![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
১)
দুপুররাতে তোমাকে মনে পড়লে, চারিপাশে
খা-খা করে নেমে আসে চৈত্র
মনেরপ্রিজম ফুঁড়ে শূন্যে ডানা মেলে সহস্র শোকপাখি
ভারী-ভারী দীর্ঘশ্বাস...
কালযোগে, দুধকালো কাঁচপাথর গলে
শিশিরের মতো চুইয়ে চুইয়ে ঝরে পড়ে লবণজল
সাথে ভরানিদ্রার উপাদান।
২)
তোমার স্পর্শ লেগে আছে ঘুণে খাওয়া পুরানো ডায়েরির
ক্ষতবিক্ষতপাতাদের শরীরে
কলরেকর্ডের রঙ্গমাখা প্রেমকথারা ভেটো দিয়েছে বহু আগে
তবুও রাতদুপুরে তোমাকে মনে পড়লে
সব ঘুম পালিয়ে যায় মেঘের দেশে-
(ছবি: সংগৃহীত)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে ভালো লাগছে। ভালো লাগা জানিয়ে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভ সকাল।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন:
ওপস্,
সেইরকম কবিতাদ্বয়। নির্মল ভালবাসা জুনায়েদ ভাই।
বিপুল প্লাস++++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে উচ্ছ্বাসিত। অনুপ্রাণিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
শুভসকাল
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
ঋতো আহমেদ বলেছেন: বাহ্, বেশ ! ঘুম ভেঙেই একটা রোমান্টিক কবিতা পাঠ করলাম। ++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি। আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।
শুভ সকাল
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
সৈয়দ ইসলাম বলেছেন: আমার পক্ষ থেকে শুভরাত্রি
এখন ঘুমাই!
শুভকামনা ত থাকলোই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ সময়। আবারো আসার জন্য ধন্যবাদ।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো দুটোই, সুন্দর সাজিয়েছেন কথার পরে কথা
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম।
ভালো লাগা জানিয়ে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
শুভ কামনা সতত।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
সনেট কবি বলেছেন: ভাল লাগলো ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। মন্তব্যে অনুপ্রাণিত।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর লাগলো কথা ও কাব্যের গাঁথুনি।
শুভকামনা প্রিয় জুনায়েদভাইকে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয় পদাতিক চৌঃ ভাই, বরাবরের মতো আপনার মন্তব্যে প্রেরণা পেলাম।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। শুভ সময়।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
অব্যক্ত কাব্য বলেছেন: ভালো লেগেছে দুটোই
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪
শাহিন বিন রফিক বলেছেন:
দুপুররাতে চৈত্র হাজির, বেশ বেশ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন:
হা.. হা... দুপুরবেলাও চৈত্র আহে।
মন্তব্যে অনুপ্রাণিত। ধন্যবাদ জানবেন।
পাতায় স্বাগতম।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
আখেনাটেন বলেছেন: আপনার লেখার হাত তো দুর্দান্ত।
তোমার স্পর্শ লেগে আছে ঘুণে খাওয়া পুরানো ডায়েরির
ক্ষতবিক্ষতপাতাদের শরীরে
কলরেকর্ডের রঙ্গমাখা প্রেমকথারা ভেটো দিয়েছে বহু আগে -- চমৎকার....
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপ্লুত, অভিভূত! " আপনার লেখার হাত তো দুর্দান্ত। "- সামুতে এমন মন্তব্য প্রথম পেলাম।
দোয়া রাখবেন ভাই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা....
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: প্রতিদিন ব্লগে কবিতা পড়ি অথচ আমি কবতা লিখতে পারি না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: কয়েকদিন আগে কয়েক লাইন পড়লাম। আপনি কবিতার চাইতে গল্প ভালো লিখেন, চর্চা করলে কবিতাও ভালো হবে ভাই।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: শেষ কয়টা লাইন .....অসাধারন ছিলো
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকদিন পর। কেমন আছেন)
শেষ ক'টা লাইন ভালো লেগেছে জেনে ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভ বিকেল।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
সুখপাঠ্য৷ +++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কাওসার ভাই। আপ্পনাদের মন্তব্যই আমার অনুপ্রেরণা।
শুভ সন্ধ্যা।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
লায়নহার্ট বলেছেন: {সহস্র শোকপাখি খুব সুন্দর}
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম।
মন্তব্য পেয়ে ভালো লাগছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
চাঙ্কু বলেছেন: কোবতে ভালা হইছে। পেলাচ!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আহ! আমাগো চাক্কু ভাই আ'রে পেলাচ দিছে। দেইখ্যা, পইড়া স্পীচ বাইড়া গেছে।
কোবেতা পড়নের লাইগ্যা ধইন্যবাদ চাক্কু ভাই।
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
এ.এস বাশার বলেছেন:
ভোরের সুন্দর্য এবং কবিতারা আজ প্রতিযোগীতায় নেমেছে,
মাছরাঙ্গারা কবিতায় দিচ্ছে সুর-
কি যে ভালো লাগছে- !!
