![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
১
জল-জোয়ারের ঢেউয়ে ঢেউয়ে ডুবতে ডুবতে ভাসছে নৌকা
সঙ্গী তার লাঙ্গল আর কুলা
ধানেরশীষে রোদ হাসে, হাসে গণমুখ....
ভোটের অধিকার।
২
গোলইয়ে জেদি মাঝি, হাতে বন্দুকের খরবৈঠা
নৌকা চলে ভুল বলে - ভুল চালে
বাড়ে পাপ আর
পাপীর হিসেব....
৩
নদীতে প্রমত্ত স্রোত আর নৌকাতে পাপী
মাঝি কি জানেনা?
'সঙ্গদোষে লিপিডও ডুবে'
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেবু বেশি চিপাচিপি না করাই ভালো। ক্ষমতাসীনরা ব্যাপারটা বুঝতেছে না।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কবিতা বেঁচে থাকুক বাস্তবতার মতন।
মাঝি হয়ত জেনেও জানে না!
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হতে পারে।
মন্তব্যের জন্য ধন্যবাদ তাজুল ভাই।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি ভাল আছেন তো জুনায়েদ ভাই?
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ভালো আছি।
আপনি ক্যামন আছেন?
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
ল বলেছেন: বাড়ে পাপ --- বেহিসাবি পাপ
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী। পাপ বাড়ছে হু হু করে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জল-জোয়ারের ঢেউয়ে ঢেউয়ে ডুবতে ডুবতে ভাসছে নৌকা
সঙ্গী তার লাঙ্গল আর কুলা
ধানেরশীষে রোদ হাসে, হাসে গণমুখ....
ভোটের অধিকার।
..............................................................................
বাস্তবতা বড়ই অদ্ভুত