নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

ও গরু তুই মানুষ হইলি না

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

উত্তরা থেকে বাসায় যাচ্ছি...... সামনে পিছনে সব গরু বোঝায় ট্রাক। ট্রাকে গরু যেভাবে গাদাগাদি করে দাড়ায় আছে আমরাও লোকাল বাসে সেভাবেই গাদাগাদি করে দাড়িয়ে। গরুগুলোর উপরে ভারা থেকে বেশ অলস ভাবে খড় ছিড়ে ছিড়ে খাচ্ছে আর আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে...... মনে মনে আমদেরকে তাঁদের মতই কোন জিব ভাবছে কিনা কি জানি! তবে তাঁদের নাদি ও ইউরিন মিশ্রিত দুর্গ্নদ্ধে জান যাবার জোগাড়। সবাই ড্রাইভাররে ব্যপক অনুরোধ জানালেও সে এই সুগ্রান(!) ছেড়ে নড়তে মোটেও ইচ্ছুক নয়। গালাগালির মোটামুটি ফোয়ারা বয়ে যাচ্ছে কিন্তু মহান পাইলটের হয় গণ্ডারের চামড়া না হয় কান বন্ধ। আমি দেখলাম এই আজাব থেকে নাইমা হেটে যাওয়াই ভালো। সুতরাং পদযুগলের উপর আস্থা প্রদর্শন করে আল্লাহর নাম দিয়ে রওনা হলাম- ঐ দেখা যায় কুড়িল ফ্লাই ওভার, ঐ আমাদের গা থুক্কা বাসা। আমার সাথে অগ্রসরমান আবাল বৃদ্ধা বনিতার এক বিশাল বহর-- গন্তব্য তাঁদের ঐ পাশের শহর। নজরুল বোধহয় এমন পরিস্থিতিতেই লিখেছিলেন ‘কে আছ জোয়ান হও আগুয়ান......কিন্তু একি আমাদের দেখা দেখি কিছু গরুর ব্যপারিও ট্রাক ছেড়ে গরুর পাল নিয়ে রওনা হয়ে গেছে দেখি। লং হর্ন গরুর দল তাঁদের বিশাল শিং তাক করে আমাদের দিকেই ছুটে আসছে, আমি আর দেরি না করে দৌড় লাগালাম। এই বয়সে যখন পেটের উপর বেশ একটা দশাসই ভুঁড়ি উকি দিচ্ছে তা নিয়ে দৌড়ান যে সহজ ব্যপার নয়। তবে দেখলাম আমার মতই বহু দুর্ভাগা গরুর সাথে এই অনিচ্ছাকৃত দৌড় প্রতিযগিতায় নেমে গেছে। একজন বলল ভাই এদিকে আসেন...... কোনরকমে হাফাতে হাফাতে ফ্লাইওভারের উপর উঠলাম। ফ্লাইওভারের শীর্শ বিন্দু থেকে দেখলাম গরুর পাল দুলকি চালে ফ্লাইওভারের তলদেশ দিয়ে পার হয়ে যাচ্ছে। যাক শান্তি... গরুর পালরে বলতে ইচ্ছে হল ও গরু তুই মানুষ হইলি না। তবে মানুষ না হইলেও এই কোরবানির বাজারে মানুষের চেয়ে গরুর দাম যে বেশি তা বলা যায়। গরুর ফেলতে হাজার থেকে লাখ গেলেও মানুষ ফেলতে লাগে কেবল একটা বুলেটে--- আর কসাইরুপে দেশি কিংবা বিদেশি অস্ত্রধারি বাহিনী ত আছেই।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: চমৎকার

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

জুনজুন বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার এবং কমেন্ট করার জন্য

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

শামছুল ইসলাম বলেছেন: আপনি গুলিটা করেছেন শেষ মুহুর্তে, টার্গেট একচুল নড়তে পারেনিঃ
গরুর ফেলতে হাজার থেকে লাখ গেলেও মানুষ ফেলতে লাগে কেবল একটা বুলেটে--- আর কসাইরুপে দেশি কিংবা বিদেশি অস্ত্রধারি বাহিনী ত আছেই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

জুনজুন বলেছেন: ভাই এটাই নির্মম সত্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.