নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

আমাদের শিক্ষিত, সভ্যরা গ্রাম ছেড়ে প্রথমে পালিয়ে যায় \'শহরে\'। তারপর ভিনদেশে!

২২ শে মার্চ, ২০১৯ রাত ১:২৭

জন্মের সময় কেউই সভ্য-অসভ্য, মূর্খ-জ্ঞানী, ভালোমন্দ নির্দিষ্ট কোনো চরিত্র নিয়ে জন্ম নেয় না। পরিবেশ পরিস্থিতির প্রভাবে আস্তে আস্তে সভ্য-অসভ্য, সাহসী-ভিরু, ভালোমানুষ-মন্দ মানুষ, স্মার্ট-ক্ষ্যাত, মূর্খ জ্ঞানী ইত্যাদি চরিত্রের অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে। বলা যায়, এটা প্রকৃতির একটি স্বাভাবিক রীতি বা সূত্র।

প্রকৃতির এই সূত্রেমতে অসভ্য সমাজে বেড়ে ওঠা শিশুটি'র অসভ্য হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর অসভ্যের কর্ম - অসভ্যতা। অতএব অসভ্যের কর্ম নিয়ে ত্যানা প্যাচানোর কোনো মানে নেই। বরং তাকে(অসভ্যকে) কিভাবে সভ্যতার সংস্পর্শে নিয়ে আসা যায়, সেটা নিয়ে ভাবা উচিত। নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো চেস্টা করা উচিত।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সভ্য মানুষজন পাশের অসভ্য, মূর্খ মানুষটাকে সভ্যতা শেখানোর চেস্টা না করে সচেতনে এড়িয়ে চলেন। অসভ্য, মূর্খদের এড়িয়ে চলাই তো আমাদের সভ্যসমাজের সভ্যতা। আর যেহেতু
গ্রামে শিক্ষিত সভ্য মানুষজনের সংখ্যা এবং আয়ের উৎস কম তাই শিক্ষিত, সভ্যমানুষজন গ্রাম ছেড়ে প্রথমে শহরে পালিয়ে যান। তারপর টাকাপয়সা কিছু ইনকাম টিনকাম করে শহর থেকে.... পালান সভ্যতার দেশে। এবং সুদূর প্রবাসে বসে বসে 'বাঙ্গালি জাতিকে' অসভ্য, মূর্খ্য, বর্বর বলে তুচ্ছতাচ্ছিল্য করেন।
সভ্যবাঙ্গালীরা দরিদ্র, অশিক্ষিত বাঙ্গালিদের শিক্ষা, সভ্যতা শেখানোর প্রয়োজনবোধ করেন না। ফলে আমাদের গ্রাম থেকে, দেশ থেকে দারিদ্র্যতা, মূর্খতা বা অসভ্যতা দূর হয় না।
(কারণে অকারণে বাঙালি জাতিকে তুচ্ছতাচ্ছিল্য করা মাত্রাতিরিক্ত সভ্যবাঙ্গালিদের ফ্যাশনে পরিণত হয়েছে। তথাকথিত এইসব সভ্যদের সভ্যতা, শিক্ষা, দেশপ্রেমে আমার সন্দেহ হয়।)

গ্রামের মানুষদের সুশিক্ষা, উন্নয়ন নিয়ে আমাদের দুষ্ট রাজনীতিবিদদের খুব একটা ভাবতে দেখা যায়না। তার প্রথম কারণ, হতে পারে- তাদের অযোগ্যতা। সঠিক, বোধবুদ্ধি অভাবে তারা গ্রামের উন্নয়ন নিয়ে ভাববার প্রয়োজন অনুভব করেননি/ করছেন না।
দ্বিতীয় কারণ, হতে পারে, তারা জেনে বুঝেই দিনের পর দিন গ্রামীণ মানুষকে শিক্ষার আলো থেকে দূরে রাখবার চেস্টা করেছেন।
বড়বড় কলকারখানা, অফিস আদালত.... সবকিছু শহরে রেখেছেন; যাতে শিক্ষিত মানুষজন বাধ্য হয়েই গ্রাম ছেড়ে শহরে যায়। এবং শহর থেকে...

