নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

\'সময় গেলে সাধন হবে না\'

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

নির্বাচন উপলক্ষে দেশজুড়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা নিশ্চিন্তে প্রচার-প্রচারণা চালালেও এন্টি-আওয়ামীলীগের নেতাকর্মীরা আছেন গ্রেফতার, হামলার আতংকে। নির্বাচন কমিশন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ। নির্বাচন কমিশনের এই ব্যর্থতা দেশের জন্য মোটেও ভালো হবেনা। ভালো হবেনা আওয়ামীলীগের জন্যও...

মৌলভীবাজার-২ আসনের ধানের শীষের হেভিওয়েট প্রার্থী সাবেকআওয়ামী নেতা সুলতান মনসুরের নির্বাচনী জনসভায় আওয়ামীলীগের হামলার পর এলাকার মানুষের প্রতিক্রিয়াঃ

---------------------------------------------------------------------

আওয়ামীলীগ নেতাকর্মীদের বডি ল্যাংগুয়েজ, বক্তৃতা দ্যাখে শুনে মনে হচ্ছে যেকোনো মূল্যে তারা আবারো ক্ষমতায় যাবেন। বিরোধীদল, জন-আন্দোলন দমনপীড়নের সফল অভিজ্ঞতা তাদের আছে। তারা পেশিশক্তি আর ক্ষমতার অপব্যবহার করে শেয়ারবাজার, হলমার্ক, ডেস্টিনি কেলেঙ্কারিতে রাস্তায় নামা সাধারণ মানুষদের মুখ বন্ধ করেছেন। মুখ বন্ধ করেছেন কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবীতে আওয়াজ তোলা সাধারণ ছাত্রছাত্রীদের। তারা দমন করেছেন বিরোধী জোটের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের আন্দোলন।
হামলা, মামলা, লঞ্চনা-বঞ্চনার মাধ্যমে আন্দোলনকারীদের দমিয়ে রাখাকে তারা তাদের সফলতা হিসেবে দেখছেন। আর তাই তারা আশাবাদী। নির্বাচনে জিতবেন... ক্ষমতায় থাকবে।
তাদের এইসব অপকৌশল সাধারণ মানুষ মোটেও ভালোভাবে নিচ্ছে না। আর ইতিহাস বলছে, 'লঞ্চনা-বঞ্চনা, দমন-পীড়ন'ই জন-বিপ্লবের অন্যতম কারণ'। এভাবে ক্ষমতা ধরে রাখলে একটাসময় আওয়ামীলীগ একটি কুখ্যাত, জন-নিন্দিত রাজনৈতিক দলে পরিণত হবে। ' 'আওয়ামীলীগ' শব্দটা মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। সুতরাং সময় থাকতে দলটির সুস্থ রাজনীতিতে ফেরা উচিত।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: বং আওয়ামী লীগই শেষ হিসাব।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: নিরপেক্ষ ভোট হলে ২০১৪তে আওয়ামীলীগ জিততো। তারা সেটা করেনি। এখনো বিভিন্ন অপচেষ্টা করছে, মানুষ এসবে বিরক্ত হচ্ছে। ফলাফল, জামাতের মতো দলকে স্বাভাবিকভাবে নিচ্ছে...

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার অবসর নেয়া উচিত ও দরকার, কিন্তু কার হাতে ছেড়ে দেবেন, জামাত-বিএনপি'র হাতে?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: তিনি জামাত-বিম্পি আর আওয়ামীলীগের মাঝে তফাৎ তৈরী করতে পারেন নি। বারবার চোর, সন্ত্রাসসহ বিতর্কিত মানুষদের দলে ঠাই দিয়েছেন। এবারও একি অবস্থা।
মনে হচ্ছে, উনি অবসরে গেলে পরিবর্তন আসতে পারে।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

পলাশবাবা বলেছেন: মুখে বলেন জয় বাংলা ... কিন্তু ভোট টা কোন মার্কায় দিতে হবে তা সবাই জানে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। মানুষ এমনিতেই এক খাবার বারবার খেতে চায় না। তার উপর লবন-মরিচ, মসলা পরিমাণ মতো না ঢেলে একি খাবার আবার পরিবেশনের চেস্টা। খাবে কিভাবে...

বাধ্য হয়েই অন্য খাবার খাবে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: ভোটকে গুরুত্ব দেওয়ায় কোন রাজনৈতিক শিক্ষা- প্রচার- জনমত বা গ্রহণযোগ্য কোন রাজনৈতিক- সংস্কৃতি গড়ে উঠেনি। এই অবস্থায়, বাক্স ভরা সহজ।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভোট বিতর্কিত হওয়ার যথেষ্ট ক্লো ইতিমধ্যে তৈরি হয়ে আছে। 'আওয়ামীলীগ' চাইলে নির্বাচন প্রক্রিয়া তথা রাজনীতিতে পরিবর্তন আনতে পারতো। কিছু দুর্নীতিবাজ নেতাখ্যাতাদের জন্য তারা সেটা করেনি, উল্টো আস্তে আস্তে পুরু সংগঠন দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে যাচ্ছে।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩১

বলেছেন: কবির দরদি কথামালা দেশ ও গণতন্ত্রের জন্যে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে এক মেয়াদে ক্ষমতায় থাকতে পারলেই চৌদ্দ পুরুষের খাওয়া পড়ার চিন্তা থাকে না | এহেন ক্ষমতা আঁকড়ে ধরার জন্য যেকোনো দলই মরিয়া হয়ে উঠে নির্বাচন ঘনিয়ে আসলে | সহিংসতার কেবল শুরু - এজন্য এরা কিছু লাশ ফেললেও অবাক হবার কিছু থাকবে না | আর কোনো প্রত্যক্ষদর্শী না রাখার জন্য বিদেশী পর্যবেক্ষকদের আসাটাও এবার দুরূহ করে রেখেছে ক্ষমতাসীনরা |

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই। এই দেশের রাজনীতিবিদদের অধিকাংশই খারাপ, নিচু মানসিকতার মানুষ ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: হামলা করে লাভ কি?
তাদের উদ্দ্যেশ্য কি?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় থাকা। ক্ষমতায় থাকা মানেই লালে লাল....

নির্বাচন ঘিরে ৩০ তারিখ দেশে কিছু প্রাণও ঝরার সম্ভাবনা আছে। এর দায়, অবশ্যই নির্বাচনকালীর সরকারের কাধে পড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.