![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
কোন এক বৈশাখের সন্ধ্যায়-
এক চিলতে স্বপ্ন নিয়ে নীড়ে ফিরছিলো- একটি ধবল বক।
মেঘমৌলী আকাশ; মাঝেমাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, মৃদু বাতাস বইছে,
বকটি মনে মনে ভাবছে--
"আহা! রাতভর বৃষ্টি হবে, বন্যায় ভাসবে চরাচর;
ভোরে হাওরে যাবো, দিনভর খাবো; কতো মজা হবে!"
এক ফালি স্বপ্ন বুকে নিয়ে,
মৃদু বাতাসে ভরে করে বকটি এগুচ্ছে সামনে,
আরো সামনে--
আকস্মিক, বাতাসের বেগ বেড়ে গেলো;
বকটির ডানা দুটো এক হয়ে এলো!
অতঃপর, দুমড়ে মুচড়ে পড়লো পাশের বাশবনে।
ওপাশে ওত পেতে আছে একটি বনো বিড়াল!
ক্ষতবিক্ষত, অর্ধমৃত, অসহায় বক ভাবছে-- ওটা বনো বিড়াল নাকি মৃত্যু?!
বাতাস এতো শক্ত হয় কিভাবে?!
ছবি সূত্রঃ
১) ব্লগার সপ্রসন্ন
২) জয়ব্রত ভট্টাচার্য
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় পদাতিক চৌঃ ভাই।
গতরাতে আপনার পাতায় যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি। আজ যাবো।
ভালো থাকবেন।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
ঠ্যঠা মফিজ বলেছেন: বেশ চমকিয় কাব্য। ভালো লাগল ভাই।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: মফিজ ভাই@ আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
সাইন বোর্ড বলেছেন: সুন্দর ভাবনা ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই। অনেকদিন পর আপনাকে পেলাম।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
অচেনা হৃদি বলেছেন: ভালো লেগেছে। কবিতায়+
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকবেন।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতায় একরাশ ভাল লাগা রইলো৷ আপনি খুব ভাল কবিতা লেখেন ৷
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয় ভাই, আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯
বাকপ্রবাস বলেছেন: কবিতার সাথে গল্প ফ্রি। ভাল লাগল বড় ভাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখাটা অনেক আগের। কোনোএক বৈশাখী বিকেলের ঝড় শেষে আহত বকের করুন পরিণতি দেখে লিখা।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ প্রশ্ন রেখে গেলেন ভাই কাব্যে।
ভালো লাগলো খুব
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। মন্তব্যে অনুপ্রাণিত।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪
ওমেরা বলেছেন: এটা কবিতা নাকি গল্প খুব সুন্দর লাগল!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: গল্প কবিতার মতো উপস্থাপনে প্রচেষ্টা।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। দশে আট দিলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম রাজীব ভাই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
কথার ফুলঝুরি! বলেছেন: খুবই ভালো লাগলো ভাইয়া। এই বকটির সাথে হয়তো কোন মানুষের জীবনেরও মিল আছে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছো।@বোনডি
মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। এইযে ঈদের পূর্বের তিনদিনে ৫০+ মানুষ রোড এক্সিডেন্টে মারা গেলেন। তাদের মধ্যে অনেকেই অনেক স্বপ্ন,চাওয়া, বাসনা নিয়ে বাড়ি ফিরছিলেন। ঈদের দিন এটা করবেন, সেটা করবেন, ঘুরবেন....
কিন্তু এক্সিডেন্ট! মৃত্যু!
সাবলীল মন্তব্য বেশ ভালো লাগলো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জুনায়েদভাই,
কাহিনী মূলক কবিতাটি ভালো লাগলো।
পাশাপাশি আমার উজান হওয়া পোস্ট করা আছে। সময় পেলে আসার আমন্ত্রণ রইল।
শুভকামনা জানবেন।