নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

কুটিরের গান

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

কোন এক ক্লান্ত রাজপথে, চুল ছুয়ে মিষ্টি বাতাসে
রুদ্ধ শাস তপ্ত পথের, আকাশ ছোঁয়া নিঃশ্বাসে--
বহুদূর পথ শেষ হয়ে যায়, ঐ ত আলোর রেখা
ক্লান্ত এমন দিন শেষে যখন আমি একা।
মিষ্টি কোথাও রাত কাটাব এমন ভাবনা নিয়ে
এলাম আমি তোমার দোরে অচেনা পথিক হয়ে।
মিষ্টি সুরে বেজে চলেকোথায় এমন ঘণ্টী
ক্লান্ত দেহে দাড়িয়ে দেখি পেরিয়ে গেল দিনটি।
এটাই আমার স্বর্গ নরক আজকে রাতের জন্য
বাতি নিয়ে পথ দেখিয়ে করল সে যে ধন্য ....।

হটাৎ শুনি শুনি মিষ্টি সুরের নিপুন সম্ভাষণ
সম্মিলিত ভালবাসায় করলো আমায় আপন

স্বাগত হে আচেনা পথিক স্বাগত হেথায়
ভালবাসায় পরিপূর্ণ আমাদের পান্থশালায়
স্নিগ্ধ রাতের নির্মলতায়
ফিরে এসো হেথা বিমুগ্ধতায়
যখন তোমার এই মন চায়
ফিরে এসো আমাদের পান্থশালায়
তার হৃদয় খানি প্রশস্ত ঠিক যেন আসিম আকাশ
হাজারও শিশুর কলরবে প্রিয় বন্ধুতের প্রকাশ
অবাক নাচের ছন্দ আকা ঘর্মিত কপালে
ভুলে যেও বা মনেই রেখ হারিয়ো নাচের তালে

যখন আমার ক্লান্ত হৃদয়
খুজে ফিরে যে আপন আলয়
নিভৃত আকাশ আসীম ছাদের বিশাল বিছানাতে
ঘুমাপাড়ানি মধুর স্বরে গান গেয়ে যায় রা্তে
মাঝ রাতে আজ হটাৎ জেগে তারার সম্ভাষণ
সম্মিলিত ভালবাসায় করলো আমায় আপন


স্বাগত হে আচেনা পথিক স্বাগত হেথায়
ভালবাসায় পরিপূর্ণ আমাদের পান্থশালায়
স্নিগ্ধ রাতের নির্মলতায়
ফিরে এসো আমাদের কুটির খানায়
যেখানে সময় হারায়
কি নিদারুন ব্যর্থতায়
আকাশ ছোঁয়া ছাদে
বরফের শুভ্রতা হাতে
বন্দি এ হৃদয় খুজে ফিরে এমন মুক্ত প্রভাতে
মধ্য রাতের ভোজের
আয়োজন হয়েছে ঢের

সুশোভিত প্লেট আর চামুচের টুং টাং ধ্বনি
যত খাবে তবু ফুরাবে না এই খাদ্যের খনি
তবু মনে পড়ে আমি বেরতে চেয়েছি যতবার
সেই কুটিরের গোলক ধাদায় পথ হারিয়েছি ততবার

যতবার আমি ছুটেছি নতুন পথের পানে
ফিরে ফিরে আমি এসাছি তোমাদের এই খানে
শোন, আমায় বলল ডেকে রাতের পথিক
বের হবার পথ খুজছ তুমি? সেটা ত ঠিক।
কিন্তু নতুন পথে তুমি যতবার ছুটে যাবে
পথের শেষ প্রান্তে এই আমাদেরই পাবে

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: বেশ ভালো ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

জুনজুন বলেছেন: ধন্যবাদ অনেক

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: 'যতবার আমি ছুটেছি নতুন পথের পানে
ফিরে ফিরে আমি এসেছি তোমাদের এই খানে
শোন, আমায় বলল ডেকে রাতের পথিক
বের হবার পথ খুজছ তুমি? সেটা ত ঠিক।
কিন্তু নতুন পথে তুমি যতবার ছুটে যাবে
পথের শেষ প্রান্তে এই আমাদেরই পাবে ।' ভালো লাগলো ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

জুনজুন বলেছেন: ধন্যবাদ অনেক

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


স্বাগত হে আচেনা পথিক স্বাগত হেথায়
ভালবাসায় পরিপূর্ণ আমাদের পান্থশালায়
স্নিগ্ধ রাতের নির্মলতায়
ফিরে এসো আমাদের কুটির খানায়
যেখানে সময় হারায়
কি নিদারুন ব্যর্থতায়
আকাশ ছোঁয়া ছাদে
বরফের শুভ্রতা হাতে
বন্দি এ হৃদয় খুজে ফিরে এমন মুক্ত প্রভাতে
মধ্য রাতের ভোজের
আয়োজন হয়েছে ঢের

এই অংশটুকু ভাল হইছে বেশ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

জুনজুন বলেছেন: ধন্যবাদ অনেক

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

নেক্সাস বলেছেন: বাহ পল্লী বাংলার কবিতা ভাল লাগলো

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

জুনজুন বলেছেন: ধন্যবাদ অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.