![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
জলমন্ত্র
ছুটির দুপুর-রাতদের হিসেব রাখা হয় না আজকাল
সতেজ বাতাস,
সূর্যোদয় তো আড়াই মিলিয়ন বছর আলোক দূরত্বের
'এন্ড্রোমিডা'
ব্রাণ্ডির কড়াঘোর আমার বেলা-অবেলা স্থির করে রাখে
একটি পক্ক কাঁচপাত্রে।
তবুও মাঝেমাঝে মনে পড়ে
তোমার মনকাড়া ভালোবাসা, আমার হঠাৎ পাওয়া প্রেম,
বাংলা-কবিতা'র আসর এবং আরো কতশত দুঃখকথাদের গল্প...
অতন্দ্রিতা, জলমন্ত্রের মোহগ্রস্ত অন্ধকার
জীবনের সব দুঃখগল্প গিলবার ক্ষমতা রাখে না।
১৮ সেপ্টেম্বর ২০১৮, সন্ধ্যা।
---------------------------------------------
দোয়ার-তাসবিহ
একখণ্ড সাদাকষ্ট হাতির পায়ে দাঁড়িয়ে আছে বুকের বামপাশে
ক্ষমা করো প্রিয়া,
নিকোটিনের কড়া ধোঁয়া এখন আমার বেহেস্তি ঔষুধ।
দেখো, শূণ্যে উড়ছে কতো সাদাসাদা হাতি; মেঘের ঘাটে ভিড়েছে অলৌকিক আলো...
দুপুররাতের খালি চন্দ্রশালা।
ঝিঝিপরান তপড়াচ্ছে পুবের কলমিবনে আর
আমি ঝপছি দোয়ার-তাসবিহ
'গাঢ় আন্ধারের নীরবতা হে
তুমি এসো দুঃখের সুখ হয়ে শাশ্বত মৃত্যুর ডাকে-'
১৮ নভেম্বর ২০১৮, রাত।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪
ল বলেছেন: তমি এসো দুঃখের সুখ হয়ে ---- অসাধারণ
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০
রাজীব নুর বলেছেন: দু'টা কবিতা থেকে জলমন্ত্রটাই বেশি ভাল লাগলো।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
নীল আকাশ বলেছেন: কি ব্যাপার, আপনি তো দেখি লাকি ভাইয়ের মতো বিরহের কবিতা লেখা শুরু করে দিলেন?
ভালোই লাগছে পড়তে!
আমি কেন যেন বিরহের কবিতা লিখতে পারি না , কত বার চেস্টা করলাম
সবাই কে দিয়ে সব কাজ হয় না.........।
শুভ কামনা রইল!
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... আমি আসলে মাঝেমধ্যে লিখি। ইদানিং প্রেমের কবিতা লিখতে বসলেও বিরহ চলে আসে। যেনো বিরহের সমুদ্রে ডুবে আছি।
আপনার লিখা পড়বার ইচ্ছে আছে। সময় করে আসবো একবার।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মুগ্ধ পাঠ কবি