নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

নব্বইয়ের দুরন্ত কথন

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

আমার প্রথম পাওয়া যাদুর বাহন
আমায় প্রথম দেখান দুরন্ত সময় তখন
ছুটে চলা পিচঢালা পথে প্রতিক্ষণ
সেটা ছিল নব্বইয়ের দুরন্ত কথন

আমি আর আমার ভাইয়ের সেই পথ ঘুরে
ছুটেছি তাকে নিয়ে কত যে বহু দূরে
ভাইয়া হল বড় তবুও সে রইল আমার আপন
আমার সেই দুই চাকার প্রিয় বাহন

যত বার ফিরে যাই সেই প্রিয় অতীতে
সেই ক্লান্ত দুপুরে আছ তুমি মিষ্টি স্মৃতিতে

ফিরে যেতে চাই সেথা আজীবন
যেথায় আমি রইব অনুক্ষন
সেইটায় আমার সবচেয়ে প্রিয় ক্ষন
আমার হৃদয়ের স্মৃতির অঝোর রক্তক্ষরন
যখন আমি ফিরে যাই সেই আমার প্রিয় বাহন
তোমার সাথে প্রিয় শৈশবের যত স্মৃতিচারণ
সেই দুরন্ত দিনগুলির রঙ্গিন স্বপ্ন কথন

কৈশরে তোমার সাথে মিষ্টি প্রণয়
বলেছিলে তোমা বিনে এ জীবন নয়
প্রথম অনুভূতির তোমার হাত ছোঁয়ার অভয়
জেগে থাকা নিঝুম সেই রাত আর কেন নয়
এ আমার জিবনের শ্রেষ্ঠ সময়

ফিরে যেতে চাই যখন
সেটা ছিল নব্বইয়ের দুরন্ত কথন
আমরা করেছি যত সময় ক্ষেপণ
কৈশর তারুন্যে ভঁরা যাপিত জীবন
বয়সের হাপ ছেঁড়ে নব উদ্যমী এ মন
তবু তরুন্য ভরা এ হৃদয় নয় যে চিরন্তন

সময় বড় নিয়ত বদলায়
দিন রাত প্রতিদিন বয়ে চলে যায়
যখন প্রিয় সাইকেলে চাড়েছি দুজনে
তোমার মুগ্ধতা ছিল শয়নে স্বপনে

কৈশরে তোমার সাথে মিষ্টি প্রণয়
বলেছিলে তোমা বিনে এ জীবন নয়
প্রথম অনুভূতির তোমার হাত ছোঁয়ার অভয়
জেগে থাকা নিঝুম সেই রাত আর কেন নয়
এ আমার জিবনের শ্রেষ্ঠ সময়

ফিরে যেতে চাই যখন
সেটা ছিল নব্বইয়ের দুরন্ত কথন
ফিরে দেখা নব্বইয়ের দুরন্ত কথন
তুমি আর আমি নব্বইয়ের তখন
ক্লান্ত দুপুরে, ফিরে বারে বারে সেই নব্বইয়ের কথন

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

জুনজুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর কবিতা :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

জুনজুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার স্মৃতিচারণা মূলক কবিতা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

জুনজুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১

মাহবুবুল আজাদ বলেছেন: ওফ অসাধারণ লিখেছেন, এত বড় বড় ছন্দ মিলিয়ে লেখা, সত্যিই দারুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.