নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ভোট কমছে আওয়ামীলীগের। এবার কেন্দ্রদখলও সহজ হবে না।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৯

১।
ছোটবেলায়, মাঝেমধ্যে মাঝরাতে 'চোর চোর' 'ধর.. ধর'... চিৎকার, চেচামিছিতে ঘুম ভাঙ্গলে মা- চাচীর বাধা বিপত্তি উপেক্ষা করে দৌড় দিতাম। গ্রামের জোয়ান বৃদ্ধ সবাই মিলে ন্যাড়ার মাঠ-বন জংগল একাকার করে চোরকে ধরে উত্তমমধ্যম দিয়ে বেধে রাখাতো। এবং সিদ্ধান্ত নিতো, ভোরে গলায় জুতোর মালা পরিয়ে বাজার ঘুরিয়ে থানায় হস্তান্তর করবে।
কিন্তু ভোর হলে দেখতাম, চোরের শরীরে থেকে রক্ত থোকা দাগ। ক্লান্ত শ্রান্ত শুকনো মুখ। কিংবা খবর পেয়ে চোরে বউ বাচ্চা এসে কান্নাকাটি করছে। আর গ্রামের মানুষ রাত্রের সিদ্ধান্ত থেকে আস্তে আস্তে সরে আসছে। এবং শেষে চোরের মুছলেখা নিয়ে - শাসিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে৷
জীবনে এমন বহু ঘটনা নিজ চোখে দেখেছি। এখনো দেখছি। এইতো বছরতিনেক আগের এক দুপুরে, কলেজ থেকে রিকশা করে গ্রামের বাজারে নেমে দেখি- দুজন যুবক মিলে এক ছেলেকে পেটাচ্ছে এবং কয়েকজন তাদের থামানোর চেস্টা করছেন। লক্ষ করলাম, ওখনাকার উপস্তিত অধিকাংশ মানুষই মারখাওয়া ছেলেটার হয়ে কথা বলছে। তারা বলতে চাইছে, মেয়েটাকে উত্যক্ত করে ছেলেটা অন্যায় করেছে। এবং ছেলেটা একটা বেয়াদব, বখাটে... জানি। তাই বলে এভাবে পেটাবে ?! এলাকায় কি বিচারসালিশ নেই?! আমাদের দেশের গ্রামাঞ্চলের মেক্সিমাম মানুষই এমন। যারা চোখেরজল, করুণ চেহারা, অসহায়ত্ব দেখলে অন্যায়কারীর অন্যায় হালকা করে দেখে। এবং নিজের অজান্তেই ক্ষমা করে দেয়। এমন কি ঘটনাক্রমে তারা অন্যায়কারী, খারাপের পক্ষে অবস্থান নিতেও খুব একটা ভাবে না।

২।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় পুলিশের সামনে বিরোধীজোটের নেতাকর্মীদের ওপর আওয়ামী-কর্মী সমর্থকদের হামলার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। বিরোধীদের উপর হামলা মামলার এইসব ভিডিও, নিউজ হোয়াটসআপ, ইমু, ম্যাসেঞ্জারে মুহূর্তেই দেশের আনাচেকানাচে পৌছে যাচ্ছে। মানুষ দেখছে- পুলিশের সামনে সরকারদলীয় মানুষ দলবেঁধে বিরোধীদের পেটাচ্ছে। পুলিশ দর্শকের ভূমিকায় দেখছে। এবং শেষে ঐ মারখাওয়া অসহায় মানুষগুলোকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ সভায় মুজিবকোট পরে, নৌকা নৌকা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রার্থীদের গাড়িতে হামলা করছে। পেশির জোরে প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিনা মামলায় বিরোধীদের গণহারে গ্রেফতার করছে। -- সরকারদলের এসব অপকর্ম গ্রামের সাধাসিধে সাধারণ মানুষদের সমর্থন বিরোধীদের পক্ষে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা সরকারদল অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। তারা ভাবছেন, তাদের এসব কর্মকাণ্ড দেখে ভয়ে মানুষ ভোট দিতে যাবে না। তারা খালি মাঠে গোল দিয়ে দেবে। প্রথমদিকে আমারও এমনটা মনে হয়েছিলো। কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন। কোথাও কোথাও মানুষ গণহারে লাঠিসোটা নিয়ে বিরোধীদের পক্ষে অবস্থান নিচ্ছে। পুলিশ ভয়ে পালাতে বাধ্য হচ্ছে। বিরোধী জোটের নেতাকর্মীরা পুলিশের চোখ ফাকি দিয়ে ৩০ তারিখের জন্য প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এবার কেন্দ্র দখল মোটেও সহজ হবে না।


(চিত্রঃ ধানের শীষের প্রার্থী রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশ তল্লাশি চালাতে গেলে, লাঠিসোটা নিয়ে তাড়া করে গ্রামবাসী)

