![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
তেলাঙ্গনা রাজ্য, ভারতঃ
আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভারতের তেলাঙ্গানা রাজ্যের জগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় একটি বাস দুর্ঘটনায় চার শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি প্রায় ৭৫ জন যাত্রী নিয়ে সানিভারাপেট গ্রামের কাছাকাছি রোড থেকে ছিটকে পাশের খাদের পড়ে যায়।
নিউজ হাইলাইট:
* দুর্ঘটনার সময় বাসটিতে 75 জনের বেশি যাত্রী ছিলো।
* তারা(যাত্রীরা) একটি মন্দির ভ্রমণ করে ফিরছিলো।
* রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বলছে, দুর্ভাগ্যবশত কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
* রাজ্য সরকার প্রতিটি ফ্যামিলিকে ৫ লাখ রোপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
______________________________________
বাংলাদেশঃ
আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টা নাগাদ, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি গাড়ির (স্থানীয় ভাষায় টাটা ম্যাজিক) মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন কয়েকজন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। চকরিয়ার ইউনিক হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আরও দুইজন নিহত হন।
নিউজ হাইলাইট:
* নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে।
* আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
* দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
* স্টার লাইন পরিবহনের কাউকে আটক করা যায়নি।
* সরকারের কানে নিউজটা এখনো পৌঁছেনি! স্বেচ্ছায় অনুদান ঘোষণার প্রশ্নই আসেনা।
প্রথম আলো ও বাংলানিউজ টুয়েন্টিফোরে সন্ধ্যা পর্যন্ত আসা তথ্যমতে আজ চাকরিয়া ও ঠাকুরগাঁওএ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ নিহত হয়েছেন।
তথ্যসূত্রঃ এনডিটিভি,প্রথম আলো, বিডিনিউজ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: তবুও চুপ থাকা যাবে না।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪
স্রাঞ্জি সে বলেছেন:
সরকারের কানে সিসা লাগানো আছে। চোখে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। সরকার কান-চোখ বন্ধ করে বসে আছে। আর আমাদের ডিজিটাল গান শুনাচ্ছে।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
অনুদান!! সরকারের টনক নড়া!!! ফ্রিতে চিকিৎসা!!! এটি একটি অমানবিক মানুষের দ্বারা পরিচালিত দেশ৷
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। আমাদের রাজনীতিতে ভালো মানুষদের খুব অভাব।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব থেকে শুরু করে, আজ অবধি কেহ বাংলার মানুষের দাম দেয়নি
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: শেখ সাহেব'কে সময় দেওয়া হয়নি। বিধ্বস্ত একটা দেশ গুছানোর জন্য সাড়ে তিনবছর মোটেও যথেষ্ট নয়।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশে এসব এখন ডাল ভাত। কবে যে আমরা নিজেরা ডাল ভাত হবো কেউ জানিনা, খালি আতংকে থাকি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী ভাই। অস্থির, পিশাচদের দেশে পরিণত হয়েছে এই দেশ।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এসব ঘটনা আমার গা সওয়া হয়ে গিয়েছে। আমিও কি অমানুষ হয়ে গেলাম???
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুধু আপনি একা নন; পুরু জাতির অবস্থা প্রায় আপনার মতো। ঘুষ, দুর্নীতি, হত্যা, গুম, এক্সিডেন্ট - এসব আর আমাদের গায়ে লাগেনা। দেখতে দেখতে, শুনতে শুনতে এসব গা সওয়া হয়ে গেছে।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
কিশোর মাইনু বলেছেন: খুব ই দূঃখের বিষয়। নাহ, চুপ থাকা যাবে না, কিন্তু করবই টা বা কি?!?!?
@চাঁদগাজী, শেখসাব থেকে শুরু করে?!?!?
