নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

প্রিয়নেতার স্মরণে...

১৭ ই মার্চ, ২০২০ ভোর ৪:২৪




বহুদূরে, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমরা ভালো নেই।
জানেন? আপনার স্বপ্নের সোনার দেশে নিয়মিত কত অনিয়ম হয়, কত চুরি ডাকাতি হয়। কিন্তু বজ্রকণ্ঠে কাউকে বলতে শোনা যায় না-
"আর না, সহ্যের সীমা হারিয়ে ফেলেছি
এজন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই!
কয়েকটা চোরাকারবারি, মুনাফাখোর, ঘুসখোর দেশের সম্পদ বাইরে দিয়ে আসবে
জিনিস গোদাম করে মানুষকে না খাওয়া মারবে-
উৎখাত করতে হবে বাংলার জমিন থেকে এদের''

অন্যায় অপরাধের বিরুদ্ধে বলতে হলে ভেতরে যে মাত্রায় নীতির শক্তি থাকা লাগে, সৎ সাহসের উপস্থিতি থাকা লাগে। বর্তমান নেতাদের ভেতরে সেটা নেই। তাদের নীতিবোধ কিংবা চারিত্রিক অবস্থা তাসেরঘরের মতো নড়বড়ে। তারা নিজেরাই চোরাকারবার, মুনাফা বা ঘুষকাণ্ডে জড়িত।
তাদের নড়বড়ে নীতিবোধ বা চরিত্রিক অবস্থার সুযোগ নিয়ে রাষ্ট্রযন্ত্রের চালককক্ষে বাবুসেজে বসে থাকা কর্মচারীগণ দেদারছে লুটপাট করছে। জনগণকে অসম্মান করছে। আপনি নেই! বহুকাল। তাদের স্মরণ করিয়ে দিতে, বলবারও কেউ নেই-
"তোমাদের বেতন আসে জনগণের টেক্সের টাকা থেকে, তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের সম্মান করতে শেখো।"

প্রিয়নেতা, শ্রদ্ধা ও ভালোবাসায় আপনাকে স্মরণ করছি-
'শুভ জন্মদিন'


"প্রিয়নেতা, আরো একবার
জীবনানন্দের শালিক কিংবা বাংলার দোয়েলের বেশে
এসে
শিশ দিয়ে জাগিয়ে দাও এই বাংলাকে'





মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২০ ভোর ৫:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেকের মনের কথা প্রতিফলিত হয়েছে আপনার কবিতায়। +

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ অসংখ্য...
শুভকামনা।

২| ১৭ ই মার্চ, ২০২০ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনারা উনার জন্মদিন উদযাপন করছেন?

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমরা কয়েকজন নিজেদের মতো উদযাপন করেছি।

৩| ১৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৫

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪| ১৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ কবি

শুভকামনা

৫| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: জয় বাংলা

৬| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:২২

অক্পটে বলেছেন: মাত্র ১৭০০ টেস্টিং কীট আছে বাংলাদেশে।
জাতির কোটি কোটি টাকা খরচ করছে মুজিব
বন্দনায়। আমরা নবাবজাদাই বটে।

১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশে টেস্টিং কীট নেই। ঢাকা ছাড়া, দেশের কোথাও করোনা টেস্ট করার শাখা নেই। চিকিৎসা ব্যবস্থার অবস্থা ভয়াবহ খারাপ। সরকারি হাসপাতালে সুস্থ শরীর নিয়ে গিয়ে ফেরা কঠিন।

আমাদের সরকারি লোকরা যথেষ্ট অযোগ্য, বেকুব, খবিশ... বারবার তারা সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.