নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

ওপেন বুক এক্সাম!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

নোয়াখালীর ভাষার মধ্যে এক ধরনের মিষ্টটা আছে যা অনেক দূর থেকেও টের পাওয়া যায়। বৃষ্টির মধ্যে সবাই দাঁড়ায় আছে...... প্রতিক্ষা কখন বৃষ্টি থামবে, এর মধ্যে তারস্বরে রিং। ভদ্রলোকের কথা শুনে বুঝা গেল উনি নোয়াখালীর মানুষ। বেশ জোরেই বললেন ‘প্রশ্ন হাস হইলেও পোলাই হাস করে না’। তাঁর কথার ঝলকে পুরো ভিড় জুড়ে একটা মুচকি হাসির ঝলক বয়ে গেলেও কারও বুঝতে বাকি রইল না যে মেডিকেল অ্যাডমিশন সংক্রান্ত কথাই বললেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় যতই বানী চিরন্তন দিক না কেন এটা ওপেন সিক্রেট যে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন হাস হই গেছে আর যারা পাইছে তারা টিকিই গেছে আর যারা ন ফায় তারায় হেল কইরছে। র‍্যব বলে দু চারজনরে ধরে কুতানি দেওয়ার পর তারা বলছে যে তারা ত কেবল প্রশ্নই ফাস করছে উত্তর ত আর ফাস করে নাই...... উত্তর ত পোলাপাইন খুজেই বার করছে। আরে কিছুদিন আগে বিরধিদল নেতার কথোপকথন থেকে শুরু করে আদালতের রায় সহ ফাস হয়ে গেল আর এত সামান্য প্রশ্নপত্র মাত্র। বিদেশে বলে ওপেন বুক পরীক্ষা আছে, সবাইরে প্রশ্ন দিয়ে দেওয়া হয় পরীক্ষা হলে আর পোলা পাইন সাথে থাকা বইয়ের সাহায্য নিয়ে উত্তর লিখে দেয়- এবার নাহয় প্রশ্ন আগে পেয়ে একটু ওপেন বুক এক্সাম দিলো আর কি! আমরা যখন ভার্সিটিতে তখন আমাদের এক মজার স্যর হটাৎ বলছিলেন কালকের ক্লাস টেস্ট হবে ওপেন বুক ক্লাস টেস্ট। আমাদের এক ত্যদড় সহপাঠী পিছন থেকে বলে উঠল মেয়েরাও দিবে? আমরা অবশ্য ওপেন বুকের অন্য মিনিং নিয়ে বেশ একচোট হেসছিলাম আর মেয়েরা হয়েছিল লজ্জায় অধোবদন। স্যর জবাব দিয়েছিলেন কায়দা করেই, বললেন সাধু চলিত মিল্লে যদি গুরু চন্ডালি দোষ হয় তবে বাংলিশ মেলালে হবে গুরু স্যন্ডেলি দোষ ... গুরুর স্যন্ডেলের চপোটাঘাত তাঁর গালে। সেই ত্যদড় সহপাঠীর কান হয়েছিল লাল আর আমরা বুঝেছিলাম স্যন্ডেল না খুলেও কিভাবে চপোটাঘাত করা যায়। আজ যে সকল মহান ব্যক্তি তথা খাস খাস লোক এমন প্রশ্ন ফাস করে এ জাতির সর্বনাশ করে যাচ্ছেন আজ দেশবাসির পক্ষ থেকে গুরু স্যন্ডেলিয় চপটাঘাত তাঁদের গালে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

পদ্মপুকুর বলেছেন: নোয়াখালীর ভাষার মধ্যে এক ধরনের মিষ্টটা আছে' ....হাহাপগে..
এছাড়া লেখা ভাল হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

জুনজুন বলেছেন: আমিও হাহাপগে..

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: নোয়াখালীর ভাষাটা সত্যিই মজার

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

জুনজুন বলেছেন: হা ভাই পানি যেখানে হানি আরকি...

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

শামছুল ইসলাম বলেছেন: মজার মজার কথা বলে এক ফাকে একটা মোক্ষম চপোটাঘাত!!!
আপনার টেকনিকটা ভাল লেগেছে।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

জুনজুন বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.