![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
মাতাল রাতে
তোমার স্পষ্ট কিছু বাক্য মাঝেমাঝে মাতাল রাতে অস্পষ্ট
সহস্র ব্যাখ্যা আঁকে মেঘের চাদরে
আর কালিমার সমুদ্রে সম্ভাবনার কাটাছেঁড়া করতে করতে
প্রাক্তন কিছু দৃশ্যাবলী
ভিজে বেহিসেবি নোনাজলে।
রাতশেষে ভোর'বাতাসে যখন কানে আসে ঘুমভাঙা নব্বানের হাসিকান্না
আমি ঘুমচোখে তোমাদের গোলাপ পাতার সংসার দেখি
আর তাওবা পড়তে পড়তে কল্যাণ কামনা করি-
''ভালো থেকো অতন্দ্রিতা,
ভালো থেকো আগন্তুক''
নির্ঘুম মেঘরাত
কম্বলে দেহ লুকিয়ে মানচিত্র কাটাছেঁড়া করছি আগামীর
অনাকাঙ্খিত হিসেব-ফল খুঁচিয়ে খুঁচিয়ে জাগিয়ে তুলছে অনিদ্রারোগ
নির্ঘুম মেঘরাত।
দুঃসময়াতংক গ্রাস করেছে সাদামাটা সুসময়!
২)
দুপুররাতের নিস্তব্ধতা গ্রাস করেছে রুমমেটের প্রেমকথারা।
কানেআসা ফিসফিস শুনতে শুনতে মনে পড়লো,
একটাসময় আমিও এমন
কল্পগল্পে রোজকার ভোর দেখতাম
বস্তুতঃ প্রেমকথাদের কোনো সীমান্ত থাকেনা-
প্রস্থান
তোমার চোখে আকাশছোঁয়া আগন্তুক এক রোদ্দুরের
আনাগোনা টের পেয়েছিলাম
তাই মহীরুহ সদৃশ মেঘচোখে তাকিয়ে তাকিয়ে প্রস্থান দেখেছি
তুমিও বুঝনি নৈশব্দ্যের ভাষা,
পিছুডাক।
৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক। রাতেরা মাতাল হলে দুঃখের মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায়।
২| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: তিনটা কাব্যই খুব সুন্দর হয়েছে।
৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতাগুলো....
মন্তব্য কম দেখে হতাশ হলাম
+
৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতাগুলো....। - ধন্যবাদ আপু ।
মন্তব্য কম দেখে হতাশ হলাম - ব্লগে সম্ভবত ছোট ছোট গদ্য কবিতার পাঠক কম। তাই মন্তব্যও কম।
+ এর জন্য আবারো ধন্যবাদ।
৪| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে সম্ভবত ছোট ছোট গদ্য কবিতার পাঠক কম। না তা হবে কেনো
তবে কারো কারো গদ্য পদ্য সব কবিতাতেই মন্তব্য এন্ড প্লাস এমনিতেই পড়ে যায়।
যাই হোক শুভ ব্লগিং
৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ ব্লগিং।
৫| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: কবিতায় কাব্যতা আছে।
++++
৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: + এবং প্রেরণাদায়ক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ দাদা।
৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১৬
ইসিয়াক বলেছেন: আগে চোখে পড়েনি ....++++্
দেরিতে হলেও লাইক..
সুন্দর অতি সুন্দর
০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৯ ভোর ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
রাতেরা মাতাল হয়, ধরণী সুন্দর হয়, জীবন অর্থময় হয়ে উঠে