নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগবাড়ি: কুহক

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৫৩

মধ্যরাতের নিস্তব্ধতায় প্রয়াত ব্লগার, কবি 'কুহক মাহমুদের' ব্লগবাড়িতে উকি দিলাম। কবির ব্লগবাড়ির নাম 'কুহক''। 'কুহক' শব্দের শাব্দিকঅর্থ মোহ, মায়া, ইন্দ্রজাল ইত্যাদি। ব্লগবাড়ির নামের ভাবের সাথে সামঞ্জস্য রেখে কবি নিজের পরিচয় লিখেছেন- "বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস, জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—"
কি চমৎকার শব্দের কারুকাজে রহস্য করে কবি নিজেকে প্রকাশ করেছেন। হয়তো বলেছেন- জ্যৈষ্টের (ঝড়তুফানের) বাস্তবতা মাথায় রেখে বসন্তের ডাকে সাড়া দিয়ে আমি চৈত্রের দাবদাহে পুড়তে নেমেছি! পরিণাম সানন্দে গ্রহণ করতে প্রস্তুত আমি।
সম্মুখে কঠিন সমস্যা দেখেও অস্থির অবেলায় আবেগকে প্রশ্রয় দেওয়ার সাহস কিংবা মনের চাওয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষমতা সবার থাকে না। যাঁদের থাকে তারা অসাধারণ! তারা অদ্ভুত! তারা অন্যরকম! কবি নিশ্চয়ই অসাধারণ, অদ্ভুত অন্যরকম একজন মানুষ ছিলেন।
প্রয়াত এই কবি তার ব্লগবাড়ি কুহুক'এ মোট ২৭টি পোস্ট করেছেন। পোস্টগুলার বেশিরভাগই কবিতা। (ব্লগার কাল্পনিক ভালোবাসা, চাঁদগাজী, রাজীব নুর ও ঠাকুর মাহমুদ ভাই'র করা পোস্ট ও মন্তব্য পড়ে মনে হয়েছে জীবনকালে কবি ঘরসংসার, কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত ছিলেন; তাই হয়তো পোস্টের সংখ্যা বাড়েনি।) রাত জেগে জেগে কবির কয়েকটা কবিতা পড়লাম। কবিতাগুলোর গঠনশৈলী কবির মতো অন্যরকম! অদ্ভুত!
কবিতাগুলোতে মুগ্ধ হওয়ার মতো রহস্য আছে। গভীরতা আছে। কাব্যিকতা আছে।
কবিতাগুলো কবিকে বাঁচিয়ে রাখবে। কবি বেচে থাকবেন কবিতায়। কবি বেচে থাকবেন পাঠকহৃদয়ে.....
কবির বিদেহী আত্মার শান্তি কামনা করছি।


(কবি কুহক মাহমুদের কাব্যগ্রন্থ: "গোধূলির প্রস্থানে জ্বালাও পূর্ণিমা" ও " নামানুষ" অনলাইনের মাধ্যমে 'ইত্যাদি সপ' থেকে সংগ্রহ করতে পারেন। তারা সারাদেশে ক্যাশ অন ডেলিভারী ও কুরিয়ার সার্ভিস সুবিধা দিচ্ছে।
গ্রন্থগুলো অনলাইনে অর্ডার করতে এখানে ক্লিক করুন।)

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:




তিনি শক্তিশালী কবি ছিলেন।

বইগুলো অনলাইনে কিনলে, পরিবার কিছু পাবে কিনা, জানতে হবে।

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বই অনলাইনে বিক্রি হলেও একটা অংশ লেখকের পাওয়ার কথা। ব্লগার ঠাকুর মাহমুদ ভাই "অনুপ্রাণন প্রকাশন"এ যোগাযোগ করলে জানা যেতো।

উনার দৃষ্টি আকর্ষণ করছি।

২| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:০৯

নূর আলম হিরণ বলেছেন: আসলে কবিতা খুব একটা আমায় টানে না, কিন্তু উনার শব্দ চয়ন খুবই চমৎকার ছিল।

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী উনার শব্দচয়ন, গাঁথুনি বেশ চমৎকার ছিলো। কবিতাগুলোও খুব শক্তিশালী।

৩| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: একটি কথা আমাদের সকলকে মনে রাখতে হবে, আমাদের সবাইকে চলে যেতে হবে অজানা পথের ঠিকানায়। ব্লগার কুহক মাহমুদ ভাইয়ের জন্য ভালোবাসা থাকবে আজীবন।

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী ভাই, আমাদের সবাইকে'ই চলে যেতে হবে।

কুহুক' মাহমুদ ভাইএর কবিতা আমি আজ প্রথম পড়েছি। অনলাইনে বই উনার বই অর্ডার করেছি। উনি অন্তরে থাকবেন।

