নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

ছন্নছাড়া

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

পৃথিবীর সব নিপীড়িত মানুষের হয়ে লেখা আমার এ কবিতা
যাদের তঁরে আজ উদিত হয়নি ধরাতে ঐ চিরচেনা রবিটা।
প্রতিবাদে আজ রাত হয়েছিল খুব নীরবতায় আকা বড্ড সুনসান
রোজ সকালের মত গায়নি কোন পাখি মিষ্টি ভোরের গান।
ফুল হয়ে ফোটেনি নতুন কলি পৃথিবীর কোন চেনা বাগানে
মাথাকুটে মরে ঢেউ বারে বার ঐ বিমর্ষ সাগরের আহ্বানে।
কষ্টের নীল শুষে আকাশটা হলো যেন আজ দুঃখের নীলকন্ঠি
টুং টাং স্বর হয়ে বেজে চলে কত শত করুণার দুল দুল ঘণ্টী।
জানি মোর কবিতার সত্যতা থাকবে না ক্ষনিকের কালে
প্রতিদিন উদিত হবে লাল সূর্যটা ভুলে সব রোজ সকালে।
পৃথিবীটাও হবে না জানি কখনও খুব নীরব প্রতিবাদ
পাখিদের কলকাকলি থামাবে না কারো দুঃখের আর্তনাদ।
কলি সব ফুল হবে বাগানেতে বর্ণিল বহুরূপী সাজে
যত শত ঘণ্টীরা টুং টাং সুর তুলে নেচে নেচে বাজে।
নিপীড়িতদের দুঃখের গল্পটা হয় নাক খুব বলা যেখানে
পৃথিবীটা রোজ রোজ ঘুরে যায় অক্ষের অদ্ভুত সেখানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.