নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বাংলাদেশ আগমন!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

ছোট থাকতে টিভি চ্যনেল ছিল একটাই বিটিভি, চ্যনেল একটা হইলেও নাটক আর ম্যগাজিন অনুষ্ঠানগুলো ছিল জোশ। তবে ভাল নাটক আর ছিনেমার মাঝ দিয়ে বিজ্ঞাপনের বন্যা বয়ে যাইত। তাই নাটক সিনেমার সাথে সাথে বিজ্ঞাপনগুলোও প্রায় মুখস্ত হয়ে গেছিল। একটা বিজ্ঞাপন ছিল কি একটা শাড়ির...... বউ জামায়রে অফিসের বিদায়কালে কোট পড়ায় দেয়। তবে কোটের পিছনে ভুলো মন স্বামীর জন্য পুষ্টার ঝুলায় দেয়...... আর প্রায় ৫০% হারে শিক্ষিত মানুষের দেশ বাংলাদেশে রিক্সাওয়ালা থেকে শুরু করে অফিসের কলিগ সবাই সেই পুষ্টার পইড়া স্বামী বেচারারে শাড়ি কিনার কথা মনে করায় দেয়! তবে মজাটা ছিল, যেই না কেউ স্বামী বেচারারে শাড়ি কিনার কথা মনে করায় দেয় অমনি বেচারা বলে উঠে ‘ঘরের কথা পরে জানল কেমনে’...... করো কোন গোপন কথা জানলে আমরাও দুষ্টামি কইরা কইতাম ‘আরে ঘরের কথা পরে জানল কেমনে’। ইদানিং বাংলদেশেও কি ঘটব তা বলে বাইরের দেশের লুকজন আগেই জাইন্যা ফেলাইতেছে। খোদ বাংলাদেশের ইন্টিলিজেন্স না জানলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বলে কেমনে কেমনে জাইনা গেছে যে বাংলাদেশে খেলতে আসলে বাইরের ক্রিকেটারদের উপর জঙ্গি হামলা হইব। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডরে বড় জিগাইতে ইচ্ছা করে, ঘরের খবর পরে জানলা কেমনে?--- নাকি বাংলাদেশের টাইগারদের সামনে দাড়াইতে হাত পা কাপা কাপি শুরু হইছে খোদাই জানে। স্কুলে থাকতে খেলাধুলা হইত বিকেল বেলাতে। ক্রিকেট খেলায় দ্বিতীয় পক্ষের ব্যটিঙ্গের সময় প্রায়ই আগে বুঝা যাইত কোন পক্ষ হারতাছে। যদি দেখা যাইত রানের ব্যবধান অনেক আর জিতার মতন ব্যটসমান নাই তবে ক্রিজে থাকা বন্ধুটি তাঁর সর্বস্ব দিয়ে উইকেট ঢাইকা রাখত যাতে কোনভাবেই আউট না হয়। সে যুগে অবশ্য এল বি ডাবলু ছিল না তাই আউট হবারও সুযোগ ছিল না আর আমরা বাকিরা অপেক্ষায় থাকতাম কখন মাগরিবের আজান দিবে। আজান দিলেই হৈ হৈ করে মসজিদে ছুটতাম আর মুখে বলতাম খেলা বন্ধ না হইলে ত আমরাই জিততাম। পরে পুলাপাইন জুক্স কইরা কইত ‘ডার্ক এন্ড আজান’ মেথডে মান ইজ্জত বাচাইছি...... অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বাংলাদেশ সফর নিয়ে তেড়িবেড়ি দেইখা খালি মনে হয় এরাও ‘ডার্ক এন্ড জঙ্গি মেথডে’ মান ইজ্জতের টানা টানি সামলাইতাছে......

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

আমি শঙ্খচিল বলেছেন: ভাল কইছেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.