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

শরীফ আতরাফ বলেছেন: গ্রামের মানুষ হয়তো প্রতিবাদ করবে কিন্তু শহরের মানুষ আত্মকেন্দ্রিক হওয়ায় ঘর থেকেই বের হবে না।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। শহরের মানুষ তুলনামূলক আত্মকেন্দ্রিক এবং শক্তমনের মানুষ। তারা জঞ্জাল এড়িয়ে চলতে পছন্দ করেন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০

বলেছেন: জনগণ কি ব্যালটের মাধ্যমে অন্যায় অত্যাচারের জবাব দিতে পারবে?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার মনে হচ্ছে, মানুষ চেস্টা করবে। এবং ২০১৪ থেকে অনেক অনেক ভালো একটা নির্বাচন হবে। যদিও সুক্ষভাবে ভোট কারচুপি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: পুলিশ থাকতে কেন্দ্র দখল কঠিন হবে কেন? কিন্তু সেইসব দৃশ্য যে করেই হোক ক্যামেরা বন্দী করা প্রয়োজন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভেতরের দৃশ্য ক্যামেরা বন্ধি হওয়ার সুযোগ নেই। তবে বাইরে অরাজকতা হলে অনলাইনে আসবে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



দেশে থাকলে, ভোট দিয়ে এসে, ১ টা পোষ্ট দেবেন; আমরা যেন একটু অনুমান করতে পারি, কি হচ্ছে!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের এলাকার ভোট পরিস্থিতি অবশ্যই জানাবো।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

ঢাবিয়ান বলেছেন: কেন্দ্রের ধারে কাছেই মানুষকে ঘেসতে দেয়া হবে না। আর ইসিতো হাসপাতাল প্রস্তুত রাখতেই বলে দিয়েছে। শহড়ের মানুষেরা এই পরিস্থিতিতে ভোট দিতে যায় কিনা সন্দেহ। ভরসা এখন তরুন সম্প্রদায় এবং গ্রামের মানূষ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: গ্রামের সাধারণ মানুষের শক্ত অবস্থান নির্ভর করে প্রার্থীর জনপ্রিয়তার উপর। যারতার জন্য মানুষ অন্যায়-অরাজকতার প্রতিবাদ করবে না।

শহরের মানুষ জঞ্জাল এড়িয়ে চলবে। তারা দুচারদিন ঘরে ঘুমাবে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হয়ত আপনার কথাগুলো বাস্তব

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি অনুমান, অভিজ্ঞতা থেকে বলেছি। মানুষ ভয়ে প্রতিবাদ না করলেও, সমর্থন নির্যাতিত- বঞ্চিতদের পক্ষে থাকে।
হামলা, কেন্দ্রদখল আওয়ামীলীগের ভুল রাজনীতি... মানুষ এসব পছন্দ করেনা৷

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

হাবিব ইমরান বলেছেন: দেশে মানবতা থেকে রাজনীতিকে বড় করে দেখা হচ্ছে। বিরোধীদের নেতা কর্মীদের যেভাবে অত্যাচার করছে মনে হচ্ছে এরা মানুষই না। কুত্তা বিলাই। মানুষের জীবন কুকুর বিড়ালের জীবনের চেয়েও খারাপ হয়ে গেছে। মানবতা আজ শুন্যের কোঠায়। আবার তারা কেন্দ্র দখল করে ভোট ডাকাতিও করবে দেশের উন্নয়ণের জন্য। ছিঃ....

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: যারা ভোট ডাকাতি, অরাজকতা করে ক্ষমতায় যাবে তাদের দ্বারা উন্নয়ন হবে না। আর জনগণের রায়ে ক্ষমতায় না গেলে ভবিষ্যতে কেউ আর জনরায়ের চিন্তাভাবনা করবে না।
গুন্ডাপান্ডা পালা শুরু করবে।

দেশপ্রেমিক মানুষের এসব ভাবা উচিত।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ তার শাসনামলে যে সকল উন্নয়ন কাজ করেছে তাতে তাদের জয়লাভ করাটা খুব সহজ হবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আওয়ামীলীগের উন্নয়ন গিলে ফেলেছে সন্ত্রাস আর দুর্নীতি।
তাছাড়া, মানুষ বারবার এক তরকারি খেতে পছন্দ করে না।

দল ভোটে ক্ষমতায় যাওয়ায় অবস্থায় থাকলে নিরপেক্ষ মাঠ বা ভোটের আয়োজন করতো। সন্ত্রাসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ক্রান্তিকাল

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। ভোটের আগে এমন পরিস্থিতি আগে কখনো তৈরী হয়নি।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

ব্লগ মাস্টার বলেছেন: খুব খারপ অবস্থা চলছে এখন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। রাজনীতিবিদদের এসব নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.