![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
১।
তোমার নীলরঙা শাড়ীর আচলে
তপ্ত রোদের দুপুরে ঘাম মুছে, মুখ গুঁজে
আমি বিশ্রাম নিতে চাই
চৈত্রের মৃত বিকেলে কিম্বা বৈশাখী রাতে
আমি তোমার চুনাপাথর চোখে
আলোকিত সবুজ ঘাসফুল স্বপ্ন হতে চাই।
নীলাঞ্জনা, আমি তোমার আকাশ হতে চাই
যার রোদবৃষ্টিতে থাকবে তোমার নিরোধ।
_________________________________
২।
তোমার জন্য প্রতিদিন সাজাবো
শিশির জলে সিক্ত শান্ত সকাল, চায়ের কাপে
কুসুম গরম দুপুর, পড়ন্ত বিকেলের রোদমাখা বারান্দা...
অতঃপর, লাবণ্যগাঁথা সন্ধ্যায়
জোছনার আলপনায় বসে বসে রোজ লিখবো
একেক'টি রোমাঞ্চকর দিন রাতের উপাখ্যান।
__________________________________
৩।
মেয়ে,তোমার যুগল চোখের মায়ায়
আমি খুন হতে চাই বারবার!
প্রতিষ্ঠিত করতে চাই-
বৈধ! বিষাক্ত চুম্বনের অধিকার।
__________________________________
৪।
মৌসুমি রোদ্দুর মেঘ হলে,
আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে;
নীল খামে কাব্য করে
বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
প্রিয়তমা জানো না(?)
ভালোবাসার আরেক নাম প্রতিক্ষা!
___________________________________
রচনাকালঃ ২০১৭
ছবি- সংগৃহীত
(যাকে উদ্দেশ্য করে লিখাগুলোর জন্ম, সে সাথে নেই অনেকদিন। তবুও তার বিচরণের সাক্ষী হয়ে আছে আশেপাশের অনেক কিছুই। বাস্তবতার কাছে কখনো কখনো আবেগ, ভালোবাসা, মায়া একদম মূল্যহীন। যাইহোক, ভালো থাকুক সে। অনেক অনেক ভালো থাকুক।)
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
কাওসার চৌধুরী বলেছেন:
ভাল লাগলো৷ ++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফুটনোট মন বিষণ্ণ করে দিল। কেন জানি না।
কয়েকটা শব্দ, যেমন, মৃত বিকেল, চুনাপাথর চোখ, কুসুম গরম দুপুর- আপনার ক্রিয়েটিভির স্বাক্ষর। তেমনি, কিছু পুরোনো প্রয়োগ আছে, যেমন, শিশির জলে সিক্ত, ইত্যাদি , বিকল্প, ক্রিয়েটিভ কিছু ভাবতে পারেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: নতুন করে কাব্য-কবিতা লিখা হচ্ছে না অনেকদিন। ২০১৫,১৬,১৭ এই কয়েকটা বছর খুব লিখতে ইচ্ছে করতো। লিখতামও।
আপনার পরামর্শ মাথায় থাকবে। ধন্যবাদ।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
বাকপ্রবাস বলেছেন: তুমি জাননা
তোমাকে ভেবে ভেবে যে রাজপ্রসাদ গড়ছি প্রতিদিন
সেখানো তোমার প্রবেশ নিষেধ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাবনাগুলো মরেও অমর।
ভালো থাকবেন ভাইজান।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫১
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ দাদা। মন্তব্যে অনুপ্রাণিত।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৫
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: খুব সুন্দর উপস্থাপনা। বাকপ্রবাসের মন্তব্যে +++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই। বাকপ্রবাস বরাবরই সুন্দর মন্তব্য করে থাকেন।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: লিখেছেন ভালো।
কিন্তু আমি চার নজরুলের মতোন তেজী কবিতা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: চেষ্টা থাকবে রাজীব ভাই। ধন্যবাদ জানবেন।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল অনুভবের কথা ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮
ল বলেছেন: সুন্দর উপলব্ধি খুব ভালো লিখেছেন