![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।
তোমাকে স্ট্রেইট কইতে না পারা কথাগুলো নৈঃশব্দ্যের ভাষায়
এঁকে দেই কাব্যের গতরে।
তুমি কাব্য বুঝ না, তবুও
কাব্যবোদ্ধার মতো আমার মৃতবৎ কাব্যদের ব্যবচ্ছেদ করে করে
তুলে আনো জীবন্ত সব সারমর্ম
তাই শব্দে - শব্দ জুড়ি; তাই কাব্য লিখি!
অতন্দ্রিতা,
তুমি আমার মৃতকাব্যের এক মোহগ্রস্ত পাঠক
তুমিই আমার মৃতকাব্যের মৌলিক সিগনেচার
বিকেলের উপাখ্যান
'ক্ষণিকপর বিকেলের রোদ্দুর ঘুমিয়ে পড়বে রাত্রির শিতানে
জীবনানন্দের সব পাখিরা ফিরবে নীড়ে-'
এমন এক বিমুগ্ধ শরৎবিকেলে
সুনাইচরে তুমি আমি আর একটা তিলা মুনিয়া
মনে পড়ে?
মনে পড়ে 'সিপ... সিপ...' পাখিরভাষা। জলের মৃদুমন্দ ছন্দসুর
তিলা মুনিয়া ডাকছিলো তার বেনামি প্রিয়ারে, আর
তুমি চোখেরভাষা শিখাচ্ছিলে আমারে
মনে পড়ে?
মনে পড়ে?
কবি ও কবিতার প্রেম
ছুটির বিকেলে প্ল্যান এঁটে, কলমের আঁচড়ে আঁকছি ছাইপাঁশ- স্কেচ।
'আমার চোখে স্বয়ং তুমি-ই একটা জীবন্ত কবিতা'
জানি, আমি কবিতাতে ডুবে গেলে তুমি হয়ে উঠবে আমার একনিষ্ঠ সেবিকা
অনুযোগের সব মেঘ ভেসে যাবে বর্ণ সঙ্গমে,
আমাদের চারকোণা ঘরে নামবে মায়াবী পূর্ণিমা
রাত আগাবে ভোরের পথ ধরে
ঝিঝিরা শোনাবে গান...
মহাকাল দেখবে, ভেটফুল আর জলের আরো এক ঐশ্বরিক চন্দ্রস্নান
কবি ও কবিতার প্রেম।
[ছবি: সংগ্রহীত]
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: সব কবিতা সম্পূর্ণ মনে থাকে না, তবে দু চারটা, দু' চার লাইন মনে থাকে।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪০
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর ।
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৬
ইজ্জত উল্লাহ বলেছেন: কবিতা মৃত হয় কেমতে???
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় মানুষ যেমন বটবৃক্ষ হয়, দুঃখ যেমন মেঘ হয়, প্রেমিকার বুকের ওড়না যেমন জায়নামাজ হয়-
ভাবনা, ও বুননে সজীবতা না থাকায় কিছুকিছু কবিতাও তেমন মৃত হয়।
পাঠ ও প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: কবি জীবনানন্দের কবিতার ফ্লেভার পেলাম।++
শুভকামনা প্রিয় জুনায়েদ ভাইকে।।
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ পদাতিক দা
৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪৯
কৃষ্ণ কমল দাস বলেছেন: 'আমার চোখে স্বয়ং তুমি-ই একটা জীবন্ত কবিতা
ভালো ছিলো।
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ @ কৃষ্ণ কমল দাস
৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: মানুষের মনে হুটহাট অনেক আবেগ আসে।
তখন কবিরা তাদের আবেগ লিখে ফেলে। এই আবেগটাই কবিতা।
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর বলেছেন। কবিতা নিয়ে আপনার ভাবনা ভালো লেগেছে।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৪
আরোগ্য বলেছেন: " মহাকাল দেখবে, ভেটফুল আর জলের আরো এক ঐশ্বরিক চন্দ্রস্নান। "
কবিতায় একরাশ মুগ্ধতা রইলো।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনি সম্ভবত আজ প্রথম আমার কব্য-কবিতা পড়লেন। আপনাকে দেখে ভালো লাগছে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা @আরোগ্য
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:০৮
মুক্তা নীল বলেছেন:
আপনার তিনটি কাব্যই সুন্দর হয়েছে । বিকেলের উপখ্যান বেশ উপভোগ্য ++
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা @মুক্তা নীল
আপনাদের মন্তব্য অনুপ্রাণিত করে।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৬
চাঁদগাজী বলেছেন:
এসব কবিতা কি আপনার মনে থাকে?