আল্লাহ যেনো উনাকে জান্নাতবাসী করেন।

৪| ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৩

ইসিয়াক বলেছেন: গভীর শ্রদ্ধা ও ভালোবাসা কবির জন্য ।
জুনায়েদ ভাইকে শুভকামনা।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪০

মিরোরডডল বলেছেন: কিছু লেখা পড়লাম । আর্তি লেখাটা অনেক ভালো লেগেছে ।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: অপচ্ছায়া, প্রবৃত্তি, বেদ ভেদে দৃষ্টির পার্থক্য, ধান সন্ধ্যার আঁধি, অহল্যা - কবিতাগুলো আমার ভালো লেগেছে। ভাবিয়েছে।
কবির কবিতার নামকরণ, শব্দচয়ন, রহস্যময়তা, গভীরতা মুগ্ধ করার মতো।

৬| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ। আপনার লেখায় এবং এ প্রয়াসে প্রয়াত ব্লগারের প্রতি শ্রদ্ধা, ভালবাসা আর সহমর্মিতা ফুটে উঠেছে।
প্রথম মন্তব্যেই ব্লগার চাঁদগাজী যেটা বলেছেন, সেটা প্রণিধানযোগ্যঃ বইগুলো অনলাইনে কিনলে, পরিবার কিছু পাবে কিনা, জানতে হবে। লেখককে তার প্রাপ্য থেকে বঞ্চিত করাটা সারা বিশ্বব্যাপী একটি আদি ও অকৃত্রিম প্রবণতা। তার প্রকাশকদেরও তো এক্ষণে কিছু করণীয় আছে বলে মনে করি।
কবি'র কয়েকটি পোস্ট পড়ে মন্তব্য করে আসলাম!

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবির পোস্টে করা আপনার মন্তব্যগুলো পড়েছি।

প্রকাশনা সংস্থা ফেইসবুকে শোকপ্রকাশ করেছে। তারা কবির অসুস্থতার খবরও জানতো। সুতরা তারা চাইলে কবি বা কবির ফ্যামিলির সাথে আলোচনা করে ঘোষণা করতে পারতো, গ্রন্থ বিক্রির লাভাংশ কবির চিকিৎসায় ব্যয় করা হবে। কিন্তু দুঃখের বিষয় তারা সেরকম কিছু করেনি।
এখনো কিছু করবে বলে মনে হচ্ছে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়।

৭| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন:

১. ৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:




তিনি শক্তিশালী কবি ছিলেন।

বইগুলো অনলাইনে কিনলে, পরিবার কিছু পাবে কিনা, জানতে হবে।


একেবারেই সত্যি ......

তার কবিতা অন্য রকম এক ভালোলাগার জন্ম দিত।

ভাইয়ার নিকটার মত কবিতাও কুহক বা ঐন্দ্রজালিক রহস্য ছড়াতো।

ভাইয়ার কবিতা, তার হেয়ার স্টাইল এবং তার কথা বার্তায় সত্যিকারের একজন কবির ছবিই ফুটে উঠেছিলো।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: জ্বী আপু, চাঁদগাজী ঠিক বলেছেন।

উনার ব্লগে, কবিতায় আগে চোখ পড়েনি। গতকাল পড়লাম। প্রোফাইলেই ছবি, কবিতা সবই অন্যরকম। সুন্দর!


মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ সহমর্মিতামূলক পোস্টের জন্য । পোস্ট ও মন্তব্যে লাইক । বই কিনে খুব একটা সাহায্য করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান । পাশাপাশি ব্লগারদের অবস্থান থেকে এগিয়ে আসলে ভালো হয় । অর্থ ও জবের ব্যবস্থা করতে পারলে বেস্ট।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাকু ভাই..


পাশাপাশি ব্লগারদের অবস্থান থেকে এগিয়ে আসলে ভালো হয় । অর্থ ও জবের ব্যবস্থা করতে পারলে বেস্ট। - সহমত। ব্লগার চাঁদগাজী এনিয়ে একটা পোস্ট দিয়েছেন। পোস্টে আপনিসহ অনেকেই সাহায্য করার ব্যপারে মতামত দিয়েছেন। দেখা যাক কি হয়।

৯| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে কবির বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

ধন্যবাদ আপনাকে। এমন একটি পোস্ট দেওয়ার জন্য।

এমন একজন তরুণ কবির অকাল প্রয়াণে ব্লগার হিসেবে আমরাও শোকাহত। জীবন সংগ্রামের অকূলপাথারে পড়া কবির পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহযোগিতা একান্ত জরুরী। সে দিক থেকে কবির সৃজনশীল প্রতিভাকে তুলে ধরে ওনার কাব্যগ্রন্থকে স্বীকৃতি ও ব্যাপকভাবে পরিচয় দানের মাধ্যমে পাশে দাঁড়ানোটা সর্বোত্তম পন্থা।

