![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
পঁচিশে আমার চোখে রহস্যের শরত দেখে তোমাতে ভেসে উঠেছে মানসিক অপ্রস্তুতি
আমি স্পষ্ট তোমার মনস্তাপ পড়েছি; পড়েছি চোখের করিডোরে ঝুলে থাকা বিস্ময়প্রশ্ন ছিলো যতো-
বয়ঃসন্ধির পরে'র
যে চোখে এতকাল চৈত্র দেখেছো, সে চোখের চৈত্র কই?
'যে চোখে এতকাল তোমাকে দেখেছো সে চোখে তুমি কই?'
এই চোখের শরতচিত্রে তোমাকে বিধ্বস্ত দেখে আমি তাবৎ কৃত্রিমতা মুছেছি
অভিমানের দেয়াল ভেঙ্গে বলেছি-
'তোমার চোখে আজ আমি আমাকে দেখেছি!'
'তোমাকে আমি আজ পড়তে পেরেছি!'
কিন্তু তুমি চেনা আধিপত্যে তোমাকে অস্বীকার করে অনাকাঙ্ক্ষিত শব্দাঘাতে ভেঙ্গে দিয়েছো আমার বিশ্বাস ছিলো যতো!
তাই বোবাকালা এই জলজচোখ উপড়ে আমি এঁকে নিয়েছি পাথরচোখ-
এই চোখে এখন চৈত্র নেই
এই চোখে এখন শরৎ নেই
এই চোখে নেই তুমিও।
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোবাসা বেশি থাকলে অভিমানও থাকে, কবি
শুভ দুপুর।
২| ০৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:২০
ল বলেছেন: এই চোখ কি বর্ষাকে বিদায় দিয়ে পাথর হয়ে গেলো!!!
বুকের পাঁজর থেকে বের হয় অভিযোগ ও অভিমানের কথামালা।।
দারুণ কবিতার ভাষা +++
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: বুকের পাঁজর থেকে বের হয় অভিযোগ ও অভিমানের কথামালা।।
- দারুণ বলেছেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩২
নীল আকাশ বলেছেন: বিরহের কাছে চৈত্র কিংবা শরত সবই ম্রিয়মান।
বিরহের কথামালা ভালো লেগেছে।
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিরহের কাছে চৈত্র কিংবা শরত সবই ম্রিয়মান। - হুম।
ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে।
ধন্যবাদ জানবেন।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লাগলো +
বেশি বিরহ ভালো না !
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬
জুনায়েদ বি রাহমান বলেছেন:
বেশি বিরহ ভালো না ! - সত্য।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই চোখে এখন আর কিছুই নেই। বিরহের কবিতা ভালো লাগল।
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
ধন্যবাদ জানবেন।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৪
সোনালী ডানার চিল বলেছেন: সময় মুছে ফেলে চোখের ইতিহাস-
কবিতায় ভালো লাগা
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: সময় মুছে ফেলে চোখের ইতিহাস- সুন্দর বলেছেন। সময়ই হয়তো একদিন এই পাথর চোখে বরফ গলাবে
শরত, শ্রাবণ নিয়ে আসবে আবার।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কবি।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর বাই
৯| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: আপনার প্রতিটা কবিতা অনেক ভাল লাগছে।
+++
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে আমারো ভালো লাগছে বিজন দা। লেখবার প্রেরণা পাচ্ছি।
০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ জানবেন।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপয়াঙ্কে আন্তরিক ধন্যবাদ।
০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ ভাই
১১| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে এখন অন্য জনের চোখে স্বপ্ন আকে
তার চোখ এখন অন্য জনকে দেখতে ব্যস্ত।
০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: হতে পারে।
ধন্যবাদ মাইদুল সরকার ভাই
১২| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৭
কথার ফুলঝুরি! বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ বোন্ডি
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন: বাস্তবতা দেখে দেখে চোখ এখন পাথরের চোখ হয়েছে।
০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪২
জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম!
ধন্যবাদ, মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪২
ইসিয়াক বলেছেন: এতোটা আভিমান কেন হে প্রিয় কবি ?
সুপ্রভাত