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: করার অনেক কিছুই আছে। তবে আপাতত: নির্বাচনে দল মত নির্বিশেষে ভালো, সচেতন, সুশিক্ষিত প্রার্থিদের নির্বাচিত করার জন্য শ্রম দিতে হবে। নিজে না পারলে, তুলনামূলক ভালোদের রাজনীতিতে উৎসাহিত করতে হবে। তবেই পরিবর্তন সম্ভব।
একমাত্র ভালো মানুষদের হাতে ক্ষমতা বা জনগণের প্রতিনিধি করার দায়িত্ব দেওয়া গেলে, পরিবর্তন - উন্নয়ন সম্ভব।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ দেশে সড়ক দুর্ঘটনা নিয়ে কিছু বলা মানে অরন্যে রোদন করা।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: অপ্রিয় হলেও সত্য বলেছে ভাই। নিউজে দেখলাম, যাত্রী কল্যাণ সমিতির দায়িত্বশীল একজনের আজকে জামিন হয়েছে।(চাঁদাবাজির অভিযোগ)
উনার পক্ষ বলছে, সড়ক দুর্ঘটনা - অনিয়ম নিয়ে কথা বলার জন্য হয়রানি করা হচ্ছে। পুলিশ বলছে, চাঁদাবাজির অভিযোগ আছে। রোড এক্সিডেন্ট ছাড়াও দেশে অনিয়ম, দুর্নীতি বেড়ে গেছে। এসব নিয়ে কথা বলে লাভ নেই, না বলে উপায় নেই।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
আখেনাটেন বলেছেন: আমাদের এখনো মানুষ হতে অনেক পথ পাড়ি দিতে হবে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। দিনদিন জাতিগতভাবে, আমরা না'মানুষে পরিণত হয়ে যাচ্ছি।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জুনায়েদভাই,
দুটিই মর্মান্তিক ঘটনা। ভারতে দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বহুদিনের চলে আসা রাজনীতিতে শাসকদল ঝুঁকি নিতে না চাওয়ায় আগে ভাগে ক্ষতিপূরণ ঘোষণা করে , মৃতের আত্মীয়দের সেফ কাস্টডিতে নিয়ে নেয়। কয়েকবছর আগে বিষাক্ত চুল্লু খেয়ে বহুলোকের মৃত্যু হওয়ার কারনে মমতাও দুলক্ষ টাকা করে ক্ষতিপূর্ণ ঘোষণা করেছিলেন।
তবে আশার যে পরে অন্যান্য দলও গিয়ে নিহতের পরিবারকে ভালো রকম অর্থ সাহায্য করে। আপনি দেখেছেন কিনা জানিনা গতবছর উড়িষ্যার কোরাপুটে এক ব্যক্তি নিজের মৃত স্ত্রীর বডি হসপিটল থেকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা না করতে পেরে মাথায় করে অর্ধেক রাস্তা যাওয়ার পরে প্রশাসনের টনক নড়ে। পরে সে বিভিন্ন স্থান থেকে সাহায্য পেয়ে বর্তমানে তার অ্যাকাউন্টে ৩৭ লক্ষ টাকা আছে।
তবে পরিশেষে একথা বলবো, উদ্দেশ্য যাইহোক, একটু মানবিক হওয়া জরুরি ।
শুভেচ্ছা নিরন্তর ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: উদ্দেশ্য যাইহোক, একটু মানবিক হওয়া জরুরি । - সেটাই। দারুণ বলেছেন দাদা। ভারতের রাজনীতির অবস্থা আমাদের চাইতে অনেক অনেক ভালো। তাই তাদের শাসক বা রাজনীতিবিদ'দের কাছে জনমতের গুরুত্ব আছে। আমাদের দেশে রাজনীতি বলতে কিছু নেই। কেউ রাজনীতিতে বিশ্বাস করে বলেও মনে হচ্ছে না।
সরকার দল, বিরোধীদল কারো কাছে জনমতের মূল্যায়ন নেই।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা, প্রতিদিন রোড দুর্ঘটনা বেড়েই চলেছে, প্রাণ হারাতে হচ্ছে অপ্রত্যাশিতভাবে।
কিন্তু সরকারের কানে এই ঘটনা গেলে কি পদক্ষেপ নিতে পারবে? বা কি করা উচিৎ তেমন কিছু আপনি উল্লেখ করলে বা নিজের মতামত যদি যুক্ত করতেন তো আরও ভালো হতো পোস্ট।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভারতের সবকিছুই আমরা অনুসরণ করি। কয়েকদিন আগে, ভারতের এক্সিডেন্টের প্রসঙ্গ টেনে দাত খিলিয়ে হেসেছিলেন। কিন্তু, তাদের মতো আমাদের প্রশাসন জবাবদিহি করে না। সরকার (বাধ্য করা না হলে) কোনপ্রকার প্রতিক্রিয়াও দেখায় না।