পাশাপাশি ব্লগের পক্ষ থেকে ওনার পরিবারের সম্মতিতে সরাসরি অর্থ প্রদানের ব্যবস্থা করা যায় কিনা বিষয়টি ভাবার অনুরোধ রইল। ব্যক্তিগতভাবে আমি অনলাইনে কেনাকাটা করি না। কিন্তু ব্লগে কাভাভাই যদি আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে পারে তাহলে হুন্ডি করে কবি পরিবারের পাশে দাঁড়াতে এবং আমি বদ্ধপরিকর।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।

কবির পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহযোগিতা একান্ত জরুরী। সে দিক থেকে কবির সৃজনশীল প্রতিভাকে তুলে ধরে ওনার কাব্যগ্রন্থকে স্বীকৃতি ও ব্যাপকভাবে পরিচয় দানের মাধ্যমে পাশে দাঁড়ানোটা সর্বোত্তম পন্থা।

পাশাপাশি ব্লগের পক্ষ থেকে ওনার পরিবারের সম্মতিতে সরাসরি অর্থ প্রদানের ব্যবস্থা করা যায় কিনা বিষয়টি ভাবার অনুরোধ রইল। ব্যক্তিগতভাবে আমি অনলাইনে কেনাকাটা করি না। কিন্তু ব্লগে কাভাভাই যদি আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে পারে তাহলে হুন্ডি করে কবি পরিবারের পাশে দাঁড়াতে এবং আমি বদ্ধপরিকর।
-
সুন্দর বলেছেন পদাতিক দা। কবির কাব্যগ্রন্থকে ব্যাপকভাবে প্রচার করে পাঠকমনে কবিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করাটাই ভালো পন্থা।

ব্লগের পক্ষ থেকে ব্লগাররা সম্মিলিতভাবে পাশে দাঁড়ানোর ব্যপারে ভাবছেন। ব্লগার চাঁদগাজী ভাই একটা পোস্ট দিয়েছেন। দেখা যাক কি সিদ্ধান্ত হয়।

১০| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: বই কিনলে কবির পরিবার লাভবান হবে না। লাভবান হবে প্রকাশক।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। সাহিত্যসেবার নামে প্রকাশকরা ব্যবসা খুলে বসেছেন।

১১| ৩০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কবির প্রতি রইল শ্রদ্ধা, আশা করছি তিনি ওপারে ভালোই থাকবেন।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: দোয়া রইলো কবির জন্য।

১২| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫২

বলেছেন: খুবই শক্তিশালী একজন কবিকে নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ ।।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:
এই শক্তিমান কবির লেখার সাথে পরিচিতি ছিল না
পরিচয় যখন হলো তখন তিনি নেই, তবে তার লেখা
কবিতাগুলি কালজয়ী হয়ে বেঁচে থাকবে আমাদের
মাঝে অনেক কাল । তার কবিতাগুলি পাঠে কেবলি
মনে বাজে ;
এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ
মরনে তা্ই তিনি করে গেলেন দান ।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনার লেখার সাথে আমারো পরিচয় ছিলো না। উনার মতো অনেক কবিই হয়তো ব্লগে আছেন, ছিলেন; যাঁদের লেখার সাথে আমি পরিচিত হতে পারিনি।

উনি ওপারে ভালো থাকুক, এই কামনা।


ধন্যবাদ মতামতের জন্য।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

নীল আকাশ বলেছেন: মিতা ভাই,
লেখাটা আমি গতকালকেই পড়েছিলাম।
বই কিনে কোন লাভ হবে না। জীবত লেখকদেরই টাকা মেরে দেয় প্রকাশকরা আর উনি এখন মারা গেছেন!
ব্লগ থেকে সম্মিলিত ভাবে যদি চাদা তুলে কোন আর্থিক সাহায্য জাদিদ ভাইয়ের মাধ্যমে এর স্ত্রী কিংবা মেয়ের হাতে
তুলে দেয়া যায় সেটা হবে আসল কাজের কাজ।

ধন্যবাদ।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: মিতা ভাই, প্রকাশনা সংস্থা বা প্রকাশকদের সম্পর্কে আমার ধারনা খুব কম। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

ব্লগার চাঁদগাজীর পোস্টে ব্লগ থেকে সম্মিলিতভাবে কবি-পরিবারের পাশে দাঁড়ানো ব্যপারে আলোচনা করা হয়েছে। দেখা যাক।

আন্তরিক ধন্যবাদ, সুন্দর মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.