![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
ব্যাচেলার অনূঢ় ছেলেটি নাকি— নির্মাতা হতে চায়; আদর্শ ফ্লিম নির্মাতা।
শুনে,কৌতুকী দৃষ্টিতে তাকালুম-
ছেলেটি বসে আছে।
ভাবুক দু'চোখ দক্ষিণের দেয়ালে, নিয়নবাতির চতুস্তলে—
একটি সফেদ টিকটিকি, কয়েটি ক্ষুদ্র বনো পতঙ্গ..
ব্যস্ত
সবাই ব্যস্ত: দর্শক,ভাবুক,খাদক..
ব্যস্ত আমিও! মস্তিষ্কে ভাবনার বুদবুদ--
লক্ষণীয়:
আমার দৃষ্টি ছেলেটির দিকে-
ছেলেটির দৃষ্টি দেয়ালে-
টিকটিকির দৃষ্টি পতঙ্গগুলো উপর-
আর পতঙ্গগুলো দৃষ্টি আলোতে—
আর
এভাবেই নশ্বর পৃথিবীর সবাই স্ব-স্ব ভাবনায় ব্যস্ত।
১৩ মে ১৬, সন্ধ্যা...
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাবনাই তো স্বপ্ন, স্বপ্নই তো ভাবনা। হা হা... মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই। শুভকামনা।
২| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাবনাই তো স্বপ্ন, স্বপ্নই তো ভাবনা। হা হা... মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই। শুভকামনা।
ভালো থাকুন।
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনিও ভালো থাকুন ভাই। কৃতজ্ঞতা।
৩| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৩
মাহমুদুর রহমান বলেছেন: ইশ!ভাবনারা যে কবে ধরা দিবে।
কবিতা সুন্দর হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫১
আখেনাটেন বলেছেন: চমৎকার দৃশ্যকল্প।
সবাই আমরা নিজেদের ভাবনায় অবগাহন করছি।
*অনূঢ়া কি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা যায়?
১৫ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: দুঃখিত! শব্দটা 'অনূঢ়' হবে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৫| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৬
ল বলেছেন: অনূঢ়া কি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা যায়?
১৫ ই মার্চ, ২০১৯ রাত ১:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: শব্দটা 'অনূঢ়' হবে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৬| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫৭
স্বপ্নডানা১২৩ বলেছেন: চমৎকার
১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ
৭| ১৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৭
ইসিয়াক বলেছেন: অসম্ভব সুন্দর ।
টাইপো বনো পতঙ্গ<বুনো পতঙ্গ
++ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: স্ব-স্ব ভাবনা নয়। স্ব স্ব স্বপ্ন নিয়ে সবাই ব্যস্ত।