নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

টুকরো কথার কাব্য (৩)

০৮ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩০

'তোমাতে মগ্ন হয়ে অনাগত সব ক'টি বসন্ত কাটিয়ে দেওয়ার সাধ্য আমার আছে'

তুমি বিশ্বাস করো বলেই সেটা চাওনা
তুমি ভালোবাসো বলেই সেটা চাওনা
আমি জানি
আমি জানি

অতন্দ্রিতা, তোমার আকাশটাও এখন আমি পড়তে পারি।





আমি এক জঘন্য পাপী
_________________


১.

মাঝেমাঝে তোমার সাথে যাপিত কিছু অনাকাঙ্ক্ষিত স্মৃতির পোস্টমর্টেম করে করে আনমনে শান্তনা খুঁজি
নিজকে বুঝানোর চেষ্টা করি- 'তুমি আমার ছিলে না কখনোই'

কিন্তু কেনো যেনো তোমাকে প্রশ্নবিদ্ধ করলে আমার মন পুড়ে

ক্রমশঃ রহস্যের জাল খুলে খুলে তুমিও স্পষ্টতর হও- জেগে ওঠো ভেতর জুড়ে

সাদাসাপটা গোলাপের মতো
জলে ভাসা নীলপদ্মের মতো
দেবীর মতো!!

আমাকে ভাসিয়ে দাও অনুতাপের প্লাবনে ... হতাশার নীলিম সমুদ্রে

২.

তোমাকে মুছতে গিয়ে পুরানো কবিতা আবার লিখে ফেলি নতুন করে
তোমাকে ভুলতে গিয়ে আবার আবার তোমার প্রেমে পড়ি নতুন করে।
ভুলে যাই 'চাঁদ ও বামন' থিওরি
ভুলে যাই 'ভারত-পাকিস্তান' সম্পর্ক
ভুলে যাই জাগতিক তাবৎ বাস্তবতা
অতন্দ্রিতা, এটা হেয়ালীপনা নয়; পাপের শাস্তি!
আমি এক জঘন্য পাপী
আমি এক জঘন্য পাপী!

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: আপনার প্রত্যেকটি কবিতা আমার অসম্ভব ভালো লাগে ।
আপনাকে অনুসরণ করতে ভুলে গেছি , এখন করলাম ।
++++

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার কবিতা আপনার ভালো লাগে জেনে আমারো খুব খুব ভালো লাগছে। মন্তব্য, প্লাস, অনুসরণ... করে অনুপ্রাণিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।

২| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর।
ভালো লাগা রইলেঅ ভাইয়া :)

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু, মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৩| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৮

মুক্তা নীল বলেছেন:
জুনায়েদ ভাই ,

প্রতিটি কবিতাই ভীষণ সুন্দর হয়েছে।
ধন্যবাদ জানবেন ।



০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ @নীল ভাই,
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৪| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রেরণা (প্লাস) দানের জন্য অসংখ্য ধন্যবাদ কবি।

৫| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব ভাই, মন্তব্যে বরাবরের মতো অনুপ্রাণিত।

৬| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৮

অজ্ঞ বালক বলেছেন: ভালো লেখসেন। তবে কবিতাটা টানতে পারতেন। ঠিক যখন আপনার ভাবটা ধরতে পারসি কবিতা শেষ হইয়া গেল। যেন, আরো কিছু লেখার ছিল কিন্তু লেখেন নাই।

০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য মাথায় নিলাম। পরবর্তীতে লিখবার সময় চেষ্টা থাকবে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৭| ০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: দ্বিতীয় কবিতাটি একটু বেশি ভালোলাগার কথা বলে গেলো । প্রিয় কাউকে ভুলে যাওয়া বড্ড কঠিন । যত ধামাচাপা দিয়ে রাখা হোক না কেন সুযোগ পেলেই ফাক-ফোকর গলিয়ে উকি ঝুকি দিয়ে ওঠে জুনায়েদ বি রাহমান ।
+

০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: জুন বলেছেন: দ্বিতীয় কবিতাটি একটু বেশি ভালোলাগার কথা বলে গেলো । [sb!) প্রিয় কাউকে ভুলে যাওয়া বড্ড কঠিন । যত ধামাচাপা দিয়ে রাখা হোক না কেন সুযোগ পেলেই ফাক-ফোকর গলিয়ে উকি ঝুকি দিয়ে ওঠে! ঠিক বলেছেন আপু।
সুন্দর মন্তব্য ও প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৮| ০৯ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রতিটি মানুষের জন্মই এক আজন্ম পাপ !!!

০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বর্তমান দিনকাল দেখে এমনটা মনে হওয়াই স্বাভাবিক!

আন্তরিক ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.