নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

তিনটি ছোট কবিতা

০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫০

© স্রেফ ভালো থাকার জন্য

ভালো থাকার জন্য' সম্পর্কের প্রাসাদ গড়ে
'ভালো থাকার জন্যই' আবার ভেঙ্গে ফেলা।
গাঢ় গাঢ় রাতে মোমের মতো নৈশব্দ্যে পোড়া। হঠাৎহঠাৎ
ব্যগ্র স্রোতের মতো গোগ্রাসী হয়ে ওঠা-
ভাঙ্গা-গড়া
একজীবনে আমাদের যতো আয়োজন, কাজ-অকাজ সব
স অ ব... স্রেফ ভালো থাকার জন্য।
_______________________
৭ জানুয়ারি ২০১৯, সকাল....


© কামারশালা

কামারশালার টুংটাং...শব্দেশব্দে রোজ যেমন মরে
লৌহখণ্ডের আত্মচরিত
রচে দা কুড়াল: অস্ত্রশস্ত্র
তেমনি, জীবনতাড়না আর আমাদের ঘাতপ্রতিঘাত
তৈরি করে অমানুষ।
দুনিয়াটা একটা কামারশালা
যেখানে স্বার্থে টান পড়লে তুমি আমি
মুহূর্তেই হয়ে উঠি- 'আগুন কামার'।
____________________
০৮ ডিসেম্বর, ২০১৮; রাত।


© বিজ্ঞাপণ

পাঁচ-তিন দৈর্ঘ্যপ্রস্থের একটা বিজ্ঞাপন তপড়াচ্ছে চিন্তারচত্বরে
- 'সেন্স অব পেইন'
উফফ্.. শৈশব না পেরুনো শিশুশরীরে ঘর পেতেছে
খাতারনাক মরনপোকা!
টাকার কাছে মৃত্যুও হার মেনে নেয় কখনো কখনো
তাই,তৃপ্তচিত্তে নন্দ যাবতীয় সঞ্চয় ঢেলে দিলো
আগন্তুক এক হিসেব নাম্বারে।
হাসলেন ঈশ্বর-
_____________________
০৬ ডিসেম্বর, ২০১৮; রাত।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৩

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল, _____

স্রেফ ভাল থাকার জন্য সব কিছু ত্যাগ করতে দ্বিধা করেনা এই মানবসম্প্রদায়। গভীর সম্পর্কও ভেঙে পেলার জন্য মরিয়া হয়ে উঠে। ______ স্রেফ ভাল থাকার জন্যইতো কামারশালার আগুন কামার হয় বৈকি।

কবিতা ভাল লেগেছে। যদি ছন্দের সাথে লাইন বুনেন তাহলে আরও ভাল লাগত।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: গদ্যছন্দের কবিতায় আমি প্রভাবিত। তাই গদ্যছন্দে চেস্টা করি।
তাছাড়া অন্ত্যমিল ঠিক রেখে যথাযথ শব্দচয়নও আমার কাছে কঠিন মনে হয়। তবুও চেস্টা থাকবে। @স্রঞ্জি

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬

হাবিব বলেছেন: শুভ সকাল.......
সুন্দর কবিতা

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ হাবীব ভাই। শুভ সকাল।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩২

বলেছেন: সব ভালো থাকার জন্য -- তবুও হয়না ভালো থাকা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, রহমান ভাই। তবুও ভালো থাকা হয় না।

পড়ে মন্তব্যে করারা জন্য ধন্যবাদ। শুভ সকাল।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। শুভ সকাল।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

নীল আকাশ বলেছেন: শুভ সকাল মিতা ভাই
সহজ সরল ভাষায় চমৎকার মনের বহি:প্রকাশ.........
ভালো লাগলো!
ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ সকাল মিতা।
মন্তব্যে প্রেরণা পেলাম। অনেক অনেক ধন্যবাদ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কী?

নতুন কোন কবিতা দেখছি না যে (!)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা মাঝেমধ্যে লিখি। পোস্ট করবো ইনশাআল্লাহ।
কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.