![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
১.
একফালি লালাভ রোদ গাঁ এলিয়েছে ভাসন্ত মেঘের সেতুতে
সন্ধ্যামণির সাঁঝকাল-
রাত বাড়লে, আজকাল পৃথিবীর প্রাগৈতিহাসিক সব অন্ধকার
তোর কালোচুলের মতো আমাকে কাছে ডাকে
আলোয় বুকে নাচে কালোচিত মুগ্ধকরা বোবাকালের বর্ণমালা
যেনো প্রেমভরা চোখের তারা...
কি জানি! অন্ধকার কেন এতো ভালো লাগে আমার?!
হয়তো তোর মতো মনোরম সব আলোর সাথে ধীরেধীরে দূরত্ব বাড়ছে বলে।
৫ মে ২০১৮, সন্ধ্যা...
______________________
২.
'আমার একটা কিছু ছিলো, আমার একটা কিছু হারিয়ে গেছে-
এখন আর আমার বলতে কিচ্ছু নেই...'
ভালোবেসে মেয়েটিকে ভেতর'টা দিতে গিয়ে দেখি
চারিপাশে আজও তোর সরব আধিপত্য
অথচ, তোকে ভাসিয়ে নেওয়ার দিনে আমি ছিলাম আকাশের মতো-
'প্রশান্ত!'
হা..হা... সত্যি কিছুকিছু কেন(?)র বলবার মতো গল্প থেকেও থাকে না।
প্রলাপ-২
০২ মে ২০১৮, রাত...
______________________
ছবিঃ শামীম আল মামুন
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম।
ভালোলাগা জানানোর জন্য ধন্যবাদ।
২| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কাব্যে, ভালো লাগলো ভাই।
প্রথমটা বেশি ভালো লাগলো,
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। মন্তব্যে অনুপ্রাণিত।
৪| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: দু'টি কবিতা'ই সুন্দর।
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব। মন্তব্যে অনুপ্রাণিত।
৫| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটিই ভালো লাগলো। প্রথমটায় বিশেষণের সংখ্যা একটু বেশি মনে হয়েছে।
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। প্রিয় কবি, কাব্যিকতা বা বিশেষণের সংখ্য আরো একটু কম হলে ভালো লাগতো কি না জানালে উপকৃত হতাম।
গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
প্রতিভাবান অলস বলেছেন: বেশ লিখেছেন
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মন্তব্যে অনুপ্রাণিত।
৭| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়জুনায়েদভাই,
দুটি কবিতাই সুন্দর হয়েছে। আপনি দুটিকে পৃথকভাবে দিলে দুটিকেই লাইক দিতাম। তবে একসঙ্গে দেওয়াই তুলনা করতে সুবিধা হল। প্রথমটি বেশি ভালো লাগলো।
শুভকামনা রইল।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: দাদা, মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৬
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতা দু'টি ছোট হলেও এর মর্মবাণী অনেক গভীর৷ভাল লাগলো পড়ে৷ +++
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্য প্রেরণা পেলাম প্রিয় কাওসার ভাই।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: দুই নং টা বেশী ভালো লেগেছে তবে এক নং টাও সুন্দর ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোলাগা জানিয়ে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা বোনডি।
শুভ সন্ধ্যা।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬
সপ্রসন্ন বলেছেন: প্রেমের কবিতা :প
তবে কবিতার প্রতি আপনার প্রেম আরো মুগ্ধকর।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা পড়তে ভালো লাগে। তবে ছোট একটু বেশিই ভালো লাগে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭
নাবিলা নিতু বলেছেন: ছোট্ট কবিতা
কিন্তু ভালোলেগেছে