'সভ্য-শিক্ষিত-উন্নত জাতি' গড়তে হলে আমাদের টার্গেট করতে হবে কোমলমতি শিশুদের। সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করাতে বাধ্য করতে হবে। অসভ্য পরিবেশে বা অসভ্য সমাজে জন্ম নেওয়া শিশুটাকেও প্রতিদিন কিছু সময়ের জন্য সভ্য, সুন্দর পরিবেশে রাখবার ব্যবস্থা করাতে হবে। সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করাতে হবে। প্রাইমারী লেভেলের সরকারি স্কুলগুলোর শিক্ষাব্যবস্থা আরো আরো উন্নত করাতে হবে। শিশুরা যাতে ক্লাসের পড়া নিয়মিত ক্লাসেই শিখে নিতে পারে সেটা নিশ্চিত করাতে হবে।
গতবছর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী শিক্ষাখাতে বাংলাদেশ জিডিপির মাত্র ২শতাংশ ব্যয় করে। যা পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটানের চাইতেও কম। সুতরাং শিক্ষাখাতে বাজেট আরো কয়েকগুণ বাড়াতে হবে।
পাশাপাশি দেশের প্রশাসনিক ক্ষমতা ও উন্নয়ন পরিকল্পনার (জাতীয় বাজেট) বিকেন্দ্রীকরণ করার উপর জোর দিতে হবে। এবং বাজেট প্রণয়নের পূর্বে স্থানীয় সরকার যাতে সমাজের সর্বস্তরের মানুষের মতামতের গুরুত্ব দেয় সেই ব্যবস্থা করতে হবে। নইলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবেনা। উন্নয়নের নাম ভাঙ্গিয়ে চোরের দল (নেতা, আমলাকামলা) পালাক্রমে দেশটাকে লুটেপুটে খাবে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১:৪৪

আকতার আর হোসাইন বলেছেন: তথাকথিত এইসব
সভ্যদের সভ্যতা, শিক্ষা, দেশপ্রেমে
আমার সন্দেহ হয়।


হাহাহা... না হেসে পারলাম না।

সন্দেহ আবার কিসের...

এদের যতই দেশপ্রেমের বুকি আওড়াক না কেন এদের কোন দেশপ্রেরম নেই, নেই কোন সুশিক্ষা।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: শিক্ষিতরা অশিক্ষিত, অবুঝদের দূরে না ঠেলে কাছে টানলে দেশ উন্নত হবে। সুশিক্ষার হার বাড়বে।

২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ২:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: লেখক বলেছেন:
শিক্ষিতরা অশিক্ষিত,
অবুঝদের দূরে না ঠেলে কাছে
টানলে দেশ উন্নত হবে।
সুশিক্ষার হার বাড়বে।


শতভাগ সহমত।

২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৩:২২

বলেছেন: অকারণে তুচ্ছতাচ্ছিল্য মনে হয় সভ্যদের সভাসদের নিত্য খোরাক।
শুদ্ধ হয়ে ওঠি বাঙালি সংস্কৃতি, সুশিক্ষা ও সৃজনশীলতায়।

২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: "শুদ্ধ হয়ে ওঠি বাঙালি সংস্কৃতি, সুশিক্ষা ও সৃজনশীলতায়"

অকারণে তুচ্ছতাচ্ছিল্য, গালমন্দ না করে সমাস্যা সমাধানে আমাদের সবার সচেতন হওয়া উচিত, কাজ করা উচিত ।

৪| ২২ শে মার্চ, ২০১৯ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


গ্রামে আযয়ের পথ খুবই কম, দেশে চাকুরী খুবই কম; এটাই গ্রাম থেকে শহরে, ও শহর থেকে বিদেশে যাবার কারণ; এটাকে কাজে লাগিয়ে পোষ্টকে আরো লজিক্যাল করা যায় কিনা দেখেন।

২২ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন। 'আমাদের গ্রামে আয়ের পথ খুবই কম, দেশে চাকুরী কম। ফলে মানুষ গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে বিদেশে যায়।'
লক্ষ করলে দেখবেন, গ্রাম থেকে কেউ একা শহরে গ্যালেও আর ফেরে না৷ বরং পুরু পরিবার নিয়ে শহরে থেকে যাওয়ার চেস্টা করে। বিদেশে যারা যান (ইউরোপ, আমেরিকা) তাদের অবস্থাও সেইম।

অথচ এই মানুষগুলো শহরে বা বিদেশে পরিবার নিয়ে স্থায়ী হওয়ার ভাবনা না ভাবলে গ্রামে পরিবার, স্বজনদের প্রয়োজনে টাকা পয়সা পাঠাতো। সেই টাকার কিছুটা হলেও গ্রামের মানুষজন পেতো।
আমি আমাদের গ্রামে দেখেছি, গ্রামের প্রবাসী। চাকুরিজীবী ফ্যামিলিগুলোর উপর ডিপেন্ড করে ছোটবড় অনেক মুদি দোকান। কাপড়ের দোকান টিকে আছে। যাইহোক, আপনার কথামতো কিছুটা এড করার চেস্টা করেছি৷

৫| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: গ্রামের মানুষ, শহরের মানুষ বলে কিছু নেই। সবাই-ই মানুষ।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, ভাই। সব মানুষই মানুষ। তবে আমাদের বর্তমান বাস্তবতা, গ্রামের মানুষ এখনও শহরের মানুষদের থেকে শিক্ষাদীক্ষা, অর্থনীতি... দিক দিয়ে পিছিয়ে আছে।

৬| ২২ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

নূর আলম হিরণ বলেছেন: আমরা চাই না আমাদের প্রতিবেশী শিক্ষিত হোক, আমার থেকে বেশি ইনকাম করুক!

