নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারনামা

২৩ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৬



টিকাল রোদ্দুর অথবা অন্ধকার ঘনীভূত হলে তন্দ্রার ছায়া পড়ে
চোখের বর্তুলে-
কেবল ধেয়ে ধেয়ে নিকটে আসে রাজ্যের আমাবস্যা
গলে গলে নিঃস্ব হয় স্নিগ্ধ মুদ্রাদোষ

ক্রমশ।

একটাসময় চোখেপড়ে মোহগ্রস্ত স্বপ্ন আর নিয়মানুগ অব্যাসের অসহায় আত্মসমর্পণ

বস্তুতঃ'মৌলিক প্রয়োজন' অনির্বাণ আগুন হয়ে উঠলে,
মনুষ্যপ্রাণও মোসাফির হয় বিবর্ণ অন্ধকারের।



নরকপথ
__________


দ্রব্য আর মানব মূল্য পরস্পর বিপরীত পথ অতিক্রম করতে করতে
পৌছে যাচ্ছে নরকে
শান্তিচার্চার নৈবদ্যে নৈঃশব্দের ভাষা পুঁজি করে আমরাও অতিক্রম করছি-
'বিবর্ণ এক নরকপথ'

এইতো, অদূরেই বোধহয়
'ন র ক'

সময় সংক্ষেপ।
অতএব,
ফুঁসে ওঠো। অথবা নরকযন্ত্রণার নৈবদ্যে প্রস্তুত হও, হে কাপুরুষ পৃথিবী
হে বিমূঢ় সভ্যতা!

[ছবি: সংগৃহীত ]

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


কবিতাগুলোতে কি প্রকাশ করতে চেয়েছেন?

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১. তীব্র অভাব, সমস্যা, ঝামেলা ধীরেধীরে মানুষকে বিপথগামী করে তুলে।
২. সমাজে বা পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কাছে মানুষের প্রাণের চেয়ে পণ্যের মূল্য বেশি। এরাই সমাজের অশান্তির কারিগর। সাধারণ মানুষ অশান্তি এড়িয়ে চলার নামে, এইসব অশান্তির কারিগরদের প্রশ্রয় দিয়ে দিয়ে পৃথিবীকে নরক হতে সহায়তা করছেন।

ধন্যবাদ পাঠের জন্য।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: কেন হঠাৎ কবি মনের এমন ব্ল্যাকহোলের যাতনা, আলোকের ঝর্নাধারা নয় কেন?

অশুভ শক্তির বিনাশ নাই। আমরাই তাকে নবরূপে আহূত করছি। কাব্যে ভালোলাগা।
বেশ কিছু টাইপো আছে।
শুভকামনা প্রিয় জুনায়েদ ভাইকে।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কেন হঠাৎ কবি মনের এমন ব্ল্যাকহোলের যাতনা, আলোকের ঝর্নাধারা নয় কেন? - এই প্রশ্নের সঠিক জবাব আমার কাছে নেই। কিংবা আমি এড়িয়ে যেতে চাচ্ছি। কেনো এটা করছি, আমিও জানিনা। যাইহোক,


"অশুভ শক্তির বিনাশ নাই। আমরাই তাকে নবরূপে আহূত করছি। " - সঠিক বলেছেন। অশুভ শক্তির কারিগর, পালনকর্তা, প্রশ্রয়দাতা সবই আমরা.....

আমার মেক্সিমাম লেখাই ঢুলুঢুলু চোখে নিবিড় রাত্রে লেখা, তাই ভুল হয়। দুঃখজনক! এই স্নিগ্ধ সকালেও ভুলগুলো চোখে পড়ছে না। ভুলগুলো মুদ্রাদোষ হয়ে গেলো কিনা ভাবছি।

পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: বেশ কঠিন কবিতা।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজীব ভাই, আমার কাছের কিছু শুভাকাঙ্ক্ষী, কবিতাবোদ্ধা, কবিসাহিত্যিক আছেন। যাঁদের ধারণা, কবিতা হবে রহস্যময়ী, ইঙ্গিতময়। প্রেমীপাঠক পাঠ করে বুঝতে চাইবেন, রহস্য পরিষ্কার করতে চাইবেন; ভাববেন...
আমার অবশ্য কাব্য কবিতা নিয়ে এমন ভাবনা ছিলো না। আমি যতটুকু পারতাম, সহজ, সরল, সাদামাটা কাব্যকথায় কাব্যকবিতা লেখবার চেষ্টা করতাম। কিন্তু ইদানীং মনেহচ্ছে, কাছের প্রিয়জনদের কাব্য ভাবনা ভেতরে সেট হয়ে গেছে,
চর্চাও করছি।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

নার্গিস জামান বলেছেন: খুব ভালো:)

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

বাকপ্রবাস বলেছেন: দুটোই খুব সুন্দর, দ্বিতিয়টা একটু বেশীই ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে আপনাকে মিস করছিলাম কিছুদিন ধরে। প্রোফাইলেও গিয়েছি দুএকদিন

আজ দেখে ভালো লাগছে। শুভ ব্লগিং

পাঠ ও প্রেরণাদায়ক মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: জেনে ভালো লাগছে আপু।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকার শুভকামনা।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

নুরহোসেন নুর বলেছেন: কষ্টে জর্জারিত কবির মনে ফিরে আসুক শান্তির বার্তা!

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ নুরহোসেন ভাই। আপনার জন্যও দোয়া রইলো।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০

অধীতি বলেছেন: পড়লাম শব্দের অর্থ জানার অভাবে ভাল লাগাতেই সন্তষ্ট রইলাম।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: টিকাল- তীব্র, প্রবল, পাওয়ারফুল অর্থে
বর্তুল- গোলক, চোখেরগোলক বা চোখেরভেতর অর্থে
স্নিগ্ধ মুদ্রাদোষ- ভালো অভ্যাস অর্থে
নিয়মানুগ অব্যাস- ডিসিপ্লিন বা জীবননীতি অর্থে

কয়েকটি শব্দের সহজ অর্থ দেওয়ার চেষ্টা করলাম। পাঠ ও প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.