নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

কোমেন আর ওমেন...

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৮

সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কোন থামা থামি নেই।প্রবল বর্ষন নয় তবে মাঝে মাঝেই তুমুল বর্ষনে রুপ নিচ্ছে। অফিস নেই তাই বসে বসে বৃষ্টি দেখছি আর মনে মনে আহ্লদিত হচ্ছি এমন বৃষ্টিতে বের হতে হবেনা। ভাল মন্দ কিছু খেয়ে আবার কষে একটা ঘুম লাগানো যাবে। কিন্তু কপালে আমার সুখ সহিল না বেশিক্ষন.. মা খাবার আর সাথে বাজার ব্যাগ নিয়ে হাজির। হাতে তার বিশাল ফর্দ.... খাবার গুলো কেমন যান বিস্বাদ লাগল। মিষ্টি ঘুম ভুলে আমার কানতে ইচ্ছা করতে লাগল। মাকে খুব আদর আদর গলায় বল্লাম আজ না গেলে হ্য় না। মায়ের আগে আপা আগ বাড়িয়ে বলতে শুরু করল, "ও তাহলে তুমার বুড়া বাবা বাজার করুক আর তুমি পায়ের উপর......।" সুতরাং আর দেরি না করে বের হয়ে গেলাম। মোড়ে একটাও রিক্সা নাই, আর আমাকে দেখেই বোধ হয় বৃষ্টির বেগ বেড়ে গেল।
সুতরাং নিজের পদযুগলের উপর ভরষা করে সামনে আগাতে শুরু করলাম।
রাস্তা গুলো যেন ছোটখাট নদীতে রুপ নিছে, সেই নদী পার হয়ে যাত্রা শুরু করলাম। গন্তব্য আমার প্রিয় বাজারে পৌছাতে পৌছাতে পুর কাক ভেজা হয়ে গেলাম। তবে বাজারে ঢুকেই কেমন যেন উষ্ন অনুভুতি হতে লাগলো, অনেক লোকের ভীড়ে বোধ হয়। তবে যখন সদাই পাতি দর করতে লাগলাম তখন শুধু উষ্ন না পুরোপুরি তেতে উঠলাম। সদাই পাতির দামের ঝাঝে মোটামুটি ঝলসে গেলাম। তবে সব শেষ বিষ্ময় হিসাবে যিনি অপেক্ষা করছিলেন তিনি হলেন মহান রিক্সার পাইলট।
মামা যাবে নাকি?
যাব, কোথায়?
যায়গার নাম বলতেই মনে হলো সে কুটিল একটা হাসি দিল.. কারন আশেপাশে কোন রিক্সা নাই।
যামু ৪০ টাকা দিবেন এক দাম।
কি বল ১৫ টাকার ভাড়া ৪০টাকা!
না পোষাইলে হাইট্টা যান।
ইচ্ছে হইল ব্যটার গালে একটা কষে চড় লাগাই, কিন্তু উপায় নাই। আর কোন রিক্সা নাই, তার উপর মোটাসোটা এক মহিলা পিছন থেকে আওয়াজ দিলেন। আর এত বড় বাজার টেনে নেওয়ার মত পালোয়ান আমি না।
বাসায় পৌছে মনে হল, একটা বাজার ব্যাগ আনা হয়নি, এক দোকানে রেখে আসছি... আমার এবার সত্যি সত্যি কান্না আসতে লাগল। এই ঘন বরষায়া আমাকে আবার যেতে হবে বাজারে।
গোড়ালি পানি এবার হাটু পানি হইছে...। দোকানদার হাসি হাসি মুখে বলল,কি ভাই যান সদাই নিতে ভুইল্য গেছিলেন। আমি কাষ্ট হাসি দিলাম।
এবার রিক্সা নিলাম না... ছাতা বগলে নিয়ে ভিজতে ভিজতে বাসায় চললাম।
বাসার কাছাকাছি এসে দেখি আরও তিনজন বৃষ্টিস্নাত মানবী বেশ হাসাহাসিতে ব্যস্ত। একজনকে চিনতে পারলাম পাশের বাসায় নতুন এসেছে, আমাদের বাসায় একদিন এসেছিল। আমাকে দেখে হাসি হাসি গলায় বলল," ভাইয়া ভিজতে বের হইছেন।"
তার কথা শুনে পাশের মেয়েগুলা হাসিতে যেন গড়াগড়ি খায়।আমার আবার একটা কষে চড় লাগাতে ইচ্ছা হলো। X((X((
"না মানে এই বৃষ্টিতে আপনার বগলে ছাতা...হি হি..।"ওরা যেন হাসিতে গড়াগাড়ি খায়।
আমি মনের মধ্যে ক্ষোভ সংবরন করে কোন রকমে হাসি হাসি মুখ করে বাসায় ঢুকলাম।
আমাকে দেখেই আপা বারুদের মত বিস্ফরিত হয়। বাজারের সব পচা মাছ নিয়ে আসছিস...।
মুখে কিছু বলি না.. মনের মধ্যে কেবল একটা কথাই বাজে, হাইরে নারী জাতি কেমনে বুঝিবা আমার কষ্ট। X(

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে কষ্ট!!!

শিরোনাম সেইরাম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.