![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
স্বতন্ত্র এক ছবি
__________
গড়পড়তা ছায়া থেকে ছিন্ন হয়ে
নিজের মাঝে এঁকেছে সে স্বতন্ত্র এক ছবি
বিস্ময়ে বুদ হওয়ার মতই
পড়ছি প্রেমে, দেখছি যতই তাঁকে
ডুবছে প্রেমিক! ডুবছে ঝাঁকেঝাঁকে
কথাকলা আর ডাগর চোখের বাঁকে
ডুবছি আমিও, একটু একটু করে!
বিকেলের উপাখ্যান
______________
নতুন কুড়িগুলোর অঙ্গজুড়ে কতো ছন্দ, কতো গন্ধ - আনন্দ
উজ্জ্বল সজীবতার ছড়াছড়ি
বেলা চোখেমুখে মুগ্ধতা নিয়ে বলে, দ্যাখো দ্যাখো কত্ত সবুজ
জানো, আমার না সবুজ অন্নেএএক ভালোলাগে।
সময়কে ততক্ষণে গ্রাস করে নিয়েছে প্রাক্তন এক বিকেল
'হারিয়ে ফেলা হৈমন্তীর স্মৃতি'
তবুও সে খসে পড়া পাতাদের মাড়িয়ে যেতে যেতে বেলাকে সঙ্গ দেয়;
বুকে জড়িয়ে ধরে আর
মনে মনে বলে, 'তুই'ই তো এখন জীবন।'
মশাপ্রীতি
________
মাঝরাতে কানের কাছে ঘ্যানঘ্যান করে করে মশাটা রোজ লুকিয়ে পড়ে
তোমার বুক'সিন্দুকে
আর
আমি চেনাসুরে ডেকে ডেকে বলি, জানপাখি মশা। মশা
তুমি পাত্তা না দিয়ে উল্টো মিছেমিছি ঘুম ভাঙ্গানোর অভিযোগ তুলো!
আজ মশা মারতে গিয়ে সিন্দুকে হাত দিতেই,
পীড়নের অভিযোগ তুলে তেড়ে এলে!
তবে কি আমাকে ভোগাতেই তোমার এই মশাপ্রীতি।
ভোগান্তি!?
(ফেব্রুয়ারি-এপ্রিল ১৯)
১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি
২| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৬
ল বলেছেন: সত্যিই দারুণ --- টুকরো কথার কাব্য
১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি
৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন: মশার ঔষধ ভালো একটা মশারি।
১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: সঠিক।
আন্তরিক ধন্যবাদ ভাই
৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:২০
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৩
ইসিয়াক বলেছেন: মশাপ্রীতি বেশি ভালো লেগেছে ।
চমৎকার হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ইসিয়াক ভাই। আপনার ভালো লেগেছে, জেনে আমারো ভালো লাগছে।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৭
রাজীব নুর বলেছেন: বাহ !!!
১৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১০
সাইন বোর্ড বলেছেন: সুন্দর আয়োজন, সবগুলোই ভাল লেগেছে ।