নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কাপুরুষ প্রেমিক

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩০

প্রাক্তন সময়ের কোটরে ছেড়া পালক রেখে উড়ে যাওয়া পাখিটির প্রতীক্ষায়
এখনো স্বপ্নদিগন্তে চোখ রাখে মন, মেঘেমেঘে আঁকে প্রেম
সাথে বেহেস্তি মঙ্গলচিত্র
কতো কি আরো....
রোদপাড়ার সাংসারিক হিসেব নিকেশ সে বুঝেও বুঝে না।

সংসার আর সভ্যতার মারপ্যাঁচ বুঝে বিবেক।
আমি বিবেকের কোটারে বন্দী এক কাপুরুষ প্রেমিক; তাই
রাত নামলে মনেরতালে মেঘে-মেঘে প্রেম আঁকি!


০৭ নভেম্বর, রাত।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বিবেকের কোটারে বন্দী এক কাপুরুষ প্রেমিক; তাই
রাত নামলে মনেরতালে মেঘে-মেঘে প্রেম আঁকি!

.............................................আহারে !!! আমি কষ্ট পেলাম ।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: যাক, কষ্টের ভার কিছুটা কমলো।

ধইন্যবাদ ভায়া।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


রোমান্টিক

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়...

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩২

জাহিদ অনিক বলেছেন:
আহা !

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

নজসু বলেছেন:


কবির দীর্ঘশ্বাসে আমিও একাত্ম হয়ে রইলাম।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় ভায়া।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই।

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

হাবিব বলেছেন: সুন্দর++

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.