সামনে চেষ্টা থাকবে।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
টুটুল বলেছেন: অনেক অমানুষের মধ্যেও তো কিছু মানুষ থাকে, আমরা না তাদের নিয়েই ভাবি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রতিটি মানুষ নিয়ে ভাবা উচিত। আমরা আমাদের নিয়ে ভাববার জন্য কিছু মানুষকে বেতন দিচ্ছি। কিন্তু তারা বেতন নিলেও ঠিকঠাক তাদের কাজ করছেন না।
দায়িত্ব থেকে সরেও যাচ্ছেন না। তাদের সরিয়ে দায়িত্বশীলদের মাথায় দায়িত্ব দেওয়া উচিত।
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
অগ্নিবেশ বলেছেন: খুবই মর্মান্তিক ঘটনা সরকারের ৫ লাখ কখনোই একটা জীবনের দাম হতে পারে না। দেব-দেবীর জবটা যদি আমি পেতাম, আমার দর্শনে কেউ গেলে তাদেরকে এভাবে কখনই বিপদে ফেলতাম না। তবে দেব-দেবীর অসীম করুণা যে সবাইকে মারে নি, কিছু তো বেঁচেছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার কাছে মিলিয়ন ট্রিলিয়ন টাকাও একটা প্রাণের দামের জন্য যথেষ্ট হতে পারে না। কিন্তু এক্সিডেন্ট তো এক্সিডেন্টই। ঘটে গেলে, আমাদের কিছু করার থাকেনা।
দুর্ঘটনায় ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তিটি মারা গেলে ফ্যামিলি ভয়াবহ আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ার সম্ভাবনা থাকে। তাই সরকারিভাবে কিছু সাহায্য সহযোগিতা করা উচিত। আর এটা করা হলে এক্সিডেন্টের পরিমাণও কমে আসবে।
কারো ধর্মীয় অনুভূতিতে খোঁচা দিয়ে কিছু না বলাই ভালো।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
অগ্নিবেশ বলেছেন: তাইলে তো ভাই তারা (যাত্রীরা)একটি মন্দির ভ্রমন করে ফিরছিল - পোস্ট থেকে একথা বাদ দেওয়া উচিত। ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে সত্য কথা চেপে যাওয়া কোন ধর্ম? উত্তর দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাই, ধর্ম রিলেটেড বিষয়াদি নিয়ে কথা বলতে চাই না; তবুও আপনার কথার প্রসঙ্গে আমার ধর্ম ভাবনার (সবধর্মের ক্ষেত্রে ভাবনা প্রযোজ্য) বেসিক বলি, ধর্ম প্রবর্তকগনের মাধ্যমে স্রষ্টা মানবসভ্যতার জন্য বিভিন্নসময় বিভিন্নভাবে কিছু দিক নির্দেশনা পাঠিয়েছেন। ভালোকাজ করতে উৎসাহিত করেছেন, মন্দ কাজ করতে নিষেধ করেছেন। পরকালের শাস্তি ও শান্তি সম্পর্কে অবগত করেছেন। তবে দুনিয়াতে সবাই মুক্ত, স্বাধীন।
মানুষ বুঝে, না বুঝে বা না মেনে ঈশ্বরের পেছনে ছুটছি।
নিজের সব ঈশ্বরের নামে উৎসর্গ করে দিচ্ছি। (যেগুলো কিছু ধর্মের মুখোশপরা চোর,ডাকাত স্বাচ্ছন্দ্যে ভোগ করছে।) অথচ ঘরের পাশে, চোখের সামনে মানুষ খেয়ে না খেয়ে মরছে।
আমি মুসলি। আমার জন্য হারাম খাওয়া নিষেধ। হারাম খাবার খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নেই। চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি (যাবতীয় অনৈতিক কাজ) করে উপার্জিত টাকা দিয়ে কেনা খাবার হারাম।
সুতরাং আল্লাহর নির্দেশ মানলে প্রথমে হালালভাবে, সৎ পথে টাকা উপার্জন করতে হবে। সেটা না করে মসজিদে দৌড়ায়ে খুব একটা লাভ নেই।
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: জন্ম যদি তব বঙ্গে
বাঁচতে হবে চাটুকারদের সঙ্গে!
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: চাটুকারদের দখলে দেশ। থাপ্পড় থেরাপি ছাড়া উপায় নেই। শুরু হবে আস্তে আস্তে...
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
অগ্নিবেশ বলেছেন: জুনায়েদ বি রাহমান প্রত্যুত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: জুনায়েদ বি রাহমান ,
লাভ নেই কিছু ।