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: এটাই আমাদের সমস্যা। একমাত্র সুশিক্ষাই পারবে এই হীনমন্যতা থেকে আমাদের বের করে নিয়ে আসতে।

৭| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হীনমন্যতা থেকে মুক্ত হোক জাি!
বাগাড়মবর ছেড়ে আন্তরিকতায় সত্যতার সাথে ভালবাসার সাথে এগিয়ে এলে
খুব বেশি দিন লাগার কথা নয় দেশটা বদলানোতে! সুন্দর, সভ্য পিজিটিভ বাংলাদেশ বানাতে।

উদ্যোক্তার বড় অভাব।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাগাড়মবর ছেড়ে আন্তরিকতায় সত্যতার সাথে ভালবাসার সাথে এগিয়ে এলে
খুব বেশি দিন লাগার কথা নয় দেশটা বদলানোতে। - হ্যা, সেটাই। আন্তরিকতা, সততা, শ্রম... এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো যেতে পারে।

৮| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব মানুষকে মর্যাদা দেয়া হোক।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, সেটাই কাম্য।

৯| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫১

ঢাবিয়ান বলেছেন: উন্নত দেশে বসে নিজ সদেশের মানুষদের কেউ অসভ্য, খারাপ বলে গাল দেয় না। গাল দেয় এই দেশের চুড়ান্ত অসভ্য লুটেরা রাজনীতিকে।

২২ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেককেই দেখা যায় ঘুরিয়ে প্যাচিয়ে সব দোষ জাতির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন।

১০| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৮

আহমেদ জী এস বলেছেন: জুনায়েদ বি রাহমান,




কথাগুলো খুব গভীর করে ভেবে দেখার মতো।
কিন্তু ঐ যে --- যে যতো বেশী জানে , সে ততো কম মানে! এই সূত্র ধরে যতো অসভ্যরা দেশ নামের জাহাজটি সারেং,
মাষ্টার, সুকানী, কেরানী সেজে বসে আছেন!

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সহমত, ভাই। সভ্যরা সব ছেড়ে পালানোর কারণে দেশ অসভ্যদের দখলে চলে গ্যাছে।

১১| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: শিক্ষিত সভ্য মানুষজনের সংখ্যা এবং আয়ের উৎস কম তাই শিক্ষিত, সভ্যমানুষজন গ্রাম ছেড়ে প্রথমে শহরে পালিয়ে যান।
এর পাশাপাশি ভালো মানের বিদ্যালয় নেই।

আর যারা অসভ্য সেই সকল মানুষের এই অধঃপতনের পেছনে কারন তাঁদের বাবা-মা।বাবা মায়ের ঢিলেমিপনা তাদের সন্তানকে বিপথে যেতে সহায়তা করে।আমি একশত ভাগ নিশ্চিত।

২৪ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আর যারা অসভ্য সেই সকল মানুষের এই অধঃপতনের পেছনে কারন তাঁদের বাবা-মা।বাবা মায়ের ঢিলেমিপনা তাদের সন্তানকে বিপথে যেতে সহায়তা করে।- সহমত। সচেতনতা বাড়ানোর জন্য বেশিবেশি কাউন্সিলিং করা উচিত।

১২| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০২

আনু মোল্লাহ বলেছেন: একেবারেই সঠিক অবজারভেশন।
এর উপরে, আমাদের শিক্ষিত মানুষজন গ্রামের খেটে খাওয়া মানুষকে ঘৃণার নজরেই দেখে। নিজে যেন জাতে উঠেছেন আর খেটে খাওয়া মানুষজন সব বেজাত।

২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: শিক্ষিত গোষ্ঠীর এই হীনমন্যতাই আমাদের উন্নতির অন্তরায়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, যারা এগিয়ে আছেন; তারা না ভাবলে দেশ উন্নত হবে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮

সায়ন্তন রফিক বলেছেন: যারা বিদেশে স্থায়ী বসত গড়ে দেশ ও দেশের মানুষদের হীন ভাবে এবং মেকি দেশপ্রেমের বুলি আওড়ায় তাদের করুণা করা ছাড়া আর কিছু করার নেই।

২৬ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: এদের ধিক্কার। এরা করুণা পাওয়ারও অযোগ্য।

১৪| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৭

পবন সরকার বলেছেন: 'সভ্য-শিক্ষিত-উন্নত জাতি' গড়তে হলে আমাদের টার্গেট করতে হবে কোমলমতি শিশুদের। চমৎকার লেখা

২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.