নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

এইসব দিন রাত্রি

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

বাংলা তারিখ সম্ভবতঃ খুব কম মানুষই খেয়াল রাখেন। আমিও তেমন একজন। আসলে এমন অনেক ব্যপারই ঘটে আমাদের জীবনে যার অধিকাংশ হিসাব নিকাশগুলো ইংরেজী তারিখে বেধে ফেলা হয়। তেমনি কিছু কিছু ব্যপারে বাংলা না হলেও চলে না, ভালও লাগে না। আজ হটাৎ আকাশের মন খারাপ দেখে মনে হলো আজ বাংলা কি মাস? বর্ষা কি শেষ ? দেয়াল পন্জীকার পাতা উল্টোতেই চোখে পড়ল ১লা ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ। বুঝলাম না আকাশের কেনো মন খারাপ...... শেষ হয়ে যেন শেষ হলোনা বর্ষা রানীর এমন প্রতাপ..। আমার রুমের জানালা দিয়ে বহুদুর আকাশকে দেখা যায়। মনে হয় যেন কালো জমাট কষ্টগুলো মেঘ হয়ে আকাশের বুকে। বাতাসটা এলো মেলো ভাবে ছুয়ে যায় আমার চুল গুলো। তাই এই সকালে হাটতে বেরুবো ন বেরুবো না করেও বের হয়ে পড়ি। মনে মনে বললাম ১লা ভাদ্র আজ বোধহয় ভদ্রতা করে হলেও বৃষ্টি হবে না। হাতির ঝিল পর্যন্ত নির্বিঘ্নেই পার হলাম কিন্তু তারপর আকাশের সুর পাল্টে গেলো, ইদুর বিড়াল বৃষ্টি বোধহয় একেই বলে... একটা ওভার ব্রিজের তলায় থেকেও রেহায় পেলাম না, পুরো গা ভিজে একসা। কোনরকমে মাথাটা শুকনা রাখলাম......... তবে বৃষ্টি মহাশয় থামি থামি করেও থামছে না। যেই না একটু ধরে আসে আমরা বের হলেই আবার বৃষ্টির গতি বেড়ে যায়...... এ যেন টম এন্ড জেরির মত ইদুর-বিড়াল খেলা। তবে সাহস করে একবারে দৌড় লাগালাম। রাস্তায় ইতিমধ্যে পানি জমে গেছে। যা হোক বাসায় পৌছে দেখি বউ বাচ্চা সবে চোখ মেলছে...... বললাম “বৃষ্টি ভেজা সুপ্রভাত”।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.