![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
১)
চায়ের কাপে ভেসে উঠা ধোঁয়া সেই কবে
কুণ্ডলী পাকিয়ে মিলিয়ে গেছে শূন্যে
তোমার গাল এখনো ফুলে আছে অনাকাঙ্ক্ষিত কথার ফাঁপে
ঠোঁটের দোয়ারে বাসা বেধেছে রাজ্যের নীরবতা...
অতন্দ্রিতা, সব কথা মাপতে নেই- কথার মানদণ্ডে
কিছু কথা ছেড়ে দেওয়া ভালো-
কথার চাঁচে।
২)
একটু আগে,
মেঘালয়ের প্রান্তিক ঘাট বদলিয়েছে একপাল সাদামেঘ -
শীতের ঘাসপাতাদের মতো বিন্দু বিন্দু জল জমে আছে
যুগল চোখের ফইড়ে।
তোমার ডাকে কাটেনি- শেষ তিন সকালের ঘুম।
'ভাল্লাগেনা' ব্যামোতে আক্রান্ত তনুমন...
মনের পেটে টগবগ করছে তোমার কথা গিলে খাওয়ার গোগ্রাসী খিধা!
অতন্দ্রিতা, এসো পুরানো সব হিসেব শিকে তুলে নতুন গল্প রচে বাঁচি-
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ নাকিব ভাই। আপনার জন্যও শুভকামনা থাকলো।
২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
আকতার আর হোসাইন বলেছেন: লেখা ++++
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতায় ভালোলাগা।।। শুভ সকাল
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ মামুন ভাই। শুভ দুপুর।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
হাবিব বলেছেন:
মন ছুয়ে গেল.........
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: মন্তব্যে আপ্লুত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার।
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব খুব খুব খুব......
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইজা, মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা৷
৬| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
ফেনা বলেছেন: জিপিএ ৫ দিলাম।
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার জিপিএ৫ পেয়ে উচ্ছ্বসিত। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৭| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অসাধারন হয়েছে জুনায়েদ ভাই। বিপোল ভাল লাগা প্লাস আপনার জন্য ++++
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: তাজুল ভাই, আপনার প্রেরণাদায়ক মন্তব্য সবসময়ই অভিভূত করে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৮| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও সাবলিল।
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাইদুল ভাই।
৯| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার কবিতা!
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মন্তব্যে অনুপ্রাণিত।
১০| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
সাত সাগরের মাঝি ২ বলেছেন: বাহ সুন্দর
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জুনায়েদ ভাই,
কবিতা ভালো হয়েছে। তবে দুটি শব্দটি বুঝতে পারলাম না ।
চাঁচে ও ফইড়ে???
শুভকামনা জানবেন।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে শুনে ভালো লাগছে।
'চাঁচে' শব্দের আভিধানিক অর্থ চাঁচনি, চাঁছনি...আর 'ফইড়' অর্থ পালক।
মনযোগ সহকারে পড়ে মতামত জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: দুটি বানান একটু অড লাগলো।
দুয়ার ও অতীন্দ্রিয়। যাইহোক দয়াকরে কমেন্টি ডিলিট করবেন, প্লীজ।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: দুয়ার বানান'টা শুধরে নিলাম। তবে 'অতন্দ্রিতা' বিশেষ্যপদ হিসেবে ব্যবহৃত হয়েছে। অতন্দ্রিতা অর্থ সম্ভবত আলস্যহীন নারীবিশেষ কিছুটা একটা হবে।
আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: বরাবরের মতো অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই।
১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
নাহ নতুন ভাবে কোন গল্প সাজাতে চাই না
তবে কবিতা সুন্দর হয়েছে
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: কেন? নতুন করে সাজান না!
ভালো লেগেছে জেনে ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
জাহিদ অনিক বলেছেন:
ভাল্লাগেনা ব্যামোতে আক্রান্ত সব মানুষ
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক।
আন্তরিক ধন্যবাদ কবি।
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৬
ল বলেছেন: বিজন দায়ের সংকলন দেখে কবিতাটা পড়তে আসা -
এসো নতুন গল্প রচে বাঁচি -- মুগ্ধতা
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়বার জন্য আন্তরিক ধধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
নতুন নকিব বলেছেন:
শুভকামনা সবসময়।