নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক।

জুনায়েদ বি রাহমান

মৌসুমি রোদ্দুর মেঘ হলে, আমি বৃষ্টির জলে খুঁজবো তোমাকে; নীল খামে কাব্য করে বর্ষার ঠিকানায় লিখবো প্রেমপত্র।

জুনায়েদ বি রাহমান › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রদাগ এবং অন্যান্য

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৯




মন আর মস্তিষ্কের অমীমাংসিত দ্বন্দ্বে হাবুডুবু খাচ্ছে আরও একটা ক্রমবর্ধমান সন্ধ্যা -
তুলনামূলক বেদনাবিধুর কোন দৃশ্যটা,
তোমার হাসিহীন বিবর্ণমুখ নাকি সহস্র সম্ভাবনার সঙ্গবদ্ব অন্ত্যেষ্টি!
জানিনা।
তোমাকেও কখনো বলা হয়নি, তোমার ঠোঁটে লেগে থাকা নৈসর্গিক হাসি দেখতে
আমারও ইচ্ছে করে
আমারও ইচ্ছে করে তোমাতে বিসর্জন দেই এই জলজ আত্মা এবং শতসহস্র গোলাপ
অথবা এমনকোনো অমীমাংসিত দ্বন্দ্বমুখর ক্রমবর্ধমান সন্ধ্যাকে বিস্মৃত করে
আকস্মিক তোমার কপালে এঁকে দেই ভালোবাসার চন্দ্রদাগ!

জুন ২০২৪


২।

পিতামহের কালে এইসব আষাঢ়ি সন্ধ্যে ঘনতর হলে প্রকোষ্ঠে জ্বলে উঠতো বন্ধ্য পিদিম
জোনাক জলসায় বিহ্বল সংলাপে মুখরিত হতো
বালিকাবিরাতের মর্তাঙ্গন

ইদানীং মনে হয়
তোমাতে ডুবেছি আমি পিতামহের কালেরও বহুকাল বহুকাল আগে-

আমাদের পূর্বজ প্রাণহীনেরা তখনো দেখেনি
প্যালিওলিথিক সময়,
অষ্টম অবতার....
মনে হয় তোমারে দেখেছি আমি তারও শত সহস্র আলোকবর্ষ আগে
পবিত্রপ্রিজমে - দৈবদর্শনে...

জুলাই ২০২২


৩।

তোমার অজস্র অনুযোগ কাধে নিয়ে নৈশব্দে অতিক্রম করছি সূর্যাস্তের পথ
পরাকরণের আগুনে নিয়ম করে ঢালছি অবজ্ঞার পারদ

অথচ 'আমিময় শতাব্দীর শূন্যের দশককে' তুমি তুলে রাখছো তোমার স্বর্গযুগের উপসর্গে''
'জলজলসায় আবৃত্তি করছো কালের-গলদ!'

এইসব গল্পাবলী কানে এলে তোমারামার শূন্যের দশকের কছম কেটে বলতে ইচ্ছে করে-
'এমন বিদঘুটে সমাপ্তি আমি চাইনি, অতন্দ্রিতা!
বিশ্বাস করো
বিশ্বাস করো


___________________
১৫ জুলাই


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফিরে আসায় স্বাগতম জানুন।
বাকি মন্তব্য পরে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ সৌরভ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.