নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

আয়কর দিবস

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

আজ বলে আয়কর দিবস...... আমরা প্রতিদিন কমবেশি কিছু আয় তথা কামায় করলেও মহান সরকার বাহাদুর আজ সে কাজে উৎসাহ দিয়ে সবাইরে কইল ‘আয় করো’ এই আরকি... বেশি বেশি আয় করো আর আমাদেরও কিছু সম্প্রদান কর—এইটাই হোল গিয়ে আয়কর দিবস। তবে এন বি আরের আমলাগনও এ সুযোগে অল্প বিস্তর কিছু আয় করবেন তা বলতে বাধা নেই। আমরা যারা মাল্টু বা মাল্টি-ন্যশ্নাল কম্পানির ছোট খাট চাকরিতে জীবনপাত করছি সেই সকল কম্পানিগন নিজেদের আয়কর দিতে কিছুটা টাল্টি-পাল্টি করলেও আমাদের মত নাদান চাকুরীজীবীদের আয়কর বেতন থেকে সাৎ করে কেটে সরকার বাহাদুরকে দিতে মোটেও দ্বিধা করে না...... তবে আমাদের দেশের কিছু লজ্জাশীল নরনারী তাঁদের আয় অতি লজ্জায় অপ্রদর্শিত অবস্থায় রেখে থাকেন বটে। যেমন কেউ কেউ বা হাতের ইনকাম খুব সযত্নে লুকিয়ে রাখেন...। আবার কোন কোন শিক্ষাবিদগন তাঁদের ছাত্র-ছাত্রির উপকরার্থে যে ব্যচ পড়ান তা হতে অর্জিত সামান্য কিছু অর্থ অতি লজ্জায় অপ্রদর্শিত রেখে দেন কিংবা যে সকল চিকিৎসাবিদ ও আইনবিদ জনসার্থে বিভিন্ন স্থানে চেম্বার করে মানবতার সেবায় নিয়োজিত থাকেন তাদেরও এ পক্রিয়ায় অর্জিত সামান্য কিছু অর্থ বা হাদিয়া তোহফা সমূহ অপ্রদর্শিতই রয়ে যায়। তবে তারপরও ফি বছর আয়কর দিবস আসে আর আমাদের কানে কানে বলে যায় যেন ‘আয় করো, আরও বেশি আয় করো’। যদিও বছর শেষে বাড়ি ভাড়া বিদ্যুৎ আর নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচ মিটিয়ে জীবন খানি হয়ে যায় মরমর ......

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

ইমু সোনা বলেছেন: আপনি কি আয়কর দেন?

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

জুনজুন বলেছেন: মনে হয় দেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.