নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই ফালাসরে পাগল মরতে একদিন হইবই

তারা ভরা রাতের নিষাচর...

জুনজুন

নিতান্তই সরল দিন গুলো কেটে যায়..... শুধু বসে থাকা কিছু সপ্নকে মুঠো করে।

জুনজুন › বিস্তারিত পোস্টঃ

পাপড়ি জলে চোখের জলে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

সময় কত খারাপ হলে
এই চোখেরই পাপড়ি তলে
বয়ে চলে আনেক জলে,
দুঃখরা সব দলে দলে।
আমার হৃদয় নিংড়ে দিয়ে
কষ্টরা সব যায় যে বয়ে
আপন ভোলা কষ্টগুলো
কাদতে পারে এলোমেলো
বৃষ্টি ধারার ফোটার মত
ঝর ঝরিয়ে অবিরত
বুকের কোনে খুব গোপনে
লুকিয়ে আছে আপন যত
কষ্টে ধোয়া মিষ্টি ক্ষত।

কান্না হোল আমার কালি
দোয়াত কলম থাক না খালি
খালি থাকুক সব লেখার খাতা
এই বুকেতেই অনেক পাতা
সেথায় আছে অনেক লেখা
পড়তে পারি একা একা
রোজ লিখে যাই নতুন কি সব
পড়তে গেলে লাগেই আজব
রোজ তাতেই কি যেন পুড়ে
তাই লিখে যাই হৃদয় জুড়ে।
আমার দুঃখ থাকবে আকা
হৃদয় জুড়ে আকা বাকা।
সেই কবে যে শেষ হেসছি
সেটাও এখন ভুলেই গেছি,
হাসি তোমায় দিলাম আড়ি
কান্না সাগর দিই যে পাড়ি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

সায়েল বলেছেন: অনেক সুন্দর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

জুনজুন বলেছেন: ধন্যবাদ আনেক,

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

ইমু সোনা বলেছেন: "রোজ তাতেই কি যেন পুড়ে
তাই লিখে যাই হৃদয় জুড়ে।"
কিসের এত দু:খ গাথা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

জুনজুন বলেছেন: দু:খি বটে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.