![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
সিজোফ্রেনিয়া আক্রান্ত কবিতা
____________________
সন্দুকি-কাঠপালঙ্কে মাথা রাখলে মাঝেমাঝে মগজে বাজে করাতকলের শব্দ
শালিককান্না,
প্রকৃতির অনুযোগ। আরো কতো কি...
এইসব ঘটনাবলী খুঁচিয়ে খুঁচিয়ে ঘুম ভাঙ্গায় জংধরা বোধের।
সুবোধ আমি ব্যথিতসুরে আঁধারের পীঠিকায় তোমাকে শুনাই-
'কাঠগাছ আর পাখিদের জীবনকথা'
শুনতে শুনতে তুমি ভ্রু-কঁচলে শরীরের জ্বর মেপে স্মরণ করো
' শহরতলির ঈশ্বরকে'
ঈশ্বর নাজিল করেন সিজোফ্রেনিয়ার প্রেসক্রিপশন
আর
আমি শব্দে মধু মিশিয়ে তোমাকে লিখি
'সিজোফ্রেনিয়া আক্রান্ত কবিতা'
"অতন্দ্রিতা, পাখিটা মাত্র কি বলে গেলো ! শুনবে? শুনো; শুনো না... প্লিইইজ"
শীতসন্ধ্যায় প্রায়ই
_________________
শীতসন্ধ্যায় প্রায়ই ডুবে যাই গত হওয়া কিছু মোহিত সময়চিত্রে-
পৌষালি গোধূলিবেলা। ন্যাড়ার মাঠের 'তোমার মতো আগুনীআদার'
ঝুমঝুম কুয়াশাবৃষ্টি।
ঘুটঘুটে চন্দ্রশালার নিষিদ্ধ পাতাবিড়ির ঘোর...
এইসব দৃশ্যাবলী পিছু ডাকে। পিছু ডাকে...
.... সাদামাটা কৈশোর
ব্লু-হোয়াইট স্কুলড্রেসের সেই তুমি, আর
তোমার পিছু নেওয়া কোনো কোনো বখাটে বিকেল।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা বানানটা, প্রেসক্রিপশন হবে।
সিজোফ্রেনিয়া একধরনের গুরুতর মানসিক ব্যাধি। লক্ষণঃ উদ্ভট চিন্তাভাবনা, আচরণ.... ইত্যাদি।
খুব একটা লেখালেখির সাথে নেই, ব্লগ থেকেও দূরে আছি কিছুদিন ধরে৷ কবিতা পড়া, বানান সংশোধন করে দেওয়া এবং ভালোলাগা জানানোর অসংখ্য ধন্যবান। @বোনডি।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
ল বলেছেন: ব্লু-হোয়াইট স্কুলড্রেসের সেই তুমি আর
তোমার পিছু নেওয়া কোনো কোনো বখাটে বিকেল
আর মানসিক রোগী --- সব মিলিয়ে দারুণ কবিতার খসড়া।
মুগ্ধ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, শ্রদ্ধেয়...
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ লিখেছেন!! অন্যরকম স্বাদের কবিতা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা @ সম্রাট ভাই।
আপনাদের প্রেরণা লেখায় খুব কাজে লাগে।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
কালীদাস বলেছেন: পয়লা কবিতাটার শেষে হেসে ফেললাম। সব খারাপের ভার খালি ঈশ্বরের?
সেকেন্ডটা ভালই।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... আসলে প্রথম কবিতাটি আমার এক কাজিনের অনুভূতি- নিয়ে লিখা। যিনি বাড়ির সেগুনকাঠের গাছ কেটে একটা পালংক তৈরি করেছিলেন। এবং ঐ সেগুনগাছে একটা পাখির বাসা এবং সদ্যফোটা একজোড়া ছানা ছিলো। গাছ কাটার সময় পাখির বাচ্চাগুলো পড়ে মারা গেলে পাখিটি দু'তিনদিন খুব কিচির কান্নাকাটি করে। এই দৃশ্য প্রায়ই তাকে বিষন্ন মনমরা করে তুলতো। এবং সে তার বউয়ের সাথে এসব নিয়ে কথা বলতো। অবশেষে বউ, ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বললেন, মানসিক সমস্যা।
এখানে শহরতলির ঈশ্বর বলতে ডাক্তারদের মিন করছিলাম। আজকাল তাদের সময়ের খুব অভাব। অসংলগ্ন বা অন্যরকম কথাবার্তা শুনলেই 'মানসিক রোগে আক্রান্ত' দাবী করে একগাদা ঔষধ লিখে দেন।
দ্বিতীয়টা ভালো হয়েছে জেনে ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: অনেকদিন পর আমার ভাইডির নতুন লেখা পেলাম ।
সিজোফ্রেনিয়া বিষয়টি ঠিক মাথায় থাকেনা, পড়েছি তা সম্পর্কে তবুও
লেখা ভালো লেগেছে ভাইয়া ।
শব্দটি কি প্রেসকিপশন হবেনা ?