভাই, আপনার গুণী ব্লগারদের লিস্টে দেখি আমিও আছি!! এমন সব গুণী ব্লগারদের পাশে নিজেকে বড়ই বেমানান লাগছে; আমার প্রতি আপনার আস্থা দেখে খুশি হলাম। কৃতজ্ঞতা রইলো, প্রিয় ভাইয়ের জন্য।
আর, অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয় @কাওসার চৌধুরী ভাই, অগ্রিম ঈদ শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন। আপনাকেও ঈদের শুভেচ্ছা।
১৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২
স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ দারুণ!!!!
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম আমার পাতায়।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন।
১৪| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪
বাকপ্রবাস বলেছেন: আমারটা হয়নাই সেইটা নিজেই বুঝেছি বস, আমি অনেক আগে দুই একটা চেষ্টা করেছিলাম তবে এইটা আমাকে টানেনা, একজন ব্যক্তি বা ব্যাক্তির নাম থাকবে তার উপর চার লাইনে শেষ হবে, সেখানে যদি হাসির কিছু থাকে তাহলে মজা পাব অন্য কিছু চারলাইনে শেষ করে রশ বের করাটা খুব কঠিন। হাইকু তিন লাইনে হয় কিন্তু সেখানে বিষয় এর বাধ্য বাধকতা নাই, উন্মোক্ত সেদিক থেকে ক্লেরিহিউ কনসেপ্ট অনেক সংকুচিত, তায় এটা খুব একটা চর্চা হয়নি মনে হয়। তার চাইতে লিমেরিক এর চর্চাটা ভালই হচ্ছে।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ক্লেরিহিউ খুব একটা চর্চা হয়নি। স্রেফ মজার ছলে এটার উদ্ভাবন। হতে পারে, কারো মন্দ গুণ বা দিকটা ছড়ার আদলে বলা। যাইহোক, লিমেরিক ছড়া হলেও কনসেপ্ট ক্লেরিহিউ বা হাইকুর চাইতে প্রসারিত হওয়ার বেশি চর্চা হয়েছে। অল্প কথায় অনেক বা ভাবের গভীরতার কারণে হাইকুও মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে। আপনার হাইকুগুলো বেশ দারুণ।
১৫| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
জোকস বলেছেন: আমি মনে হয় সুবিধাবাদীর মধ্যে পরি
ঈদ মোবারক ভাইজু।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা
১৬| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
পোস্ট করেছি: ৬৬টি
মন্তব্য করেছি: ১৩৫৪টি
মন্তব্য পেয়েছি: ৫৬৪টি
ব্লগ লিখেছি: ২ বছর ৮ মাস
আপনার ব্লগ পরিসংখ্যান আমার ভাল লেগেছে! আরো ভাল হঊক!
২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাদের সংস্পর্শে থাকবার ইচ্ছে আছে। বাকিটা সময় ঠিক করবে।
দোয়া করবেন।
১৭| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিষয়টি আমার জানা ছিল না।
জেনে ভালো লাগলো।
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকে জানাতে পেরে আমারো ভালো লাগছে।
ঈদ মোবারক।
১৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি নিরব।
২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কেন কেন? মনে হচ্ছে 'গাফলা' আছে। আচ্ছে, কবি 'গাফলা' শব্দটি কি বাংলা অভিধানে আছে?
ঈদ মোবারক।
১৯| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ক্লেরিহিউ সম্পর্কে আমার কোন ধারনাই ছিল না। প্রথমবারের মতো আপনার পোস্টে জানতে পারলাম। আর শেষে ব্লগারদের নিয়ে লেখা ক্লোরিহিউ খুব ভালো লাগলো।
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকে ক্লেরিহিউ সম্পর্কে জানাতে পেরে ভালো লাগছে। অনেক অনেক ভালো থাকবেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২২
বিজন রয় বলেছেন: হুমমম!