আবৃত্তি করে শোনাতে ইচ্ছে করছে তোমায়..তুমি শুনবে নূপুর!
শুভসকাল...
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: [sb[ভোরের সুন্দর্য এবং কবিতারা আজ প্রতিযোগীতায় নেমেছে,
মাছরাঙ্গারা কবিতায় দিচ্ছে সুর-
কি যে ভালো লাগছে- !!
আবৃত্তি করে শোনাতে ইচ্ছে করছে তোমায়..তুমি শুনবে নূপুর! -- বাহ! এভাবে বললে নূপুর না শুনে যাবে কই?!
আপনার আবৃত্তি শুনতে চাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'মনের প্রিজম ফুঁড়ে', 'শিশিরের মতো', 'পুরোনো' শব্দগুলো বাদ দিয়ে পড়ে দেখুন কেমন লাগে। 'ঘুণে খাওয়া' বলতেই 'পুরোনো' বোঝায়। পুরোনো ডায়েরি আমাদের অনেক ব্যবহৃত শব্দ, 'ঘুণে খাওয়া ডায়েরি'তে অভিনবত্ব আছে। 'খাঁ খাঁ করে নেমে আসে চৈত্র' না লিখে 'নেমে আসে খাঁ খাঁ চৈত্র' লিখলে কেমন হয়? এভাবে আলাদা একটা পাতায় লিখে একবার পড়ে দেখুন কেমন লাগে। আদিকাল থেকে এ পর্যন্ত যা লেখা হয়ে গেছে, তা থেকে প্রতিদিন আমরা নতুন ঘটনা বা কনসেপ্ট খুব কমই তৈরি করতে পারি। কিন্তু জিনিসটা নতুন করে উপস্থাপনই বলে দেয়, আরে, সম্পূর্ণ নতুন একটা জিনিস পড়লাম তো! এজন্য, প্রচলিত শব্দপ্রয়োগ, উপমা, বিশেষণের ব্যবহার যত কম করা যায়, লেখা ততই সাবলীল ও উপভোগ্য হয়।
শুভেচ্ছা রইল কবি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: শ্রদ্ধেয় কবি, আপনার গঠনমূলক মন্তব্য আমাকে বেশ অনুপ্রাণিত করে। আপনার পরামর্শ মনে নিলাম। পুরানো বা গতানুগতিক উপমা আমি কম ব্যবহারের চেষ্টা করি। তবে অনেকসময় কবিতা সুখপাঠ্য করতে বাধ্য হয়েই পুরানো শব্দ,উপমা ব্যবহার করি।
১।
দুপুররাতে তোমাকে মনে পড়লে, চারিপাশে নেমে আসে খা-খা চৈত্র
মনেরপ্রিজম ফুঁড়ে শূন্যে ডানা মেলে
সহস্র শোকপাখি, ভারী-ভারী দীর্ঘশ্বাস...
কালযোগে, দুধকালো কাঁচপাথর গলে চুইয়ে চুইয়ে ঝরে পড়ে লবণজল,
সাথে ভরানিদ্রার উপাদান।
২।
তোমার স্পর্শ লেগে আছে ঘুণে খাওয়া ডায়েরির
ক্ষতবিক্ষতপাতাদের শরীরে
কলরেকর্ডের রঙ্গমাখা প্রেমকথারা ভেটো দিয়েছে বহু আগে
তবুও রাতদুপুরে তোমাকে মনে পড়লে
সব ঘুম পালিয়ে যায় মেঘের দেশে-
এখন পড়ে মনে হচ্ছে, বাদ পড়া উপমাগুলো অতিরিক্ত ছিলো।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
নতুন নকিব বলেছেন:
কবিতা ভাল লাগলো। শুভকামনা জানবেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয় নাকি ভাই, আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩২
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর হয়েছে,দাদা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। মন্তব্যে অনুপ্রাণিত।
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৬
ওমেরা বলেছেন: বিরহীকাব্য ভাল হয়েছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
মেহেদী হাসান হাসিব বলেছেন: অসাধারণ কবিতা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্বাগতম পাতায়...
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
সোহানী বলেছেন: আরে আপনিতো দারুন লিখেন!!!!!!! ছবিটা ও অসাধারন হয়েছে, কবিতার সাথে মানাসই।.............
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
ছবিটা গুগলমামার সাহায্যে পাওয়া। মামারে থ্যাংকস।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
রাকু হাসান বলেছেন: ২য় স্তবক বেশি ভাল লাগলো । শুভ সকাল কবি সকালের প্রথম কবিতা ।